ফটোগ্রাফি পোস্ট ||| বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি |||।

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম।আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভাল আছি।

আমি আজ আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। পরিবেশের সৌন্দর্য যেমন আমাদেরকে আকৃষ্ট করে তেমনি পরিবেশ পরিবর্তনশীল।সব সময় এক রকম থাকে না। কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো উজ্জ্বল আলোয় আলোকিত করছে। বলা যায় সবকিছুই পরিবর্তনশীল। কিছুদিন হল খুব বৃষ্টি হচ্ছে। কিন্তু যে টাইমে যেটা হওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছি না। শীত চলে গেছে অনেক আগেই সেই শীত কেন জানি আবারো চলে এসেছে।

আসলে একটি সকাল দেখে কেউ বলতে পারবে না আজ বৃষ্টি হবে, না হবে না। তবে আবহাওয়াবিদগণ তারা বলতে পারবে প্রকৃতি কোন দিকে ধাবিত হচ্ছে। প্রকৃতি তার নিয়মেই চলে। শীতের সময় শিউলি ফুল ও খেজুরের গুড় প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তেমনি গরমেও আমাদের জাতীয় ফল কাঁঠাল পাকে।প্রকৃতির যখন যেটা দেওয়ার প্রয়োজন তখন সেটাই আমাদের দিচ্ছে আমরা প্রকৃতি থেকে সেই সুবিধাগুলো পাচ্ছি এবং উপকৃত হচ্ছি। প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি। এই প্রকৃতি আমাদের এত কিছু দিচ্ছে । তার মাধ্যমে আমরা এত কিছু পেয়ে উপকৃত হচ্ছি অথচ বিন্দুমাত্র আমাদের তার প্রতি মায়া নেই। কারণ আমরা যখন ইচ্ছা তখন গাছগুলো কেটে আমাদের নিজেদের প্রয়োজনে বিক্রি করে অর্থ ব্যয় করছি।

আমাদের প্রত্যেকের উচিত একটি গাছ কাটলে পাঁচ থেকে ছয়টি কাজ লাগানো। তাহলে আমাদের পরিবেশ বাঁচবে এবং আমরাও বুক ভরে নিঃশ্বাস নিতে পারব । গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছের পরিচর্যা বা সেবা করলে মনটা ভালো লাগে। গাছ বিভিন্ন ধরনের হতে পারে। কিছু আছে ফলের গাছ কিছু ফুলের গাছ সবজির গাছ, নানান রকমের গাছ । একেক জনের পছন্দ একেক রকম। তাইতো একেক রকমের গাছ লাগাতে পছন্দ করে। ফুল সৌন্দর্যের প্রতীক। এই ফুলের সৌন্দর্যে সবাই আকৃষ্ট হয়।আমার বাংলা ব্লগে সবাই ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করে।আমিও তার ব্যতিক্রম নয়। কারণ আমারও এখন ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে তাই তো যেখানেই যাই সুন্দর কিছু দেখলেই ক্যামেরাবন্দি করে রাখি।আজ আপনাদের মাঝে সেই ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।

IMG_20240317_143936.jpg

শিমুল ফুল

এই পথ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে এই শিমূল গাছটি ফুলসহ দেখে অনেক ভালো লাগলো এবং তার একটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
IMG_20240209_162108.jpg
হলুদ গোলাপ

গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে এই হলুদ গোলাপটি দেখে আমার অনেক ভালো লেগেছে আর এ ধরনের গোলাপ ফুল দেখতে সবার ভালো লাগে আমার মনে হয়।
IMG_20240209_161251.jpg
ডালিয়া ফুল

এই ডালিয়া ফুলটি দেখতে কেমন লাগছে যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।

IMG_20240209_160822.jpg

কচমচ

এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে কাছ থেকে দেখতে এত ভালো লেগেছে যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
IMG_20240209_160758_1.jpg
ডালিয়া

