DIY ||| এসো নিজে করি ||| রেয়ন সুতায় সুন্দর নেকলেস ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।বাংলার এপার-ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি সকলে পরিবারকে নিয়ে সুস্থভাবে দিনযাপন করছেন?আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

received_926527748797571.jpeg

আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগে আমি যখনই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হই আমার তখনই কেন জানি অনেক ভালো লাগে। আমি আজ আপনাদের মাঝে "রেয়ন সুতায় সুন্দর নেকলেস" নিয়ে হাজির হয়েছি । আমরা সোনা-রূপা হীরা ডায়মন্ড এর অনেক নেকলেসই পড়েছি। কিন্তু সুতোর তৈরি নেকলেস ব্যবহার হয়তো অনেকেই করিনি। বর্তমান যে সময়টা চলছে সোনা-রূপা পরে বাইরে বের হওয়ার উপায় নেই এই বুঝি প্রাণটা চলে গেল এই সোনারূপা ডায়মন্ডের জন্য । তাইতো আমরা আমাদের প্রাণ রক্ষার্থে এবং প্রিয় জিনিস হারানোর ভয়ে আমরা দামি জিনিস গুলো ব্যবহার করা প্রায় ছেড়েই দিয়েছি। অ্যান্টিক এর জুয়েলারি পুতির জুয়েলারি ও নানান ধরনের নেকলেস আমরা পড়ে থাকি।একটি মানুষকে সুন্দর দেখাতে ও আকর্ষণীয় করতে দামি জিনিসের প্রয়োজন হয় না । প্রয়োজন হয় নতুনত্ব ডিজাইন ও পোশাকের ম্যাচিং।যে কোনো অনুষ্ঠান বা যেকোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারাই অন্য তম একটি গুণ।আমি আজ "রেয়ন সুতায় সুন্দর নেকলেস" নিয়ে হাজির হয়েছি। আমার এই ডাই পোস্টটি কেমন লাগলো আপনাদের কাছে আশা করছি জানাবেন। চলুন আর কথা না বাড়িয়ে এই "রেয়ন সুতায় সুন্দর নেকলেস" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রক্রিয়াটি চলুন দেখে নেয়া যাক।

উপকরণ সমূহ

১।রেয়ন সুতা।
২।জরি সুতা।
৩।কাঁচি।
৪।পুতি।
৫।রাবার ব্যান।
৬।গুটিসুতা।
৭।চিরুনি।
৮।সুই।

received_924494055464407.jpegreceived_900265694529318.jpeg
received_924976602056250.jpegreceived_603095911862468.jpeg
received_1191378994901700.jpegreceived_739862177694443.jpeg
received_237517728714303.jpegreceived_178234184980948.jpeg

received_165674736306598.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_532441318973178.jpeg

প্রথমে রেয়ন সুতা গুলো সুন্দর করে সমান করে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_585775146822968.jpeg

এবার এই রেয়ন সুতার মাঝে অন্য সুতা দিয়ে গিঁট দেওয়া ছিল সেগুলো কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_574272877995278.jpeg

এবার সুতার মাথার এক অংশে রাবার দিয়ে আটকে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_918910609449813.jpeg

রেয়ন সুতা গুলো চিরুনি দিয়ে সুন্দর করে আচরে নিয়েছি যেন সুতায় গিট না পরে।

পঞ্চম ধাপ

received_147715078219852.jpeg

এবার রেয়ন সুতার মাথায় যে রাবার ব্যান দিয়ে আটকে নিয়েছি সেখান থেকে বেনি আকৃতি করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_6260901353971867.jpeg

সুতা গুলো খুব সাবধানে বেনি আকৃতি করে নিয়েছি যেন কোন সুতা উপরে ভেসে না ওঠে ।

সপ্তম ধাপ

received_202500522401552.jpeg

এবার রেয়ন সুতার বেনি আকৃতির সামনে ও পেছনে সমান করে কেটে নিয়েছি।

অষ্টম ধাপ

received_247626007621094.jpeg

রেয়ন সুতার দুই সাইডে গুটি সুতা দিয়ে সুন্দর করে শক্ত ও মজবুত করে লাগিয়ে নিয়েছি যেন খুলে না যায় ।

নবম ধাপ

received_723715119296354.jpeg

received_242427291467204.jpeg

এবার আরও কিছু রেয়ন সুতা অল্প পরিমাণে নিয়ে জরির সুতা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পেঁচে নিয়েছি ।

দশম ধাপ

received_590634049776375.jpeg

received_563100655800326.jpeg

নেকলেসের দুই সাইডেই মাথার ভিতরে সেই চিকন সুতার একটি মুখ তার ভিতর দিয়ে জরির সুতা দিয়ে পেঁচে আটকে নিয়েছি।

এগারো তম ধাপ

received_234622665618683.jpeg

এবার বেণীর নিচের অংশে পুথি দিয়ে সুই সুতার সাহায্যে একটি করে লাগিয়ে নিয়েছি।

বারো তম ধাপ

received_165936539620944.jpeg

received_729381662195265.jpeg

received_222654763630007.jpeg

প্রথমটি লাগানোর পর আবারো সুই দিয়ে পুঁথি নিয়ে ধাপে-ধাপে লাগিয়ে নিয়েছি।

তের তম ধাপ

received_1284934852088702.jpeg

এইবার এই নেকলেসের দুই মাথায় দুটি পমপম সুতা দিয়ে লাগিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "রেয়ন সুতায় সুন্দর নেকলেস"। এবার এই "রেয়ন সুতায় সুন্দর নেকলেস" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই "রেয়ন সুতায় সুন্দর নেকলেস"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 last year 

