DIY ||| এসো নিজে করি ||| ব্যবহৃত ম্যাচের বক্স দিয়ে কাপড় রাখার সেল্ফ ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখছি দূর-দূরান্তে বাংলার এপার-ওপারের সকল ভাই ও বোনেরা বিধাতার রহমতে ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

received_658810255109216.jpeg

আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি যখনই কোন নতুন কোন কিছু তৈরি করি তখনই আমার মাথায় সব সময় একটা জিনিস কাজ করে। কখন আমি আমার বাংলা ব্লগে এটি সকলের মাঝে হাজির করবো। আমি আমার বাংলা ব্লগকে অনেক ভালবাসি আর এই ভালোবাসার জন্যই তো আমার এতো চেষ্টা। নতুন নতুন কিছু সৃষ্টি করে সকলের মাঝে প্রচারণা করা। আমার বাংলা ব্লগ আছে বলেই তো আমরা তার পাশে আছি। বাংলা ব্লগের জন্য অনেক দোয়া বিধাতা যেন তাকে অনেক অনেক উঁচু স্থানে পৌঁছে দেয়।আমার আজকের ডাই পোস্টটি নাম " ব্যবহৃত ম্যাচের বক্স দিয়ে কাপড় রাখার সেল্ফ "। চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের জন্য যে ডাই পোস্ট নিয়ে এসেছি তার সমস্ত প্রক্রিয়াটি দেখে নেয়া যাক।

উপকরণ সমূহঃ

১।রঙিন কাগজ।
২। ব্যবহৃত ম্যাচের বক্স।
৩।গাম।
৪।কাঁচি।

IMG_20220822_221119.jpgIMG_20220822_221056.jpg
received_1218802675623584.jpegreceived_1456399848167157.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

💠প্রথম ধাপ💠

received_1486367188471033.jpeg

রঙিন কাগজ ম্যাচের বক্স এর মেজারমেন্ট করে কেটে নিয়েছি।

💠দ্বিতীয় ধাপ💠

received_418372976825963.jpeg

এবার রঙিন কাগজ ম্যাচের বক্স এর নিচে গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি।

💠তৃতীয় ধাপ💠

received_482351506606478.jpeg

এবার ম্যাচের বক্সের চার সাইড রঙিন কাগজটি গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

💠চতুর্থ ধাপ💠

received_1427146257788822.jpeg

received_459762339532989.jpeg

এবার বক্সের চার কোনা কাঁচি দিয়ে কেটে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

💠পঞ্চম ধাপ💠

received_601560041589867.jpegreceived_1232017717583694.jpeg

received_1756582108022911.jpeg

এবার বক্সের মাঝখানের মেজারমেন্ট করে রঙিন কাগজ কেটে নিয়ে গাম দিয়ে মাঝখানে লাগিয়ে দিয়েছি।

💠ষষ্ঠ ধাপ💠

received_1082919302420400.jpeg

রঙিন কাগজ মেজারমেন্ট করে লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি।

💠সপ্তম ধাপ💠

received_1387754438381616.jpeg

received_1047505099469748.jpeg

এবার লম্বা মেজারমেন্ট করে কাটা রঙিন কাগজ গুলোতে গাম লাগিয়ে সুন্দর করে স্টিক বানিয়ে নিয়েছি।

💠অষ্টম ধাপ💠

received_595341632237858.jpeg

এই স্টিক গুলোকে একটা মেজারমেন্ট করে কেটে নিয়েছি।

💠নবম ধাপ💠

received_748282826464732.jpegreceived_750604336245448.jpeg

received_841825673584209.jpeg

এই কাটা স্টিক গিলো প্রতিটি বক্সের নিচে চার কোণায় চারটি করে লাগিয়ে নিয়েছি।

💠দশম ধাপ💠

received_395329042538175.jpeg

এবার চার কোনায় স্টিক লাগানো বক্সগুলো একটির ওপর একটি সুন্দর করে গাম দিয়ে আটকানোর পর হয়ে গেল আমার "ব্যবহৃত ম্যাচের বক্স দিয়ে কাপড় রাখার সেল্ফ"।এবার এই"ব্যবহৃত ম্যাচের বক্স দিয়ে কাপড় রাখার সেল্ফ"টির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

💠আমার পরিচয়💠

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ-ডাই "ব্যবহৃত ম্যাচের বক্স দিয়ে কাপড় রাখার সেল্ফ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

ম্যাচের বক্স দিয়ে কাপড় রাখার সেল্ফ তৈরি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের সামনে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ম্যাচের বক্স দিয়ে খুব সুন্দর কাপড় রাখার সেল্ফ তৈরি করেছেন। জিনিসটি খুবই সুন্দর লাগছে দেখতে। তৈরির সবগুলো ধাপ চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

আপু আপনি ম্যাচের বক্স দিয়ে খুব সুন্দর ভাবে কাপড় রাখার সেল্ফ বানিয়েছেন। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ইউনিক লেগেছে। আপনি অনেক দক্ষতার সাথে এই প্রজেক্ট তৈরি করেছেন। আমার কাছে এই সেল্ফ অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ম্যাচের বক্স ব্যবহার করে খুব সুন্দর করে কাপড় রাখার রেক তৈরি করেছেন আপনি। অনেক সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে উপহার দিয়েছেন। যা দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল ভাই।

 2 years ago 

ওয়াও আপু আপনি ব্যবহারিত ম্যাচের বক্স দিয়ে খুব সুন্দর একটি কাপড় রাখার সেল্ফ বানিয়েছেন। এটি দেখতে খুবই চমৎকার লাগছে আপু। সেল্ফটি আমার কাছে পাঠিয়ে দেন আমি জামা কাপড় রাখব 🤪।

 2 years ago 

ঠিক আছে আপু পাঠানোর চেষ্টা করবো।

 2 years ago 

আপনার ইউনিক আইডিয়া দেখে সত্যি আমি মুগ্ধ হলাম আপু৷ আপনি সব সময় মজার সব প্রজেক্ট আমাদের উপহার দিয়ে যাচ্ছেন। আজকের এই আনকমন কাজ দেখে খুবই খুশি হলাম।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

ব্যবহারিত ম্যাচের বক্স দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে কাপড় রাখার স্কেচ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সেগুলো আপনি অনেক সুন্দরভাবে রঙিন তাদেরকে মড়িয়ে আমাদের মাঝে আরো চমৎকারভাবে তুলে ধরতে চেয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি ইউনিট আইডিয়া আমাদের মাঝে কাপড় রাখার স্কেচ তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

ম্যাচের বক্স দিয়ে কাপড় রাখার সেল্ফ আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন ।এমন ধরনের সেল্ফে সাজার জিনিস ধোঁয়ার জন্য অনেক উপকারী ।আপনি অনেক সুন্দর ভাবে কিভাবে
ম্যাচের বক্স দিয়ে কাপড় রাখার সেল্ফ বানাতে হয় শিখিয়ে দিয়েছেন ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ম্যাচের বক্স দিয়ে আপনি খুবই চমৎকার একটি কাপড় রাখার সেলফ তৈরি করেছেন। এ ধরনের ডাই খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ব্যবহৃত ম্যাচের বক্স দিয়ে কাপড় রাখার সেল্ফ তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার তৈরি করা ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন একটি ডাই আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89