ফটোগ্রাফি পোস্ট ||| এলোমেলো কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।তবে পরিপূর্ণ ভালো আছি বললে ভুল হবে।অসুস্থতার মধ্যেই দিন যাপন করছি। প্রচন্ড ঠান্ডা ও জ্বর আমাকে কষ্ট দিচ্ছে দুদিন হলো। তারপরও আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। কারণ আমার বাংলা ব্লগ সব সময় প্রাধান্য দেয় সেরা কিছু।

আর আমাদের যে @rme দাদা, দাদা সব সময় আমাদের ছায়া দিয়ে আগলে রেখেছেন।এরকম একটি ভালো মানুষের মানবিকতার জন্যই আমার বাংলা ব্লগে এতদিন হল কাজ করে যেতে পারছি।দাদা আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছেন এজন্য দাদার কাছে আমরা চির কৃতজ্ঞ। কারণ এই প্লাটফর্মের মাধ্যমে আমরা নিজেরা স্বাবলম্বী হচ্ছি এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছি। এই প্লাটফর্মে যে শুধু ইনকামের ব্যবস্থা বা অর্থ উপার্জন করা যায় তা কিন্তু নয় এখানে আনন্দ বিনোদন , পরিবারের একজন আরেকজনের সুখের দুঃখের খবর আমরা নিতে পারি। আমার বাংলা ব্লগ কমিউনিটি এক প্রকার আমাদের জীবনের সাথে ওতো প্রতোভাবে জড়িয়ে গেছে। এখানে না আসতে পারলে এবং নিয়মিত পোস্ট না করতে পারলে খুব খারাপ লাগে। তাইতো অসুস্থ থাকা অবস্থায় চেষ্টা করে যাই রীতিমত কাজ করার জন্য। আমি আজ আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করা একপ্রকার নেশা হয়ে গেছে আমার বাংলা ব্লগে জয়েন করার পর থেকে। আর আমার কেন জানি সব সময় সঠিক কথা বলতে ভালো লাগে কারণ আমি আমার বাংলা ব্লগ থেকে অনেক কিছু ব্যাপারে শিক্ষা পেয়েছি।আজকে আমি আপনাদের মাঝে "এলোমেলো কিছু ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আমার "এলোমেলো কিছু ফটোগ্রাফি" দেখে নেওয়া যাক।

IMG_20231224_105223.jpg

খেজুর গাছ

রাস্তা দিয়ে চলছিলাম এমন সময় রাস্তার পাশে খেজুরের গাছটি দেখে মনে হল এর একটি ছবি নেওয়া দরকার। কারণ মনে হয় ছবিটি অনেক সুন্দর দেখাবে।
IMG_20231219_124402.jpg
গ্রামের কাপড় শুকানো

গ্রামের লোকজন কি ভাবে কাপড় শুকায় সেই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম।
IMG_20231216_130844.jpg
আরাফ যখন স্টেডিয়ামের মাঝে
আমার ছেলে আরাফ স্টেডিয়ামের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে ওর পিছন দিক থেকে আমাকে পিছন দিক থেকে একটি ফটোগ্রাফি করতে বলল এবং বলল আম্মু এটা দেখতে অনেক ভালো লাগবে।
IMG_20231204_140345.jpg
বেগুন গাছে ফুল

বেগুন গাছে বেগুনের ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
IMG_20231204_140105.jpg
করলার ফুল

করলার গাছে করলার ফুলটি দেখতে অনেক ভালো লাগছিল তাই ছবিটি ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
IMG_20221223_141253.jpg
নদীতে নৌকা

প্রচন্ড রোদে নদীতে নৌকা চলছিল আর নৌকায় লোকজন গুলো এই রোদের ভিতর সুন্দরভাবে ভ্রমণ করছে আর সেই দৃশ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করালাম।
IMG_20230223_192830.jpg
আরাফের বেলুন ফুটানো

