টিনটিন সোনা।
###টিনটিন সোনা###
আশা করি সবাই ভাল আছেন? আজ কে এমন একটি দিন, এমন একটি সময়, যে সময়ে আমাদের মাঝে বৌদির কোল আলো করে একটি হীরার টুকরা চলে এসেছে যার নাম টিনটিন বাবু।আর এই টিনটিন বাবুর জন্য আজকের এই সময়ে, আমি একটি কবিতা লিখেছি জানিনা কেমন হয়েছে তবে আশা করবো সবার মন্তব্য লিখে জানাবেন।
টিনটিন সোনা,
চাঁদের কণা,
লক্ষি তোমার মুখ,
মায়ায় ভরা বুক।
টিনটিন আমার দাদার আঁখি,
মায়ার বাঁধনে জড়িয়ে রাখি।
আকাশ থেকে আনবো তারা,
রাতের চাঁদের আলো ভরা।
মুখের মিষ্টি হাসিটি দাও,
আজ সবাইকে পাশে পাওয়া।
তুমি অনেক মায়াবী,
তোমার স্পর্শে আজ ফুটুক সব ফুল ,
দোয়া রইলো কোন কিছুতে করোনা ভুল।
টিনটিন তুমি সোনা যাদু,
থাকো সবার মনে,
দিনটি তোমার চলে যাক,
অতি আয়োজনে।
আবার আসুক দিগন্ত,
জীবন হোক তোমার ফুটন্ত,
মায়ার মায়ায় মায়াবী।
আজ এই শুভ দিনে,
দিব তোমায় তারার মালা,
জীবনে তোমার সফলতার পালা ।
তুমি বাবা বড় হও,
এটাই আমার কামনা,
জীবনের প্রতিস্তরের এটাই ভাবনা।
তোমাকে ভালোবেসে,
কবিতাটি লিখলাম শেষে।
তুমি যদি হও আনন্দিত,
আমি হব উৎসাহিত।
খুবই চমৎকার লিখেছেন অসাধারণ অনুভূতি প্রকাশ করেছেন টিনটিনের শুভ জন্মদিনের জন্য বিশেষ আয়োজন।
ধন্যবাদ আপু। আপনাদের এই রকম মন্তব্যই পারে আরো উৎসাহিত করতে।
টিনটিন বাবুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশীর্বাদ করি তার জীবন যেন সাফল্য এবং সুখে ভরে ওঠে।
ধন্যবাদ ভাইয়া।
আপু কবিতা টি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু ।
ধন্যবাদ ভাইয়া।
খুবই চমৎকার লিখেছেন অসাধারণ আপু।অভিনন্দন ও শুভেচ্ছা আপু।
অসংখ্য ধন্যবাদ ভাই।