জেনারেল রাইটিং ||| টাকার শক্তি বড় শক্তি।

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় ভাই ও বোনেরা প্রত্যাশা করছি সবাই সবার পরিবারকে নিয়ে এই প্রচন্ড তাপদাহে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_1166173557712188.jpeg


তবে চার দিকটাই তাকালে মনে হয় প্রচন্ড তাপদাহে মানুষ গুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে।তখন একটু হলেও খারাপ লাগে বিশেষ করে বাইরের সেই রাস্তায় খেটে খাওয়া মানুষগুলোর জন্য বেশি খারাপ লাগে। আমরা হয়তোবা আমাদের কর্মব্যস্ততা বা কাজের জন্য বাইরে গিয়ে থাকি।কিন্তু কাজ ও ব্যস্ততা সব একসঙ্গে সেরে আবার বাসায় চলে আসি রেস্ট নেই, ফ্যানের বাতাসে থাকি এবং এসিতে থাকি। মোটকথা আমাদের শান্তির বা আরামের জন্য যা করা দরকার আমরা সব করি।

**কিন্তু রাস্তার ওই খেটে খাওয়া ভাই ও বোনেরা প্রচন্ড তাপদাহে কাজ করছে এবং তাদের কোন রেস্ট নেই। কারণ তাদের মাথায় সব সময় কাজ করে আজ সারাদিন কাজ করে কিছু টাকা উপার্জন করে পরিবারের জন্য কিছু খাবার চাল ডাল এবং সেই আদরের সন্তানের জন্য হয়তো বা কিছু নেওয়ার আশা করে।প্রতিটিপরিবারে বাবার আশা থাকে তার সন্তান যেন সুখে থাকে ভালো থাকে।তাইতো হাজার পরিশ্রম ও ক্লান্তির পরও তাদের রীতিমতো কাজ করতে হয়। **

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল পোস্ট নিয়ে "টাকার শক্তি বড় শক্তি" নিয়ে।চলুন আর কথা না বাড়িয়ে লেখাটি দেখে নেওয়া যাক।

এই পৃথিবীতে প্রতিটি মানুষ চায় সুখে থাকতে।তবে সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন।মানুষ চাইলেই সুখে থাকতে পারে না এই কথাটি একটি সময় হয়তোবা ঠিক ছিল। কিন্তু আজকের বর্তমান সমাজে এবং ডিজিটাল যুগে এসে এই কথাটি একদম ঠিক নয়।যার টাকা আছে সেই সুখে আছে আর যার টাকা নেই তার কোন মূল্যায়ন নেই।পৃথিবীটা বড়ই অদ্ভুত আর এই অদ্ভুত পৃথিবীতে আছে কিছু অসহায় মানুষ।তারা শুধু জীবন বাচানোর জন্য যতটুকু প্রয়োজন সেটুকুই উপার্জন করে সন্তুষ্ট থাকছে।

কিন্তু এই সন্তুষ্ট থাকা মানুষগুলো খুবই অসহায়। তারা তাদের ইচ্ছা আনন্দ গুলোকে মাটি চাপা দিয়ে রাখে। ইচ্ছা করলেও তাদের অনেক কিছু পূরণ হয় না।কারণ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো হয়তো এক মাসের বাজার করতেই সব টাকা ফুরিয়ে যায়।এখানে বাচ্চাদের ও বিভিন্ন আনন্দ বিনোদনের কোন প্রশ্নই আসে না।কারণ তাদের আয় বুঝে ব্যয় করতে হয় এবং অনেক হিসাব করে চলতে হয়।আর এই অসচ্ছলতা পরিবারের প্রধান কারণ হলো লজ্জা।লজ্জার ব্যাপার হল আমি যেভাবেই চলি বাসায় চলব কিন্তু কারো মাঝে প্রকাশ করা যাবে না।এই মধ্যবিত্ত পরিবার নিজের কষ্ট গুলো না পারে কারো মাঝে শেয়ার করতে না পারি কষ্ট সহ্য করতে।আসলে টাকা বিশাল কিছু।