আরাফ মেলায় যাওয়ার পর থেকে তার একটি শুধু বায়না সে ইয়ার গান দিয়ে বেলুন ফুটাবে কিন্তু সে একটি বেলুনও ফোটাতে পারছিল না।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট"এলোমেলো কিছু ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 7 months ago 

এ জাতীয় বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে। যেখানে অনেক কিছু দেখতে পাওয়া যায়। ঠিক তেমনি আপনি বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি তুলে ধরেছেন এই পোষ্টের মাঝে। খুবই ভালো লাগলো বিভিন্ন ধরার ফটোগুলো দেখে।

 7 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ এটি আমার জন্য বড় পাওয়া।

 7 months ago 

বাহ অসাধারণ আপনি অনেক সুন্দর করে এলোমেলো ফটোগ্রাফি করেন। তবে ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। তবে আপনার এক একটা ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। বেগুন ফুলের এবং খেজুর গাছের ফটোগ্রাফি বেশ ভালো লাগলো। নৌকার ফটোগ্রাফিও অসাধারণ লাগলো। সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর করে উপস্থাপনা করেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 7 months ago 

উৎসাহ মূলক মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এরকম খেজুর গাছ গুলো দেখতে খুবই সুন্দর লাগে। খেজুর গাছের ফটোগ্রাফি সহ আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। নদীতে নৌকার ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 7 months ago 

খেজুর গাছ, বেগুন ফুল আর করলার ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। আমার কাছেও ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। বাচ্চারা ছবি তুলতে খুব পছন্দ করে। তাইতো আপনার ছেলে স্টেডিয়ামের মাঝখানে গিয়ে সুন্দর ফটোগ্রাফি করে নিলো। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 7 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 7 months ago 

এলোমেলো ফটোগ্রাফি হলেও আপনি খুবই সাজিয়ে গুছিয়ে এটাকে আমাদের মাঝে শেয়ার করতে সক্ষম হয়েছেন আপু ‌ আরাফের বেলুন ফোটানোর ফটোগ্রাফি টা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে যেন মনে হচ্ছে সে খুবই দক্ষতার সাথে বেলুন ফুটাতে ব্যস্ত।

 7 months ago 

ঠিক বলেছেন ভাই আরাফের বেলুন ফুটানো টা আমার কাছেও অনেক ভালো লেগেছে।

 7 months ago 

বাহ্ দারুণ হয়েছে ফটোগ্রাফি গুলো। আসলে আপনি ঠিক বলছেন আমার বাংলা ব্লগে পোস্ট না করলে খুবই খারাপ লাগে।আমিও যত বেশি ব্যাস্ত থাকি না কেনো পোস্ট করবই।যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

 7 months ago 

আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে আসছেন৷ আজকেও একদম অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ যার সৌন্দর্যের কথা মুখে বলে শেষ করা যাবে না৷ আপনার সবগুলো ফটোগ্রাফিই আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এর মধ্যে আপনি যে খেজুর গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ কারণ আমাদের এখানে তেমন একটা খেজুর গাছ দেখা যায় না৷

 7 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের মাঝে তুলে ধরেছেন প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে আপু। তবে সবগুলো ফটোগ্রাফির মধ্য ফুলের ছবিগুলো বেশি ভালো লেগেছে যার মধ্যে করোলা ফুলের সৌন্দর্য টা বেশি আকর্ষণীয়।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করে পাশে থাকার জন্য।

 7 months ago 

আপনার মত আমারও ফটোগ্রাফি করা এক ধরনের নেশা হয়ে গেছে। এই প্লাটফর্মে কাজ করার পর থেকে। তবে আজকে আপনি অনেক সুন্দর করে কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আর আপনি এমনিতে বেশ চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

সব সময় গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। খেজুর গাছের প্রাকৃতিক সৌন্দর্য খুবই দুর্দান্ত । আসলে মেলাতে গেলে আগে অনেক বেলুন ফুটাতাম। করলার হলুদ ফুল দেখতে খুব সুন্দর লাগছে। নদীতে নৌকা ভ্রমণের অনুভূতি বেশ দারুন। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45