ডাই পোস্ট ||| ক্লে দিয়ে সুন্দর পুস ||| original diy by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় কমিউনিটির সকল ভাইবোনেরা পরিবারকে নিয়ে এই শীতের মুহূর্তের সুন্দরভাবে দিন যাপন করছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_BF71DDCB-B47F-42AC-AD9C-56C0EC4EBB48.jpeg


বারাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে।কি পোস্ট করব আজ ভেবে পাচ্ছিলাম না।তারপর হঠাৎ করে মনে হলো আমি ক্লে দিয়ে কিছুদিন আগে দারুন একটি পুস তৈরি করেছিলাম।সেটার অনেকগুলো ফটোগ্রাফি করে রেখেছিলাম কিন্তু পোস্টটি আর করা হয়নি। আজ সেই পোস্ট আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে।

ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় লাগে।একটি সময় মাটি দিয়ে অনেক কিছু তৈরি করা হতো।সেই সময়কার বাচ্চারা মাটি দিয়ে অনেক খেলা খেলত কিন্তু এখনকার বর্তমান ডিজিটাল যুগের বাচ্চারা মাটিতে পা ফেলতে চায় না। তারা অনেক এগিয়ে।আধুনিকতার সাথে সাথে এখন আর মাটি দিয়ে শহরের বাচ্চারা খেলে না।ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় এবং বাচ্চারাও খেলতে পারে। ক্লে দিয়ে বিভিন্ন রকমের শোপিস ওয়ালমেট ও নানান ধরনের জিনিস তৈরি করা যায়।সেই জিনিসগুলো তৈরি করে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।পুস আমার বাংলা ব্লগ কমিউনিটির নিজস্ব কয়েন।পুসকে নিয়ে আমাদের স্বপ্ন ও কল্পনার যেন শেষ নেই।পুস আমাদের আস্থা ও বিশ্বাসের সাথে জড়িয়ে আছে। ছোট ছোট স্বপ্ন একদিন পূরণ করবে এই পুস।এক বুক আশা এবং ভালবাসা থেকেই আস্থা জন্ম নেয়। আমি আজ আপনাদের মাঝে পুসের একটি ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে পুস তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।ক্লে।
২।কলম।

Messenger_creation_87D545CA-B6BA-4F14-8228-B1A9F876483A.jpegMessenger_creation_4870BC57-D1E2-4174-8053-CC88542A9A4A.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🐷প্রথম ধাপ🐷

Messenger_creation_45C65D1D-94C4-4FED-9D49-23C9437F3973.jpeg

প্রথমে সামান্য পরিমাণ ক্লে নিয়ে নিয়েছি।

🐷দ্বিতীয় ধাপ🐷

Messenger_creation_014E5BD8-B145-4198-86ED-78482E887A88.jpeg

এবার হাতের সাহায্যে ক্লে গোল করে নিয়েছি মাথার জন্য ।

🐷তৃতীয় ধাপ🐷

Messenger_creation_91A73629-D707-4343-91BC-55DBA6FC569D.jpegMessenger_creation_6EF976B1-4AFA-46AD-B021-396205773439.jpeg

আবারো সামান্য পরিমাণ ক্লে নিয়ে পুসের দুটো কান বানিয়ে নিয়েছি।

🐷চতুর্থ ধাপ🐷

Messenger_creation_92661752-4574-49D1-9333-7C72DAADBE71.jpeg

এবার পুসের কান দুটো মাথার সাথে লাগিয়ে নিয়েছি।

🐷পঞ্চম ধাপ🐷

Messenger_creation_7B3C6A72-8319-4DF6-8D8D-A26C317B053A.jpegMessenger_creation_C5E15E06-6889-4166-8209-092E559987A2.jpeg