একটি পরিবারে অনেকগুলো ভাই বোন থাকলে সবার অবস্থা সমান হয় না।হয়তো কেউ অনেক ভালো পজিশনে থাকে আবার হয়তো অনেকেই নরমালে থাকে।কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলে বোঝা যায়।ভালো পজিশনে থাকার সেই ব্যক্তিটিকে সবাই কতটা মূল্যায়ন করে আর যার পজিশন একটু নরমাল তাকে কতটা মূল্যায়ন করে।আসলে টাকার কাছে আমরা সবাই হেরে গেছি। টাকাই আপন আর পর ভেদাভেদ করে।বর্তমান সমাজে খেয়াল করলে আরও দেখা যায় কারো বাসায় যদি কখনো কোন মেহমান আসে আর তার অবস্থা যদি একটু নরমাল হয় তাহলে তার বাসায় থাকার চেয়ে চলে যাওয়ার কথাটি আগে স্মরণ করিয়ে দেয়।

আর সেই ক্ষেত্রে যদি কোন কোটিপতি কেউ বেড়াতে আসে কোথাও যায় তখন তাকে নিয়ে সবাই ব্যস্ততায় সময় পার করে।আসলে আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে যা ঘটছে তারই কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এটা একদম সত্য যে টাকার কাছে আমরা সবাই ধরা।যার টাকা আছে তার কদর আছে যার টাকা নেই এই পৃথিবীতে তার মূল্য নেই না।ভাইবোন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশি যাই বলেন না কেন সবাই দেখে আপনার আর্থিক অবস্থাটা।

আপনার আর্থিক অবস্থা খারাপ থাকলে কেউ আপনাকে খোঁজ নিতেও আসবেনা।আর যখন আপনার পজিশন ও আর্থিক অবস্থা ভালো হওয়া শুরু করবে তখন সবাই আপনার খোঁজ নিবে দিনে দুই-তিনবার ফোন দিবে আপনার বাচ্চা ও আপনার পরিবার কেমন আছে সবকিছু নিয়ে মাতিয়ে থাকবে। তাইতো বলি টাকার শক্তি বড় শক্তি এবং পৃথিবীটা অনেক কঠিন এ টাকার জন্যই অনেকে জীবনও হারাচ্ছে।

তো বন্ধুরা আমার এই জেনারেল রাইটিং এর টপিকটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। আজ যাচ্ছি অন্য কোনদিন আবার নতুন কোন টপিক নিয়ে হাজির হব।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে,নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- জেনারেল রাইটিং "টাকার শক্তি বড় শক্তি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার এই পোস্টটি পড়ে এবং সুন্দর মতামত প্রদান করে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ।

🇧🇩🇧🇩আজকের মত বিদায়🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9W9tQBFPEqynuwpvVvdYYYti8nnY6k5m7RvEG5SVG7CNMJtzNDuzGE5KNgdPqFC6UtAQakckKMqiAbG1cXRG2.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 last month 

দুঃখজনক হলেও সত্যি আপনার সব গুলো কথা।আসলে টাকাই সব।টাকা জন্য আপনজন দূরে সরে যায়।টাকাওয়ালাদের সন্মান সব সময় উচুতে থাকে।ধন্যবাদ আপনাকো সুন্দর কিছু বাস্তব কথা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।

 last month 

আপনার কথাগুলোর সাথে আমি শতভাগ একমত। বর্তমান পরিস্থিতিটাই এমন, যার টাকা আছে তার সমাজে মূল্য আছে আর যার টাকা নেই তার সমাজে কোন মূল্য নেই। আসলে আমরা তো মানুষকে মূল্য দেই না আমরা মানুষের টাকা দেখে তাকে মূল্য দেই।

 last month 

মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 last month 

এটাই একেবারে বাস্তব সত্য কথা আপু। বর্তমান সময়ে একজন মানুষের মূল্যায়ন শুধুমাত্র টাকার ভিত্তিতেই করা হয়। যার যত বেশি টাকা তার মূল্যায়ন তত বেশি। শুধুমাত্র বাইরের লোক জনই না পরিবারের কাছের লোকজন ও এই টাকার ভিত্তিতেই একজন মানুষকে বিচার করে। খুব বাস্তবসম্মত কথাগুলো লিখেছেন আপু। ভালো লাগলো পড়ে।