আপু আপনার কাছ থেকে নিতে হবে এই সুতোর নেকলেস ৷ প্রিয় মানুষ কে দেওয়ার জন্য কারন আমি তো বেকার প্রেমিক তাই ৷ কি ভালো হবে না ! হি হি হি

অনেক সুন্দর ছিল আপু আপনার বানানো রেয়ন সুতায় সুন্দর নেকলেস টি ৷

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

আপনি তো সুতা দিয়ে সুন্দর করে নেকলেস তৈরি করেছেন। যেকোনো জিনিস নিজের হাতে তৈরি করে পড়তে পারলে ভালো লাগে। আপনার নেকলেস টি গলায় পড়লে দেখতে সুন্দর দেখা যাবে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

ঠিক বলেছেন আপু বর্তমান যা অবস্থা তাতে গোল্ড রুপা কিংবা ডায়মন্ড পরে বের হওয়ার উপায় নেই। সুতার তৈরি নেকলেস দেখেছি কিন্তু কখন পরা হয়নি।আপনি বেশ সুন্দর করে রেশমি সুতা দিয়ে নেকলেস তৈরি করেছেন।শাড়ির সাথে ম্যাচিং করে পরলে দেখতে বেশ ভালো লাগবে।ধন্যবাদ

 last year 

জি আপু আপনি ঠিকই ধরেছেন।তাই শাড়ির সঙ্গে ম্যাচ করে নেকলেসগুলো তৈরি করার চেষ্টা করছি।যাতে মার্কেটিং টা ভালো ভাবে করতে পারি।

 last year 

আসলে আপু হাতে সময় থাকলে আর নিজের দক্ষতা থাকলে বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করা যায় । আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রেয়ন সুতায় সুন্দর নেকলেস তৈরি করেছেন। নেকলেস দেখে খুব ভালো লাগলো। হাতে তৈরি করা নেকলেস দেখতে খুবই সুন্দর লাগছে। নেকলেস তৈরি প্রক্রিয়া আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এতো সুন্দর চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 last year 

নিজের তৈরি করা জিনিসগুলো ব্যবহার করার মজাটাই অন্যরকম। সুতা দিয়ে আপনি খুব সুন্দর একটি নেকলেস তৈরি করেছেন। নেকলেস টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুতার তৈরি নেকলেস কখনো পড়া হয়নি। বা কাউকে পরাতেও দেখিনি। আপনার আইডিয়া আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 last year 

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে এটি আমার বড় পাওয়া।

 last year 

সুতা দিয়ে এত সুন্দর নেকলেস তৈরি করা যায় এতদিন শুধু বিভিন্ন ভিডিওগুলোতে দেখতাম। আজকে আপনার পোষ্টের মাধ্যমে সরাসরি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। নেকলেস টা খুবই সুন্দর লাগছে আপু। শাড়ির সাথে এ ধরনের নেকলেস গুলো পড়লে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি নেকলেস তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

রেয়ন সুতায় সুন্দর নেকলেস খুবই সুন্দর হয়েছে। আপনার ডাই পোস্টটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

এখন সোনার যে দাম হয়েছে এখন তো এই ধরনের নেকলেসই ভালো লাগে ।আর এখন সোনার গহনার থেকে এসব গহনাই মানুষ অনেক বেশি পরে। আর সুন্দর সুন্দর এভাবে বানাতে পারলে তো কোন কথাই নেই।রেওন সুতা দিয়ে অনেক সুন্দর একটি নেকলেস তৈরি করেছেন আপনি ভালো লেগেছে আমার কাছে অনেক।

 last year 

জি আপু আপনি ঠিক বলেছেন।

 last year 

আপনি রেয়ন সুতা দিয়ে অসাধারণ একটি নেকলেস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার এত সুন্দর দক্ষতা সত্যি প্রশংসনীয়। আমি প্রত্যেকটা পর্যায়ে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করলাম। অবশ্য এগুলো আমাদের ঐতিহ্য বহন করে। যা একসময় গ্রাম বাংলার প্রায় ঘরে ঘরে মা বোনেরা বসে তৈরি করত। খুশি হলাম আপনার এত সুন্দর কাল দেখে।

 last year 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাই।

 last year 

আসলেই বর্তমান সময়ে মানুষ সোনা রুপা এগুলোই অনেক বেশি পছন্দ করে এরকম নেকলেস তেমন একটা দেখা যায় না বা তেমন একটা কেউ ব্যবহার করে না বললেই চলে। অবশেষে আপনি রেয়ন সুতায় সুন্দর নেকলেস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই খুশি হলাম এবং নিজের কাছে ভালো লাগছে এরকম একটি নতুন জিনিস দেখতে পেয়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে ভাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 65852.33
ETH 2958.72
USDT 1.00
SBD 3.73