বেগুনের স্প্রিং ভাজি।

in আমার বাংলা ব্লগ3 years ago

বেগুনের স্প্রিং ভাজি###

IMG_20210926_144522.jpg

কেমন আছেন সবাই? ভালো তো। আমরা প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য খাদ্য গ্রহণ করে থাকি। উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী জগৎ পর্যন্ত সবাইকে খাদ্য খেয়ে বেঁচে থাকতে হয়। আমাদের খাবার প্রতিদিন যদি একই মেনু হয় তাহলে সেই খাবারের প্রতি অরুচি এসে যায়। আমরা আমাদের দুপুর ও রাতের খাবারে মাছ, মাংস এর সাথে বিভিন্ন আইটেমের সবজি ভাজি রাখতে পারি এতে খাবারের প্রতি অরুচি আসবেনা।

খাবার যদি দেখতে সুন্দর না হয় তাহলে সেই খাবার খেতে ইচ্ছাও করে না। কাজেই আমাদের খাবারের গুণগত মান ঠিক রেখে তার বৈচিত্র্য বাড়ানোর দিকেও লক্ষ্য রাখতে হবে। তাইতো আমি আজ আপনাদের মাঝে "বেগুনের স্প্রিং ভাজি" রেসিপি নিয়ে এসেছি আশা রাখছি ভাল লাগবে।

উপকরণঃ-
১। বেগুন----------------------------- ৫টি(বোটাসহ)।

২। হলুদ গুড়া--------------------------আধা চামুচ।

৩। মরিচ গুঁড়ো -----------------------------আধা চামুচ।

৪। বেসন------------------------------২টেবিল চামুচ।

৫। ডিম--------------------------------১টি।

৬। লবন-------------------------------- স্বাদ মত।

৭। তৈল---------------------------------পরিমান মত।

প্রস্তুত প্রণালীঃ-

IMG_20210927_215126.jpg

IMG_20210927_215116.jpg

প্রথমে বেগুন গুলো বোটাসহ ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝড়াতে হবে।তারপর বেগুন গিলোকে চিকন করে কাটতে হবে।

IMG_20210926_142409.jpg

IMG_20210926_142402.jpg

IMG_20210926_142348.jpg

এমন ভাবে কাটতে হবে যে আলাদা হয়ে না যায়। প্রতিটি বেগুন স্প্রিং আকারে কেটে সেটাতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, লবণ ও বেসন একসঙ্গে করে নিতে হবে। এরপর প্রতিটি বেগুনের ভাজে ভাজে এপ্লাই করে দিতে হবে। তারপর অন্য একটি পাত্রে একটি ডিম ভালো করে ফেটে নিয়ে সেই বেগুন কে একটু ডিমে ভিজিয়ে নিয়ে তৈলে ভাজতে হবে।

IMG_20210926_142810.jpg

ফ্রাইপেনে বেগুন গুলো দিয়ে ভাজার সময় মনে রাখতে হবে যেন বেগুন পুরে না যায় তাই ঘন ঘন উল্টায় দিতে হবে।

IMG_20210926_144517.jpg

এরপর ভাজা হয়ে গেলে ট্রেতে উঠে পরিবেশন করতে হবে। আর এভাবেই হয়ে গেল "বেগুনের স্প্রিং ভাজি"।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন স্কুল শিক্ষিকা। আমি কবিতা লিখতে এবং বলতে ভালবাসি আরও ভালোবাসি নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং পরিবেশন করতে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে ইনবক্সে কমেন্ট করতে ভুলবেন না।

--------------------------ধন্যবাদ---------------------

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

many many thanks.

 3 years ago 

বাসায় বেগুন ভাজি রান্না হয় তবে এরকম স্প্রিং ভাজি আগে কখনো রান্না হয়নি এবং আমি আগে কখনো দেখিনি। দেখা যাক বাসায় চেষ্টা করে,মনে হয় খুব চমৎকার হবে ব্যাপারটা। অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই। এটা অনেক মজার খাবার ভাই।

 3 years ago 

আমি সাধারণত বেগুন ভাজি দিয়ে ভাত খায়। সব সময় বেগুন ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে কিন্তু আপনি নতুন পদ্ধতিতে রেসিপি তৈরি করলেন যা দেখার মত চলবে ইনশাল্লাহ বাড়িতে চেষ্টা করব। এটি তৈরী করা অনেক ভালো লাগলো আপনার কথাগুলো খুবই মার্জিত ছিল। আমাদের বুঝতে সক্ষম হয়েছে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58140.33
ETH 2348.86
USDT 1.00
SBD 2.44