DIY ||| এসো নিজে করি ||| রঙিন পাখি অংকন।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সবাই সুস্থ ভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি।

received_967258008167858.jpeg

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি অংকন নিয়ে।আমার বাংলা ব্লগে আসার পরে প্রত্যেকটি ব্যাপারে কেন জানি আমার আগ্রহটা বেশি বেড়ে গেছে।আমি মনে করি আমার বাংলা ব্লগে সবাই অনেক কিছু সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পেরেছি।তবে আমার বাংলা ব্লগে এসে আমি অনেক কিছু সম্পর্কে জানতে সক্ষম হয়েছি। যেকোনো ব্যাপারে এবং যেকোনো কিছুর সত্যটা প্রকাশ করাই ভালো। আমি আজ আপনাদের মাঝে একটি "রঙিন পাখি অংকন" নিয়ে হাজির হয়েছি।আমি চেষ্টা করে গেছি জানিনা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি যেকোনো কাজে যদি আগ্রহ ও চেষ্টা থাকে তাহলে সেই কাজে সফলতা অর্জন করা সম্ভব। এই সফলতা অর্জন সবাই করতে চায়। কিন্তু কারো সফলতা অর্জন করা অনেকের চোখে সহ্য হয় না। এটা কেন জানি আজকালকার যুগে একটি খারাপ দিক চলে এসেছে। তবে সবাই যে এমন তা কিন্তু নয়। ভালো-মন্দ মিলেই মানুষ। রাতের পর যেমন দিন আসে তেমনি দিনের পর রাত আসে। এজন্যই এই দুনিয়াটা আজও টিকে আছে। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে একটি "রঙিন পাখি অংকন" নিয়ে হাজির হতে। চলুন আর কথা না বাড়িয়ে অঙ্কনটি কিভাবে করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।পেন্সিল।
২।রং পেন্সিল।
৩।রাবার।

received_1135797067433229.jpeg

received_1570645050386587.jpeg

received_3642862469294805.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔯প্রথম ধাপ🔯

received_435410335527527.jpeg

প্রথমে একটি পাতার সেভ করে এঁকে নিয়েছে।

🔯দ্বিতীয় ধাপ🔯

received_370716529280774.jpeg

এবার পাতার শেভের এক সাইড থেকে পাখির মাথা ও ঠোট এঁকে নিয়েছি।

🔯তৃতীয় ধাপ🔯

received_1522975418271004.jpeg

এবার পাতার সাইডে একটি ছোট পাখা এঁকে নিয়েছি।

🔯চতুর্থ ধাপ🔯

received_229976230202243.jpeg

এবার পাখির একটি লেজ এঁকে নিয়েছি।।

🔯পঞ্চম ধাপ🔯

received_1100008014615576.jpeg

পাখির চোখ ও ঠোঁটের শেভ সুন্দর করে এঁকে নিয়েছি।

🔯ষষ্ঠ ধাপ🔯

received_407494968657274.jpeg

পাখির পা দুটো এঁকে নিয়েছি।

🔯সপ্তম ধাপ🔯

received_941241594290557.jpeg

received_429540819475100.jpeg

এরপর পাখির পাখার মাঝে একটি নকশা এঁকে নিয়েছি।

🔯অষ্টম ধাপ🔯

received_1403570413596970.jpeg

পাখির পাখা বাদে পাখির শরীর সবুজ কালার রং পেন্সিল দিয়ে রং করে নিয়েছি।

🔯নবম ধাপ🔯

received_444819791326272.jpeg

এবার পাখির পা গুলো হালকা এস কালার রং পেন্সিল দিয়ে কালার করেছি।

🔯দশম ধাপ🔯

received_780717817020526.jpeg

এবার পাখার ভেতরে হালকা সবুজ কালার দিয়ে কালার কম্বিনেশন টা সুন্দর দেখার জন্য সামান্য রং করে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "রঙিন পাখি অংকন" ডাই।এবার এই "রঙিন পাখি অংকন" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন পাখি অংকন"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 2 months ago 

ঠিক বলেছেন যে কোন কাজে আগ্রহ ও চেষ্টা থাকলে সফলতা অর্জন করা সম্ভব । আসলেই আপনার রঙ্গিন পাখি অঙ্কনটি চমৎকার হয়েছে রংটা একটু গাড় হলে দেখতে আরো বেশি ভালো লাগতো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপু ভাইয়া না আমি আপু।

 2 months ago 

অনেক সুন্দর একটি পাখি অঙ্কন করেছেন।এটা দেখতে খুব সুন্দর লাগছে।আপনি অনেক সুন্দর করে পোস্টটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

রঙিন পাখির খুবই সুন্দর চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এটা ঠিক কথা বলেছেন কোন একটা কাজে যদি আগ্রহ আর চেষ্টা থাকে তাহলে সফলতা অর্জন করাটা খুবই সহজ। পাখিটা দেখে যেন মনে হচ্ছে এটা ময়না পাখি।

 2 months ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

 2 months ago 

বেশ দারুন সুন্দর একটি পাখি আর্ট করেছেন আপনি? আপনার আর্ট করা পাখি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। বেশ সুন্দর করে ধাপে ধাপে পাখির আর্টটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

আজকে আপনি পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি রঙিন পাখির আর্ট করেছেন। তবে এই ধরনের পাখির আর্ট গুলো দেখতে অন্যরকম ভালো লাগে। আসলে চেষ্টা করলে সবকিছু করা সম্ভব। তবে আপনার পাখির আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে রঙিন পাখির আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আজকে আপনি খুব সুন্দর রঙিন পাখির অংকন করেছেন। আপনার পাখির অঙ্কন অসাধারণ হয়েছে। আমি তো মনে করলাম কোন পাখির ফটোগ্রাফি হবে। সময় দিয়ে খুব সুন্দর করে রঙিন পাখির অঙ্কন করলেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে পাখি অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর করে পাখি অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

এটা একদম ঠিক বলেছেন আপু কারো সফলতা দেখতে অন্য কেউ হিংসায় জ্বলে যায় আর এটা একদমই ঠিক নয়। যাইহোক আপু আপনি ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন জেনে ভালো লাগলো। আর সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু। পাখিটি দেখতে অনেক সুন্দর হয়েছে।

 2 months ago 

আমার ডাই পোষ্টটি আপনার পছন্দ হয়েছে এটি আমার জন্য অনেক বড় আপু।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70135.32
ETH 3789.12
USDT 1.00
SBD 3.77