DIY ||| এসো নিজে করি ||| ঝটপট শাপলার ইজি অংকন।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি সবাই সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।

Messenger_creation_89ab6ac5-ab2e-4f6e-8155-f4293577e9b6.jpeg


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি আর্ট নিয়ে। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা অনেক সুন্দর সুন্দর সব আর্ট করে থাকে এবং সেই আর্টগুলো দেখেই আর্টের প্রতি আমার অনেক আগ্রহ জন্মে। হয়তো সেরকম সুন্দর আর্ট করতে পারি না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি নিত্য নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।আসলে চেষ্টার কোন বিকল্প নেই তাই আজ আমার মনের মাধুরী দিয়ে একটি অংকন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে একটি শিল্পী তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে তার কাজটি ফুটিয়ে তোলার জন্য। সেই কাজটি যখন সবাই গ্রহণ করে তখনি সেই শিল্পী স্বার্থক। আর্ট হচ্ছে প্রত্যেক শিল্পীর মনের রং তুলি তে করা হৃদয়ে ভাষার বহিঃপ্রকাশ। যে ভাষাগুলো ছবির মাধ্যমে প্রকাশ করা হয় এবং হৃদয়ের রং তুলির আলপনা করা হয়।আমি আজ আপনাদের মাঝে জাতীয় ফুল শাপলার ইজি একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। প্রথমে শাপলা ফুলটি শুধু পেন্সিল দিয়ে এঁকেছিলাম কিন্তু যখন রং পেন্সিল দিয়ে ফুলটি রঙিন করছিলাম তখন দেখতে আরো অপূর্ব লাগছিল। অনেক আর্ট আছে যেগুলো সহজ কিন্তু দেখলে মনে হয় কঠিন করতে পারব না। সহজ উপায়েও অনেক ভাবে অনেক অংকন করা যায়। আর সেই অংকন গুলো করতে করতে এক সময় হাতের আয়ত্তে এসে যায় ড্রয়িং করার। শাপলা ফুলের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম। চলুন আর কথা না বাড়িয়ে শাপলা ফুলের অংকনটি কিভাবে করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।পেন্সিল।
২।রং পেন্সিল।
৩।রাবার।
৪।স্কেল।

Messenger_creation_2ba452ac-0898-41e6-9e67-3fe8efb441a9.jpegMessenger_creation_8cb43d09-ce02-4502-ad2c-e1fd1b3f5f43.jpeg
Messenger_creation_eaa234bb-29cf-42be-a454-716febbe4b63.jpegMessenger_creation_f15dc20e-8683-418b-91d2-729aaafc1d34.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

💠প্রথম ধাপ💠

Messenger_creation_b3d3f260-3ee4-4afe-a83f-0bd4f1e8e10e.jpeg

প্রথমে চাঁদের মতো এঁকে ঠিক মাঝ বরাবর একটি পাপড়ি এঁকে নিয়েছি।

💠দ্বিতীয় ধাপ💠

Messenger_creation_e0f32001-7625-4088-9c2c-50e0abc373c4.jpeg

এবার তার দুই সাইডে ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।

💠তৃতীয় ধাপ💠

Messenger_creation_47257b3a-b2b3-4b64-881b-0873fef69ce6.jpeg

এবার নিচের দিকে আরো চারটি ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।

💠চতুর্থ ধাপ💠

Messenger_creation_0265db03-1165-468d-aeb4-142048aa922d.jpeg

এবার সব পাপড়িগুলোর মাঝখানে ছোট ছোট আরো কিছু ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।

💠পঞ্চম ধাপ💠

Messenger_creation_9e6ac11a-f4e0-4ea4-8820-52b39c90b1a5.jpeg

এবার ফুলের নিচের দিকে ফুলের ডাল এঁকে নিয়েছি। তার সাইডে ছোট্ট আরেকটি ডাল এঁকেছি।

💠ষষ্ঠ ধাপ💠

Messenger_creation_5210d3ea-a9a0-4330-a6fc-8364e5ff52dd.jpeg

ফুলের সাইডে ছোট ডালে একটি কলি এঁকে নিয়েছি।

💠সপ্তম ধাপ💠

Messenger_creation_f97e0778-258a-4acd-b019-9f3d16674a63.jpeg

এবার সেই ফুলের কলিটিতে আরো কিছু পাতা এঁকে নিয়েছি।

💠অষ্টম ধাপ💠

Messenger_creation_a7d4b443-3aea-4aed-bc5c-939c569ea841.jpeg

এবার শাপলা ফুলটি পানিতে সেই পানি ও পাতা এঁকে নিয়েছি।

💠নবম ধাপ💠

Messenger_creation_4d28ff6c-33dd-422a-8090-fcd1ecb53196.jpeg

শাপলা ফুলটি পিংক কালার রং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।

💠দশম ধাপ💠

Messenger_creation_f2423b6e-92ea-45e0-a42f-201f690fc491.jpeg

ফুলের ডাল সবুজ কালার করে নিয়েছি।

💠এগারো তম ধাপ💠

Messenger_creation_82ffce32-eabb-436d-b129-a57aa2a228f0.jpeg

ফুলের কলির সাইডে সবুজ ও ভেতরের ফুলটি পিংক কালার করেছি।

💠বারো তম ধাপ💠

Messenger_creation_b819f4c4-ef01-4a9b-ac54-eb8ce8d8053d.jpeg

এবার হালকা নীল কালার করেছি পানির রং। আর এভাবে হয়ে গেল আমার "ঝটপট শাপলার ইজি অংকন"। এবার এই "ঝটপট শাপলার ইজি অংকন" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHvi...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 3 days ago 

ঝটপট যে এত সুন্দর শাপলা ফুল আঁকা যায় এটা আমার জানা ছিল না। আপু আপনি সত্যিই অনেক সুন্দর ভাবে একটি কলি সহ ফুটন্ত শাপলা ফুলে গেছেন। শাপলা টি দেখতে দারুন লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 days ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 3 days ago 

এত সুন্দর শাপলা ফুলের আর্ট দেখে অনেক ভালো লেগেছে আপু। আমাদের জাতীয় ফুল শাপলা দেখতে খুবই সুন্দর। যদিও শাফলা ফুল আর্ট করতে আমার কাছে খুবই কঠিন লাগে। আপনি খুব সুন্দরভাবে ইজিলি আর্ট করতে পেরেছেন। কালারটা ও অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 days ago 

সব সময় উৎসাহমূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 days ago 

সত্যি ঝটপট ভাবে খুবই চমৎকার একটি শাপলা ফুল অংকন করেছেন আপু। আপনার অংকন করা শাপলা ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই সহজ পদ্ধতিতে অংকন টি তুলে ধরেছেন।যা দেখে খুবই মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 days ago 

আমার অংকনটি আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য বড় পাওয়া।

 3 days ago 

আর্ট সত্যি হৃদয়ের বহিঃপ্রকাশ। আপনি দারুণ সুন্দর করে শাপলা ফুল আর্ট করেছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার শাপলা আর্ট টি।কালার কম্বিনেশন অসাধারণ। কালার করার পর একদমই শাপলা ফুলের মতোই লাগছে।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

অনেক সুন্দর উৎসাহ মূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64189.84
ETH 2796.72
USDT 1.00
SBD 2.65