DIY ||| এসো নিজে করি ||| আকর্ষণীয় সুন্দর একটি মগের অংকন।
আসসালামু আলাইকুম।
প্রত্যাশা করি আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে একটি সুন্দর মগের অংকন নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা বেশ দারুন অংকন করেন। আর সেই অংকন গুলো আমার অনেক ভালো লাগে। আমিও চেষ্টা করি কিছু অংকন নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। যদিও আমার অংকন অনেক সুন্দর হয় না,তবুও চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস চেষ্টা করলে সব সাধন করা সম্ভব।তাইতো নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে "আকর্ষণীয় সুন্দর একটি মগের অংকন" নিয়ে হাজির হলাম। মূলত অংকনটি করেছি আমার বাসার আমার নিজের মগের অংকন। এই মগটি আমার অনেক প্রিয়। তাই নিজের মগকে কেন্দ্র করে একটি অংকন আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে মগটি কিভাবে অংকন করেছি তা দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।পেন্সিল।
২।রাবার।
৩।রং পেন্সিল।
৪। মার্কার প্যান।
প্রথমে ডিম আকৃতি করে এঁকে নিয়েছি।
এবার সেই আকৃতি অনুযায়ী আরেকটি গোল এঁকে নিয়েছি।
ডিম আকৃতির দুই সাইজ থেকে এঁকে সুন্দর করে একটি মগ তৈরি করেছি।
মগের একটি হ্যান্ডেল এঁকে নিয়েছি।
এবার মগের নিচের দিকে এঁকে নিয়েছি।
মগের উপরে অর্ধেক সূর্যমুখী ফুলের ডাল সহ এঁকে নিয়েছি এবং তার ভিতরে ডিজাইন করে নিয়েছি।
মগের সৌন্দর্য বৃদ্ধির জন্য নিচের দিকে ডিজাইন করে নিয়েছি।
অর্ধেক সূর্যমুখী ফুল ছাড়া আরও তিনটি ফুল এঁকে নিয়েছি পাতা সহ ।
মগের হ্যান্ডেলে পাতার সেভ করে ডিজাইন করে নিয়েছি এবং মগের উপরে টিয়া কালার মার্কার প্যান দিয়ে এঁকে নিয়েছি এবং কমলা কালার রং পেন্সিল দিয়ে ফুলগুলো রং করেছি এবং এঁকে নিয়েছি।
পাতাগুলো সবুজ রং করে নিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "আকর্ষণীয় সুন্দর একটি মগের অংকন"।এবার এই "আকর্ষণীয় সুন্দর একটি মগের অংকন" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
সত্যিই আপু চেষ্টা করলে একদিন ঠিক সফল হওয়া যায়। আপনি আজ দারুন একটি মগ এঁকে শেয়ার করেছেন। মাঝে ফুল দিয়েছেন এতে এর সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে।আমার কাছে ভালো লেগেছে আপনার আর্টটি।আপনি চেষ্টা করতে থাকেন ইনশা আল্লাহ ভালো কিছু হবে।ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
খুবই সুন্দর একটি মগের চিত্র অংকন করেছেন। এই মগের চিত্র অংকনটি দেখতে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন যার মাধ্যমে এই চিত্রটি দেখে শিখতে পারলাম।
সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
সত্যি দারুণ চমৎকার সুন্দর আকর্ষণীয় একটি মগ বানিয়েছেন আপু।ভীষণ চমৎকার সুন্দর আর্ট করেছেন মগের।মগটি আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
দিদি আপনার কাছে আমার ডাই পোস্টটি পছন্দ হয়েছে এটাই আমার সার্থকতা।
প্রত্যেকটা কাজে চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা সবকিছুই করতে পারবো। তাই প্রত্যেক কাজে চেষ্টাটা অবশ্যই রাখতে হবে। আপনি আজকে অনেক সুন্দর করে একটা মগের আর্ট করেছেন। যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার অংকন করা এই আর্ট কিন্তু খুব ভালোই আকর্ষণীয় ছিল। আর দেখতেও দারুন লাগছিল। এটা সবার কাছেই আশা করছি ভালো লাগবে। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। এরকম সুন্দর আর্ট সবসময় দেখতে চাই।
উৎসাহ মূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
আপু কথায় আছে না, চেষ্টা করলে সফলতা আসে। এই কথা কিন্তু একদম সত্য। আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে একদিন না একদিন সফল হবেনই। তা আজ হোক কিংবা কাল। আপনি চেষ্টা করে এঁকেছেন বলেই এত সুন্দর হয়েছে। আমার কাছে আপনার এই মগের আর্ট অনেক ভালো লেগেছে। মগটির চারপাশে ডিজাইন করার জন্য দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আকর্ষণীয় সুন্দর একটি মগের চিত্র অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে মগের সাইডের অংশে ফুলের দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন বলে বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
উৎস মূলক মন্তব্য পেলে অনেক ভালো লাগে।
আপনি আপনার চেষ্টা দ্বারা সুন্দর একটি আর্ট করেছেন আপু।আসলেই চেষ্টা করলে সবকিছু করা সম্ভব।তবে মগের নিচের ডিজাইন ও হাতলের ডিজাইনে কালার করলে আরো সুন্দর লাগতো দেখতে,কিছুটা ম্যান্ডেলা আর্টের মতোই।ধন্যবাদ আপু।
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য।
আকর্ষণীয় সুন্দর একটি মগের অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা দেখতে আসলেই অনেক ভালো লাগছে। এর মধ্যে ফুলের চিত্র অঙ্কন করার জন্য এটা দেখতে সবথেকে বেশি ভালো লাগছে।
আমার ডাই পোস্টিটি আপনার পছন্দ হয়েছে যেন অনেক ভালো লাগলো ভাই।
যদিও তেমন আর্ট করতে পারিনা। তবে আপনাদের আর্ট পোস্ট গুলো দেখলে ভীষণ ভালো লাগে। মগের অংকন অনেক সুন্দর লাগতেছে। মগের মধ্যে ফুল আর্ট করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
সুন্দর একটি মগের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।মগটি দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। সুন্দর এই মগের আর্ট এর প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।