কালো রংয়ের ক্লে দিয়ে পুসের চোখ নাক বানিয়ে নিয়েছি।

🐷ষষ্ঠ ধাপ🐷

Messenger_creation_EFDA2368-63E4-40BE-80DD-845C5FACF655.jpeg

এবার মাথার সঙ্গে সেই চোখ নাক লাগিয়ে নিয়েছি।

🐷সপ্তম ধাপ🐷

Messenger_creation_72228170-9A59-4AFA-8314-BC25FECF914E.jpeg

এবার কলম দিয়ে পুসের মুখের দুই সাইডে এঁকে নিয়েছি।

🐷অষ্টম ধাপ🐷

Messenger_creation_F08FB3C5-928C-49D1-ABC8-895A6E16CD2C.jpeg

সাদা রংয়ের ক্লে নিয়ে হাতের সাহায্যে পুসের বডি বানিয়ে নিয়েছি।

🐷নবম ধাপ🐷

Messenger_creation_E479F27D-C852-45C1-82A9-7505B0D2E493.jpeg

এবার পুসের লেজের জন্য আবারও ক্লে দিয়ে সুন্দর করে লেজ বানিয়ে নিয়েছি।

🐷দশম ধাপ🐷

Messenger_creation_FBB893C2-B65B-40AF-B073-2200A38BBA4D.jpeg

বডির সাথে লেজ লাগিয়ে নিয়েছি।

🐷এগারো তম ধাপ🐷

Messenger_creation_180FBCBA-C5DD-4E92-8D56-0E5201B2DBCD.jpeg

এবার পুসের দুটো পা বানিয়ে নিয়েছি।

🐷বারোতম ধাপ🐷

Messenger_creation_DEFF424F-33EA-4720-8AAA-61E2D1A5C44D.jpeg

পা দুটো পুসের সাথে লাগিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "ক্লে দিয়ে সুন্দর পুস"।এবার এই "ক্লে দিয়ে সুন্দর পুস" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNfpBCoUK6ETfatwuEEXF1GMTEppWBzP7MEcgA3kAsPm7kmUxBTGy74x4W4wDB7DkZ1ZyJJo9nv.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 last month 

ক্লে দিয়ে কাজ করতে মনে হয় অনেক মজার।অনেকেই দেখি সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, তেমনি আপনিও অনেক সুন্দর করে পুস তৈরি করেছেন।ভালো লাগলো দেখে, ধন্যবাদ আপনাকে।

 last month 

উৎসাহমূলক মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

 last month 

Screenshot_2025-02-05-01-07-31-905_com.android.chrome.jpg

Screenshot_2025-02-05-01-06-36-485_com.coinmarketcap.android.jpgScreenshot_2025-02-04-23-46-59-771_com.peak.jpg
 last month 

ক্লে দিয়ে আজ আপনি অনেক কিউট দেখতে পুস তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি করা এই পুস দেখতে অনেক সুন্দর লেগেছে। ক্লে ব্যবহার করে কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে চেষ্টা করার ফলে আপনি আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন।

 last month 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last month 

আগে আমরা কাদামাটি দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতাম এটা এখনকার বাচ্চারা শুনলে হেসে উড়িয়ে দিবে। কারণ এখনকার বাচ্চারা তো ক্লে দিয়ে খেলা করে। আসলেই আপু পুশ একদিন আমাদের মনের সকল আশা গুলি পূর্ণ করবে। সাদা রঙের ক্লে দিয়ে দৃষ্টিনন্দন একটি পুশ তৈরি করেছেন। প্রত্যেকটা ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন বর্ণনা সহকারে। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার তৈরি করা পুশ এর ডাই টি।

 last month 

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

 last month 

ক্লে বিয়ের চমৎকার একটি পুস তৈরি করেছেন আপু। সাদা রঙের বিড়াল দেখতে কিন্তু চমৎকার লাগছে। ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো এমনিতেও আমার কাছে অনেক চমৎকার লাগে। দেখতে কতটা কিউট লাগছে। সুন্দর একটি পুস তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো আপু।

 last month 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 last month 

ক্লে দিয়ে খুবই সুন্দর একটি বিড়াল তৈরি করেছেন আপনি। ক্লে দিয়েছে কোন জিনিস তৈরি করলে আমার কাছে অনেক সুন্দর লাগে। আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 last month 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last month 

আপু আপনি ক্লে দিয়ে সাদা কালারের খুব সুন্দর একটি পুশ বানিয়েছেন। আপনার বানানো এই পুশ দেখতে বেশ কিউট হয়েছে। ক্লে দিয়ে আমিও বেশ কিছুদিন আগে একটি পুশ শেয়ার করেছিলাম। ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় আর দেখতেও খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last month 

আগের দিনে মাটি দিয়ে খেলা করতো বাচ্চারা কিন্তুু এখন ক্লে দিয়ে খেলে।আসলে ক্লে দিয়ে কিছু বানালে তা দেখতে খুবই সুন্দর লাগে।আপনি সাদা ক্লে দিয়ে খুবই কিউট একটা পুস বানিয়েছেন এবং বানানো পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্লে দিয়ে পুস বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last month 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি। মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 last month 

বিশেষ করে ক্লে দিয়ে বাচ্চারা খেলতে অনেক বেশি পছন্দ করে। সবচেয়ে বেশি ভালো লাগে ভিন্ন কিছু তৈরি করা যায় ক্লে এত নরম হওয়ার কারণে। যেভাবে মন চায় সেভাবে করা যায়। আপনি সুন্দর একটি পুস তৈরি করলেন দেখতে খুবই সুন্দর হয়েছে।

 last month 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 81928.44
ETH 1891.44
USDT 1.00
SBD 0.73