জেনারেল রাইটিং ||| মানুষ বদলায় কারণে অকারনে।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি সুস্থ ও সুন্দরভাবে দিন অতিক্রম করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

sad-7182870_1280.png
source

পৃথিবীটা অনেক সুন্দর। সুন্দর আমাদের আশে পাশের প্রকৃতি।প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে যাই এবং আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি।প্রকৃতি আমাদের মাঝে সবকিছু অকাতরে বিলিয়ে দেয়।এই প্রকৃতি আমাদের যে দান করছে কিন্তু এর পরিবর্তে সে আমাদের কাছ থেকে কিছুই গ্রহণ করেনা। তার এমন মহান উদারতা ও দানশীলতা পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি। কিন্তু আমরা মানুষ এমন সুবিধা পেয়ে বিনিময়ে কেটে ফেলছি গাছ। আমাদের প্রয়োজনে এবং সামান্য সৌন্দর্যের জন্য আমরা অগতরে কেটে ফেলছি গাছ।

মানুষ ও প্রকৃতির মধ্যে রয়েছে বিশাল ব্যবধান।কাউকে কিছু দান করে সেই প্রতিদানে কিছু আশা না করাই ভালো । সুন্দর এই পৃথিবীর মানুষগুলো বড়ই মনোরম। কখনো সে হাসে আবার কখনো সে কাঁদে কখনো তার পরিবর্তন কখনো তার অপরূপ মায়াবি রূপের আগমন। সুন্দর পৃথিবী বেচে থেকে সুন্দর ভাবে জিবনটা উপভোগ করতে সবাই চায়। কিন্তু পৃথিবীর কিছু অনিয়ম মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্নগুলো নিঃস্ব করে দেয়। স্বপ্ন আসে স্বপ্ন যায় এই স্বপ্নের আশা নিয়ে বাস করতে সবাই চাই। এক বুক আশা নিয়ে সবাই বাঁচি।

আজ যে অবস্থায় আছি অনেক কষ্টের মাঝে দিনগুলো অতিক্রম করছি হয়তো কোন এক সময় আমার এই দিনগুলো থাকবে না এই আশায় বুক বাধে সবাই। তাই মানুষ ছুটছে তার দৈনন্দিন জীবনে একটু ভালো থাকার জন্য কর্ম ব্যস্ততায় সময় পার করছে। যদি জীবনটাকে আর একটু গুছিয়ে নেওয়া যায়। পরিবারের সবাইকে নিয়ে যদি একটু ভালো থাকা যায় সবার মুখে একটু হাসি ফুটানো যায়, এইতো আমাদের জীবন। এই জীবনে প্রতিটি মানুষের আচার-আচরণ ও ব্যবহার একরকম হয় না। ভালো ব্যবহার সবাই আশা করে। কিন্তু মানুষ বদলায়। বদলায় তার ব্যবহার।আর সেই বদলানোর পেছনে থাকে হয়তো এক বুক চাপা কষ্ট, অতিরিক্ত টাকার অহংকারে মানুষ বদলায়।

ছোট থেকে বড় হয় একটি মানুষ তার পরিবারে। তার আচার-আচরণের খারাপ প্রভাব দেখলে সেই পরিবারের মানুষগুলোর কিন্তু তার ব্যবহার সম্পর্কে জানছে। কারণ যে মানুষ কিছুদিন আগে ছিল এক, সে মানুষ আজ কেন অন্যরকম। তার মধ্যে এক বিরাট পরিবর্তন। আর এই পরিবর্তনের পেছনেও অনেক কারণ থাকে। আমরা হয়তো মানুষের সামনাসামনি দেখে অনেক কিছু মন্তব্য করি। কিন্তু প্রকৃত পক্ষে প্রত্যেকটি মানুষের পরিবর্তনের পেছনে বিভিন্ন রকমের কারণ থাকে। কারো হয়তো বা অবৈধভাবে যে কোনো মাধ্যমে টাকা উপার্জন করা লোভ লালসায় ঘিরে থাকে মন। আবার কারো বুক চাপা কষ্ট নিয়ে জীবনের সফলতার জন্য আশা নিয়ে সংগ্রাম করা। তবে যে যেটাই বলুক আমার মতে বাঁচতে গেলে মানুষের অবশ্যই পরিবর্তনের দরকার।

আর সেই পরিবর্তনটা হতে হবে সৎভাবে বা সততার সাথে যে কোন অর্থ উপার্জন করে জীবনের সফলতা অর্জন। মানুষ মানুষকে অতিরিক্ত কষ্ট দিলেও সেই মানুষটি আর আগের পর্যায়ে থাকে না আর তখন সেই মানুষ অতিরিক্ত কষ্টে বদলে যায়। এই পৃথিবীতে কারো পরিপূর্ণ সুখ নেই। প্রতিটি মানুষের একটি না একটি জায়গায় ঘাটতি রয়েছে। কারো হয়তো বা টাকার কষ্ট কারো জীবনে সুখ নেই সেই কষ্ট কেউ হয়ত অসুখ নিয়ে দিন যাপন করছে। মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছে। কাজেই কেউ পরিপূর্ণ সুখী নয়।। তাইতো মানুষ বদলায় নানান রকম কষ্টে কারণে অকারনে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

received_994385598460075.jpeg

received_429198400014139.jpeg

received_385552937848177.jpeg

Sort:  
 2 months ago 

মানুষেরে বদলানোর কারন আপনি খুব সুন্দর যুক্তিক দিয়ে লিখেছেন। আমিও মনে করি মানুষ যে কোন কারণে বদলিয়ে যায়। মানুষ বেশি টাকা-পয়সার মালিক হলে অনেকে বদলে যায়। আবার দেখবেন অনেকেই অভাবের কারণে স্বভাব নষ্ট হয়ে যায়। বিভিন্ন কারণে মানুষের এই বদলে যাওয়াটা আসলে মাঝেমধ্যে মেনে নেওয়া যায় না খুবই কষ্টের।

