ইচ্ছে হয় ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাই একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আশা রাখছি সবাই বিধাতার রহমতে ভালই আছেন।

IMG_20220525_162800.jpg

আমার বাংলা ব্লগে আজ আমি আপনাদের মাঝে কোনো রেসিপি, ডাই নিয়ে হাজির হয়নি। আজ একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি। আমি প্রতিনিয়ত বৃহস্পতিবার আপনাদের মাঝে আমার লেখা কবিতা উপস্থাপন করি। কিন্তু কেন জানি আজ কবিতাটা দিতে ইচ্ছে হলো। তাই তো কবিতাটি আজ আপনাদের মাঝে উপস্থাপন করলাম। জানিনা কবিতাটি আপনাদের কেমন লাগবে। তবে আমি চেষ্টা করেছি ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে হাজির হতে। আমার কবিতার নাম" ইচ্ছে হয় "একটি মানুষের হৃদয়ে অনেক ইচ্ছের বাসা বাধে যা আবেগ অনুভূতি নিয়ে মনে আবির্ভাব হয়। মনে অনেক রকমের ইচ্ছে হতে পারে, পাওয়া না পাওয়া, আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা। মনের এই অনুভূতিগুলো গুলো নিয়েই আমার আজকের কবিতা।কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে কবিতা আবৃত্তি করতেও আমার ভালো লাগে। যদি আপনাদের সাড়া পাই আমি আরো আপনাদের মাঝে অনেক কবিতা নিয়ে হাজির হব।চলুন আর কথা না বাড়িয়ে আমি কবিতায় কি আবেগ অনুভূতি ও ভালোবাসার কথা লিখেছি তা দেখে নেয়া যাক।

ইচ্ছে হয়,
মাঝে মাঝে অনেক কিছু
যার কোন সীমা থাকে না।

ইচ্ছে হয়,
আজকাল কেন জানি বেশি
ওই দূর আকাশে যদি
ডানা মেলে উড়তে পারতাম
কষ্টের মেঘগুলো ঝড়িয়ে দিতে পারতাম।

ইচ্ছে হয়,
অনেক অনেক
যার কোনো মাপকাঠি থাকে না।
তবে কেন জানি কারো কারো জন্য,
অনেক কিছু ইচ্ছে হয়
অনেক পাওয়ার আকাঙ্ক্ষা জাগে।

ইচ্ছা হয়,
অফুরন্ত যা কোনদিন যেন ফুরিয়ে না যায়।
কিছু কিছু সময় মন মানে না,
আবার মনটিকে বেঁধেও রাখা যায় না
এই মনটি বড় আবেগে ভরা,
তাইতো সব ইচ্ছেরা বেড়া জালে ঘেরা
মনের কি দোষ বলো?
তোমাকে নিয়ে অনেক আশার উদয় হয়,
যে আশায় থাকবে হৃদয়ের পরিপূর্ণতা।

ইচ্ছে হয়,
জীবনের সব কষ্টগুলোকে
ভেলায় করে দূর সাগরে ভাসিয়ে দিতে
সেথায় ভাসতে-ভাসতে
সাগরের ঢেউয়ের সাথে,
হৃদয় নিংড়ানো কষ্ট গুলো চলে যাবে,
বুকের ভেতরটা ও হালকা হবে।

ইচ্ছে হয়,
সব কষ্টকে দিয়ে দেই ছুটি
তবেই না মনের ভেতর
থাকবে ভালোলাগার অনুভূতি
ইচ্ছের কোন লাগাম নেই,
সে মনের ভিতর
শুধু ঘুরতেই থাকে।

ইচ্ছে হয়,
আজকাল বোঝা বড় দায়
মাঝে মাঝে মনে হয়
তুমি থাকতে যদি পাশে
হাতটি হাতে রেখে,
অনেক সময় অতিক্রম করে
রেললাইনের দুই প্রান্তে
দুজন দাঁড়িয়ে মুখোমুখি,
যত স্বপ্ন মনের ভেতর আঁকি।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ-কবিতা( "ইচ্ছে হয়")।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

ইচ্ছা হয় কবিতাটি আপনি অনেক সুন্দর করে লিখেছেন। কবিতার মাঝে আপনি মনের ইচ্ছে গুলো ফুটিয়ে তুলেছেন। সত্যি অসাধারণ হয়েছে আপনার কবিতাটি। এত সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ভাই।

 2 years ago 

ইচ্ছে হয় কবিতাটি আপনি অনেক সুন্দর করে লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর করে মনের ভাব প্রকাশ করেছে। এবং সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ,অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু।মনের আবেগগুলোকে বা ইচ্ছেগুলোকে প্রকাশ করেছেন কবিতায়।ধন্যবাদ আপু,আপনার সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55