কষ্টের মাঝে তুমি।
আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভাল আছেন।
আজ বৃহস্পতিবার, বিশেষ একটি মুহূর্ত, বিশেষ একটি সময় নিয়ে আমাদের সবার মাঝে হ্যাংআউট উপস্থিত হয়। এই দিনটিতে আমরা সবাই অনেক আনন্দ উপভোগ করি। এই হ্যাং আউট এর সময় আমরা সকল ভাই বোন সবার খোজ খবর ও কথা শুনে থাকি। এই হ্যাংআউটের সময় বাংলার এপার-ওপারের সকল ভাই বোনেরা আমরা একত্রে সবাই সবার নিজ নিজ পারফরমান্স উপস্থাপন করি।প্রত্যেক বৃহস্পতিবার মানে সবার আনন্দের একটি দিন।আমরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। চলুন আর কথা না বাড়িয়ে আমি আজকে একটি কবিতা নিয়ে হাজির হতে যাচ্ছি। আমার কবিতাটির নাম "কষ্টের মাঝে তুমি"।
একি সত্য নাকি স্বপ্ন
তোমায় ভেবে যখন কল্পনায়
মনের অব্যক্ত কথা ভাবনায়
লুকোচুরি করে চোখের আল্পনায়।
হৃদয় প্রেমে তুমি
জুড়ে থাকো মনে
চোখ বুজলে দেখতে পাই
এই প্রণয়ে তুমি ।
আমার চোখে অনেক স্বপ্ন
আমার চোখে তোমার ভাষা
তুমি ছাড়া এ হৃদয়
বোঝেনা অন্য কোন আশা ।
বসন্তের ফুলে ফুলে
সাগর নদীর টানে
বর্ষায় যখন ভিজে
বৃষ্টির কনা ঘাসের ডগায়
আমি চেয়ে দেখি নির্বাক নিরালায়।
নিজে নাহি নিজের অস্তিত্ব পাই
এক মুহূর্তে আনন্দ সব ভেঙ্গে ছাই
তোমার বিহনে তাই
আড়ালে বসে ভাবি
কষ্টের ব্যথায় আমি কাঁদি।
এ কেমন যন্ত্রণা
হচ্ছে ব্যথা দুঃখ-বেদনার বাধ
আনন্দ অনুভূতি ছিল তো সবই।
পৃথিবী আমার এখন আধার
বাগানে ফুটে না ফুল
আকাশের নেই চাঁদ
পাখির কন্ঠে নেই গান
হৃদয়ে নেই প্রেমের নির্বাচিত সুখ।
কষ্টের মাঝে একান্ত ভালোবাসা
নিঃস্বার্থ ছিল আশা
হৃদয় আমার আবেগী ভরা
রঙিন স্বপ্নে হয়েছিলাম মায়াবী
কষ্টের মাঝে এখনো তুমি
না পাওয়ার কষ্ট টাকে মানি।
তবুও রবে নীরবে
কষ্টের মাঝে তুমি
জীবনের আঁধার কেটে
না পাওয়াকে সঙ্গে নিয়ে
রবো কষ্টের আকাশে আমি।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম দিয়েছেন আমাদের।এখানে নিজের মতামত এবং উপস্থাপনা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তাই এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
বিষয়ঃ- কষ্টের মাঝে তুমি।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই-বোনদের প্রতি রইলো ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন.......
কবিতাটি কালকে হ্যাংআউটে আপনার মুখে আবৃত্তি শুনেছিলাম বেশ ভালোই লেগেছে। খুব সুন্দর লিখেছেন আপনি। এভাবে চেষ্টা চালিয়ে যান এবং আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিন।শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই। সুন্দর মন্তব্য করে উৎসহ বাড়িয়ে দেওয়ার জন্য।
আপনার কষ্টের মাঝে তুমি কবিতাটি বেশ ভালো লিখেছেন। আমার কাছে ভালোই লেগেছে
ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ আপু।
জীবন এমোনি।
হৃদয় স্পর্শী কবিতা ছিল। শুভ কামনা রইলো আগামীর জন্য।
মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।