 last month 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last month 

এমন একটা সময় ছিল যখন মানুষের বুদ্ধি শক্তিটাকে সবচেয়ে বড় ও প্রাধান্য দেওয়া হতো। কিন্তু এখন মানুষের বুদ্ধি টাকার কাছে হার মেনে যায়। যার যত বেশি টাকা আছে মনে হয় তার জন্য দুনিয়ার বুকে হাজারো সুযোগ সুবিধা ও বেঁচে থাকার বিলাসী জায়গায় রয়েছে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি কোন কিছু অতিরিক্ত ভালো নয়।

 last month 

সব সময় মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last month 

চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। আপনার কাছে যখন টাকা থাকবে তখন আপনাকে অপরিচিত লোক এসে ও আপনার খোঁজ খবর রাখবে। মধ্যবিত্ত পরিবারের মানুষের সত্যি অনেক বেশি কষ্ট করতে হয়। একদমই ঠিক বলেছেন আপু। আমরা বিভিন্ন ভাবে আরামে থাকার চেষ্টা করি। তবে যারা বাইরে কাজ করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের পরিবারের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাড় জন্য কাজ করেন। এসব দৃশ্য চোখে পড়লে সত্যি ভীষণ খারাপ লাগে। দোয়া করি সৃষ্টিকর্তা যেনো সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last month 

জি ভাই আল্লাহ তা'আলা যেন আপনার দোয়াটি কবুল করেন।

 last month 

আপু আপনার লেখা গুলো সবটাই সত্যি। টাকার শক্তি ই বড় শক্তি।আপনি আপনার লেখার মাঝে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন বর্তমান প্রেক্ষাপট।আমরা টাকার কাছে সত্যি সবাই হেরে যাই।যার টাকা আছে সমাজে তাকেই সবাই মূল্যায়ন করে।আর যার টাকা নেই তাকে মূল্য কমই দেয়া হয়।সুন্দর ভাবে বিষয়টিকে ফুটিয়ে তোলায় জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

উৎসাহমুলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

তবে এটি ঠিক পরিবারের পাঁচজন সদস্য থাকলে সবার আর্থিক অবস্থা সমান থাকে না। ডিজিটাল যুগে যার কাছে টাকা আছে তার মূল্য টা বেশি থাকে। টাকা থাকলে সব কিছুই মনে হয় হাতের মুঠো থাকে। কিছু কিছু মানুষ আছে এই গরমের মধ্যে বেঁচে থাকার জন্য সারাক্ষণ রোদে পুড়ে কাজ করতেছে। কিছু মানুষের স্বপ্ন থাকে কোটি কোটি টাকা ইনকাম করা। আর কিছু মানুষের স্বপ্ন থাকে শুধু তিন বেলা খেয়ে বেঁচে থাকা। সুন্দর একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last month 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last month 

আপনি আজকে একদম বাস্তব কিছু কথা নিয়ে পোস্ট লিখেছেন। আসলে বর্তমান সময়ে যার টাকা আছে তার কাছে তার খোঁজ নেওয়ার লোকের অভাব নেই। অথচ যার কাছে টাকা নেই তার পরিবার ও তার খোঁজ রাখার চেষ্টা করে না। আপনার লেখা গুলো পরে ভীষণ ভালো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

সত্যি কথা বলতে কি ভাই সবসময় আমি বাস্তব বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি।

 last month 

আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আসলে আপু টাকা হলে হরিণের চোখ পাওয়া যায়। বর্তমানে যাদের টাকা আছে তারাই সুখী তারাই মাতব্বর। যারা সামান্য উপার্জন করে ছেলে-মেয়ে লেখাপড়া পরিবার খরচ যোগায় তাদের অন্যান্য আশা ভরসা কিছুই থাকে না। তাই টাকা থাকলে সবকিছু করা যায় এবং সবকিছু পাওয়া যায়। বর্তমানে টাকার শক্তি হচ্ছে বড়ই শক্তি। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

সব সময় উৎস মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 last month 

এটুকু বয়সে টাকার জন্য আপনজনদের এবং আশেপাশের সবার অনেক রূপ দেখেছি আপু এবং হয়তো সামনে আরও দেখব। যার টাকা আছে সমাজে আত্মীয়-স্বজনের কাছে তার অনেক মূল্য। আর যার টাকা নাই তাকে তো মানুষ কাছের কেউ মনেই করে না।

 last month 

আপনার সাথে একমত আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66137.20
ETH 3543.37
USDT 1.00
SBD 2.56