এই ডালিয়া ফুলের কালারটি আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। আপনার কাছে কেমন লাগছে?
IMG_20240209_160643.jpg
গোলাপ

গোলাপ ফুল ভালোবাসে না বা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
IMG_20240209_160611.jpg
গোলাপের কলি

গোলাপের এই কলিগুলো দেখতে অসাধারণ লাগছে। তাই তার একটি ফটোগ্রাফি করতে ভুল করি নাই।

আজকের মত এখানেই শেষ করছি। তবে ভবিষ্যতে আবার কোন অন্য কোন জিনিসের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইন-সা-আল্লাহ।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট "বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 8 months ago 

আসলেই আপু এখন আবহাওয়া কেমন হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এই বৃষ্টি তো এই রৌদ আবার এখন ঠান্ডা তো তখন গরম। সব কিছু আল্লাহ তায়ালার ইচ্ছাতেই তিনি যা ভালো মনে করছেন তাই করছেন। যাইহোক আপু আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি একটা থেকে একটা দারুণ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে থেকে আর আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 8 months ago 

ঠিক বলেছেন গাছ আমাদের প্রকৃত বন্ধু।আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমাদের কমিউনিটিতে আপুরা সবসময় ফুলের ফটোগ্রাফি বেশি করে থাকে। ফুলের ফটোগ্রাফি গুলো খুব সহজে করা যায়। প্রথম ফটোগ্রাফিটি যেটা শিমুল ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। তাছাড়া অন্যান্য ফটোগ্রাফি যেটা প্রতিনিয়ত দেখে আসছি ভালো লাগে। আমাদের সাথে সুন্দর বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আসলে কোন ফটোগ্রাফিই সহজ না ভাই। প্রত্যেকটি ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন।

 8 months ago 

ফটোগ্রাফি পোস্ট দেখলে ছুটে চলে আসে নতুন কিছু দেখার জন্য। আপনি দারুন দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। সাদা রংয়ের কচমচ ফুল টা দেখতে বেশ দারুন লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 months ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করলেন। আপনি জানতে চেয়েছেন ডালিয়া ফুল কেমন লেগেছে। আসলে ডালিয়া ফুলটি অসাধারণ লেগেছে আমার কাছে। খুবই ভালো লেগেছে সঅন্যান্য ফুল গুলোও।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 8 months ago 

আপু আপনি আজ নানা রকমের ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রথমে আমার নামের ফুলটি দিয়ে শুরু করেছেন আপু,এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।আপনার শেয়ার করা প্রতিটি ফুলের সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফটোগ্রাফিতে ফুটে উঠেছে। আমার কাছে খুব ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 8 months ago 

এইরকম বিষয়টি মাথায় ছিল আপু যে আপনার নামে এই ফুলটি আর এই জন্যই প্রথমে দাও।

 8 months ago 

হ্যাঁ একটি গাছ কাটলে পাঁচ থেকে ছয়টি গাছ লাগানো উচিত কিন্তু কয়জন এই গাছ লাগানোর ধারাবাহিকতা মেনে চলে বলুন??
আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন পথের ধারে শিমুল গাছের ফটোগ্রাফি আর সাদা কসমস ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

কিন্তু ভাই আমাদের আস্তে আস্তে এই নিয়মটি মেনে চলা দরকার। না হলে তো আমরা অক্সিজেনের অভাবে মারা যাবো।

 8 months ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি আজ বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে শিমুল ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণ নাও দিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ঠিক বলেছেন ভাই সকলেই ফুলের প্রতি একটি বেশি দুর্বল থাকে।

 8 months ago 

আপনি বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি প্রতিটি ফটোগ্রাফী ধীরে ধীরে সময় নিয়ে মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন।

 8 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 8 months ago 

ঠিক বলেছেন একটি গাছ কাটলে পাঁচ থেকে ছয়টি গাছ রোপন করা দরকার। তবে আজকে আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি ও ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 7 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76323.20
ETH 2986.08
USDT 1.00
SBD 2.62