রেসিপি ||| কাঁকরোলের ভর্তা ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাই বেলি ফুলের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও বিধাতার রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে আজ আরেকটি নতুন রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আমি যখনই কোন নতুন রেসিপি তৈরি করে থাকি তখনই আমার মন অস্থির হয়ে থাকে কখন আমি আমার বাংলা ব্লগে সেটা পোস্ট করতে পারব। বাংলা ব্লগকে ভালোবাসি বিধায় নতুন কিছু সৃষ্টি করে বাংলা ব্লগের মাঝে হাজির করি।আমি আমার বাংলা ব্লগকে অনেক ভালোবাসি। এই ভালোবাসার মাঝে হয়তো আমি ব্লগে আমার ক্রিটিভিটি গুলো তুলে ধরতে পারি। সব সময় কি সব কিছু খেতে ভালো লাগে মেনু যদি একটু চেঞ্জ করে খাই আর গরম ভাতের সাথে যদি একটু ভর্তা হয় তাহলে তো কথাই নেই। তাইতো আমি আজ আপনাদের মাঝে "কাঁকরোলের ভর্তা" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে এই সবজি "কাঁকরোলের ভর্তা" কিভাবে ভর্তা করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালি দেখে নেওয়া যাক।

IMG_20220921_223928.jpg

🛒উপকরণ সমূহঃ

১।কাঁকরোল।
২।কাঁচা মরিচ।
৩।শুকনা মরিচ।
৪।পেঁয়াজ।
৫।রসুন।
৬।লবন।
৭।তৈল।

received_1153019332296919.jpegreceived_1275773053157574.jpeg
received_500180978206651.jpegreceived_393193609652933.jpeg

received_1432828950545569.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🌶️প্রথম ধাপ🌶️

received_647018483754720.jpeg

পেঁয়াজের খোসা পরিষ্কার করে নিয়ে পেঁয়াজগুলোকে পানিতে ধুয়ে নিয়েছি এবং সুন্দর করে কুঁচি কুঁচি করে রান্নার উপযোগী কেটে নিয়েছি।

🌶️দ্বিতীয় ধাপ🌶️

received_6076793012349852.jpeg

এবার কাঁচা মরিচের বোটা ফেলে কাঁচামরিচ গুলো পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে কাঁচামরিচ গুলো সুন্দর করে কেটে নিয়েছি।

🌶️তৃতীয় ধাপ🌶️

received_469377255128060.jpeg

প্রথমে কাঁকরোল গুলো পরিষ্কার করে একটি বাটিতে নিয়েছি।

🌶️চতুর্থ ধাপ🌶️

received_448586947244551.jpeg

সেই কাঁকরোল গুলোর গা থেকে কাঁটাগুলো বটি দিয়ে সুন্দর করে ছিলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি।

🌶️পঞ্চম ধাপ🌶️

received_627118675460743.jpeg

কাঁকরোল গুলো ছোট ছোট টুকরো করে কেটে একটি বাটিতে নিয়েছি।

🌶️ষষ্ঠ ধাপ🌶️

received_448878337045133.jpeg

এবার পেশার কুকারে কাঁকরোল গুলো সিদ্ধ করে নিয়েছি।

🌶️অষ্টম ধাপ🌶️

received_1047824325907958.jpegreceived_765779774717099.jpeg

সিদ্ধ করা কাঁকরোল গুলো একটি কড়াইয়ে পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, রসুন কুচি দিয়ে ভাল করে ভেজে নিয়েছি ।

🌶️নবম ধাপ🌶️

received_515341137091205.jpegreceived_615502636725200.jpeg

IMG_20220921_223923.jpg

ভেজে নেওয়া কাঁকরোল গুলো শিলপাটায় নিয়ে সুন্দর করে পিষে ভর্তা বানিয়ে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার "কাঁকরোলের ভর্তা" রেসিপি। এবার এই "কাঁকরোলের ভর্তা" রেসিপির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

বিষয়ঃ- রেসিপি "কাঁকরোলের ভর্তা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার রেসিপি পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

কাকরোল এভাবে ভর্তা করে খাওয়া যায় এ বিষয়টা আমার পূর্বে জানা ছিল না। তাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করলাম আপনার পোস্ট দেখে। পরিবার গৃহিণীদের শেখানো যাবে।

 2 years ago 

জি ভাই আর অনেক মজার খাবার।

 2 years ago 

আপু ভর্তা আমার খুব প্রিয়।তবে আপনার রেসিপিটি আমার কাছে নতুন মনে হচ্ছে। এভাবে ভর্তা করে একবার খায় না।আমি ও বাসায় চেষ্টা করে দেখব। অনেক ধন্যবাদ আপু এই রেসিপির আমাদের সাথে শেয়ার করাব জন্য । আপনার রেসিপি শেয়ার করার ফলে আমার নতুন একটা রেসিপি শেখা হল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

তরকারির চেয়ে ভর্তা খেতে বেশি মজা লাগে, কাকরোল ঝোল ভাজি খেয়েছি কিন্তু কখনো ভর্তা করে খাওয়া হয়নি, আপনি খুব সুন্দর ভাবে কাকরোল সিদ্ধ করে ভেজে নিয়ে শিল পাটায় বেঁটে নিয়েছেন, শিল পাটায় বেটে ভর্তা খুবই সুস্বাদু হয়। খুব সুন্দর ভাবে ভর্তা রেসিপি টি শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি দিদি অনেক মজার ছিল।

 2 years ago 

খুব সুন্দর করে আপনি কাঁকরোলের ভর্তা রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। এসব ধরনের ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। মন চাইতেছে এখনি সবগুলো আমি খেয়ে ফেলি। খুব সুন্দর করে আমাদের মাঝে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার তৈরি করা কাঁকরোল ভর্তা রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39