 2 months ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনি ঠিক বলেছেন আপু মানুষ কারণে অকারণে বদলায়। বেশির ভাগ সময় বেশি টাকা পয়সা থাকলে বদলায়। আবার অভাবে বদলায়, সত্যি অনেক সময় বদলানো দেখে রাগ হয় কিন্তু আমাদের কিছু করার নেই। ধন্যবাদ আপু অনেক সুন্দর লিখেছেন।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 months ago 

সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায় আপু। হয়তো কোন এক সময় সবকিছু ঠিক হবে। কিন্তু সবকিছুই সময়ের ব্যাপার। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আমার লেখা আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাই।

 2 months ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আমার। বেশ দারুণ লিখেছেন আপনি। আর এই লেখা পড়ে বুঝতে পারলাম আপনার বেশ সহজ চেতন দৃষ্টিভঙ্গি ও সজাগ চিন্তাধারা রয়েছে। এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আমি চেষ্টা করেছি ভালো কিছু লেখার। আর সেটি যখন আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

মানুষের দিন সবসময় একরকম যায় না। প্রত্যেক মানুষ কোন না কোন কারণে বদলে যায়। তবে এটি ঠিক আজকে হয়তো একটি মানুষের দিন খারাপ যাচ্ছে হয়তো বা সামনে দিন তার ভালো যাবে এই আশা বুক বেদে সবাই সামনের দিকে এগিয়ে যায়। আর কারো উপকার করে তার উপকারের প্রতিদান চাওয়া ঠিক না। খুব সুন্দর একটি পোস্ট করাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

মানুষ সবসময় পরিবর্তনশীল।অনেক সুন্দর বিষয় নিয়ে লিখেছেন।আসলেই কেউ গভীর কষ্ট নিয়ে পরিবর্তন করে নিজেকে আবার কেউ কারন ছাড়াই পরিবর্তিত হয়।ধন্যবাদ আপু।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

 2 months ago 

পরিবর্তন মানুষের ধর্ম। প্রকৃতি যেমন নিজের রুপ বৈচিত্র্য এর পরিবর্তন করে মানুষও ঠিক সেটাই করে। তবে মানুষের এই পরিবর্তন কখনও ইচ্ছাকৃতভাবে হয় আবার কখনও বাধ‍্যতামূলকভাবে হয়। কিন্তু আমাদের নিকট কিছু মানুষের হঠাৎ পরিবর্তন আমরা কখনো স্বাভাবিক ভাবে মেনে নিতে পারি না। তাদের এমন পরিবর্তন আমাদের বেশ কষ্ট দিয়ে থাকে।

 2 months ago 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনার মত আমারও সেটাই মনে হয় আপু, জীবনে বাঁচতে গেলে পরিবর্তন অবশ্যই দরকার। সুখ দুঃখ সব কিছু মিলেমিশেই আমাদের সংসার এবং জীবন। তাই পরিবর্তন যদি হতে পারেন জীবনে তাহলেই ভালো থাকতে পারবেন। আর মানুষ পরিবর্তন হয় পরিস্থিতির কারণে। সেটা হোক অর্থ লোভ কিংবা পারিবারিক যে কোন সমস্যার কারণে। বেশ ভালো লাগলো আপু আপনার এই পোস্ট টি পড়ে।

 2 months ago 

আমার লেখাটি পড়ে আপনার ভালো লেগেছে। বিষয়টি আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছে দাদা।

 2 months ago 

আসলে আপনি একেবারে সঠিক কথা বলেছেন৷ আমাদের জীবনের অনেক সময় অনেক কিছুই আসবে এবং সেগুলোকে আমাদের মেনে নিতে হবে৷ যদি আমাদের জীবনের যেকোনো কিছু করতে হয় তাহলে অবশ্যই আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে৷ এই জীবন পরিবর্তনের মাধ্যমেই আমাদের সকল কিছুই সম্পন্ন করা যাবে৷ ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷

 2 months ago 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

  • আপনার অবহেলিত মহিলা কর্মীদের জন্য আপনি এই উদ্যোগ শুরু করার চেষ্টা করছেন, তারা সব নারী ও মহিলার প্রতি ভালোবাসা এবং সম্মান দেখিয়েছেন
  • আপনি যখন অবহেলিত জনগোষ্ঠীর মাঝে কাজ করেন, সেখানে তারা চরম প্রয়োজনের মানুষ, দিশেহীন এবং অভাব-সৃষ্ট উইক্লি-ফ্রি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63