স্বরচিত কবিতা ||| সম্পর্ক ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ পরিবারের সকল ভাই ও বোনেরা আশা করি সুন্দর ও সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এবং পরিবার নিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি।

Messenger_creation_781BCD85-DFAE-4806-A044-5E21C393B6FA.jpeg


আজকে আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে চলেছি। জানিনা আমার কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগে? তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ে মনটি ভরে যায় এবং কবিতা লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আজকে আবার আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে চলে এসেছি আমার কবিতাটির নাম "সম্পর্ক"।বর্তমান সমাজ ব্যবস্থায় এবং আমাদের সম্পর্ক গুলো কেন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আর এই সম্পর্কগুলো আসলে রক্তের সম্পর্কর চেয়ে অন্যান্য সম্পর্ক গুলোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আসলে এটি কতটা যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয় এটি আমাদের জন্য ক্ষতির সবচেয়ে বড় একটি কারণ।তাই মহান বিধাতার কাছে একটি প্রার্থনাই করি সকলের রক্তের সম্পর্ক গুলো অটুট থাকে এবং সকলে সকলের মধ্যে ভ্রাতৃত্ব পূর্ণ সম্পর্কে আবদ্ধ থাক। রক্তের সম্পর্কগুলো এমনই হওয়া উচিত যেন কোনভাবেই একজন আরেকজনের সাথে একদিনের জন্য হলেও সম্পর্কগুলো বিচ্ছিন্ন না হয়।অনেক কথাই লিখে ফেললাম জানিনা আমার কথাগুলো আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হচ্ছে, তবে আমার যেটা মনে হয়েছে আমি ঠিক সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম।চলুন এবার আমার স্বরচিত কবিতা "সম্পর্ক" পড়ে দেখা যাক কি আছে এই কবিতার মাঝে।

সম্পর্ক
সায়মা আক্তার

সম্পর্ক ও দূরত্ব যেমনি হোক
কিছ কিছু সম্পর্ক ভোলার মত নয়।
তবে শুনেছি দূরত্বে জানি
সম্পর্ক আরো গভীর করে দেয়।
আপন আর পরের মাঝে
আছে অনেক ব্যবধান।

নিজের কাছের জন যদি আমাকে
আপন করে ও ভাবতে কষ্ট পায়,
তবে এই ভুবনের সকলকে
আমি আপন করে নিব।
কোন না কোন মানুষ
আমাকে আপন করে টেনে নেবেই।
কষ্ট তো তখনি হয়
যখন আপন জন কষ্টের কারণ হয়।

পৃথিবীটা বড়ই অদ্ভুত
কাউকে নিয়ে কারো ভাবার
জানার সময়টুকু নেই।
তাইতো ভালোবাসার সম্পর্ক গুলো
আজ কাঁটা তারে বাঁধা।
সম্পর্ক অনেক মায়ায় জড়ানো ছিল
কিন্তু আজ দীর্ঘশ্বাসের কারণ হলো।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

g6br9NKHvSoC71cm1RJeoJfnbcHGrrVVAnHeFrNCkt7mK8ugfVjqt7jrV1UtQGTBUpd5ZTKLwJ8MKikzoyt73wqU8hTeuPWNf6eSEfgRtm...Psr6wFi7gaaRsJ2AdnZ7K4PcUGcTNTbZqgkQBgSncgC5FTwsJcM6Ls7VG3bHZiik6nXw2VzxfXiEYvGfwWqyB6rsnfh4bDvejo8enAGws1ZrVnzhuHfQtdaSu.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 yesterday 

কবিতার ভাষায় কয়েকটি মূল্যবান কথা উল্লেখ করেছেন হ্যাঁ তখন অনেক বেশি কষ্ট লাগে যখন আপন মানুষ গুলো কষ্টের মূল কারণ হয়। এই কথাটা আমি বাস্তবে অনেকবার উপলব্ধি করেছি।

 6 hours ago 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 yesterday 

কবিতাটা খুব ভালো হয়েছে।আপনি কবিতাগুলো খুব সুন্দর ভাবেন এবং আপনার বিষয়বস্তু খুব ভালো পছন্দ করেন। তবে আমার মনে হয় কবিতায় আরো একটু কাব্য রস আনলেই পড়তেও ভালো লাগবে এবং শুনতেও ভালো লাগবে।

 6 hours ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ দিদি।

 yesterday 

আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আসলে আপু সম্পর্ক এমনি হওয়া উচিত হাজার কষ্টে ছিন্ন হবার নয়।রক্তের সম্পর্ক সব সময় অটুট থাকে। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি।

 6 hours ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 yesterday 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। খুবই সহজ সরল এবং সুন্দর ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন। ঠিক বলেছেন আপু দূরত্ব বাড়লে আমিও মনে করি সম্পর্কের গভীরতা আরো বৃদ্ধি পায়। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 6 hours ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 23 hours ago 

আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আজকের সম্পর্ক এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষা ছিল অসাধারণ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 hours ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 23 hours ago 

সম্পর্ক যেন অন্যরকম একটা অনুভূতি। আর এই সম্পর্কের মায়া কেউই ছিন্ন করতে পারে না। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

 6 hours ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 22 hours ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো।খুবই চমৎকার ভাবে কবিতার প্রতিটা লাইন উপস্থাপন করেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 hours ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 21 hours ago 

আজকে আপনি অনেক সুন্দর করে সম্পর্ক নিয়ে লিখে ফেলেছেন আজকের কবিতাটা। আপনার এই কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে কবিতাটা লেখার টপিক ছিল অনেক বেশি সুন্দর। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব সুন্দর হয়। আমার কাছে পুরো কবিতা ভালো লেগেছে। অনেক সুন্দর করে বিষয়টা তুলে ধরেছেন কবিতার সবগুলো লাইনের মধ্যে।

 6 hours ago 

আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

 16 hours ago 

দারুণ একটি কবিতা লিখলেন আপু আপনি। আপনার কবিতাগুলো পড়লে যেমন মুগ্ধ হয়ে যায় আবৃত্তি গুলো শুনলে আরো অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখে উপহার দিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপু।

 6 hours ago 

চেষ্টা করছি সুন্দর কিছু কবিতা আপনাদের মাঝে সবসময় উপহার দেওয়ার জন্য।

 8 hours ago 

দূরত্ব নাকী ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়। আবার এটা সম্পর্কের গভীরতাও বাড়িয়ে দিতে পারে অবশ‍্য। তবে রক্তের মানুষের সাথে সম্পর্ক ভেঙে যাক এমনটা সম্ভবত কেউই চাইনা। চমৎকার লিখেছেন কবিতা টা আপু। বেশ দারুণ লাগল আপনার কবিতা টা।

 5 hours ago 

আমার কবিতাটা আপনার কাছে দারুন লেগেছে শুনে মনটা ভালো হয়ে গেল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69641.68
ETH 2498.43
USDT 1.00
SBD 2.56