ফটোগ্রাফি পোস্ট |||| বৃক্ষের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে ঈদের আনন্দে বেশ সুন্দরভাবে দিন কাটাচ্ছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

IMG_20240411_112045_400.jpg

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি "বৃক্ষের ফটোগ্রাফি" নিয়ে।প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। সেই প্রকৃতির রূপে আমরা আকৃষ্ট হই।

IMG_20240411_111032_146.jpg

এই প্রকৃতির রূপেই যে শুধু আমরা আকৃষ্ট হই তা কিন্তু নয়। প্রকৃতি আমাদের মাঝে অনেক কিছু বিলিয়ে দেয়। প্রকৃতি, অরণ্য বা গাছ যাই বলি না কেন সব নামেই ডাকতে ভালো লাগে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেমন ভালো লাগে। তেমনি গাছ লাগাতেও ভালো লাগে। গাছ আমাদের পরম বন্ধু।গাছ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন ছাড়া আমাদের একটি মুহূর্ত বাঁচা সম্ভব না। গাছ অক্সিজেন দিয়ে ছায়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে।

IMG_20240411_111300_691.jpg

আসলে গাছকে শুধু বন্ধু বলা ভুল হবে প্রকৃত বন্ধু বলতে হয়। কারণ প্রকৃতির মত এত আপন আমাদের জীবনে আর কিছু নেই। এই প্রচন্ড রোদে শীতে ঝড়-ঝাপটা যাই বলি না কেন আমাদের সবকিছু থেকে এই গাছ রক্ষা করে। আর আমরা না জেনে না বুঝে এই গাছের অনেক ক্ষতি করি। আমাদের যখন যা প্রয়োজন অথবা কারণে-অকারণে আমরা এই গাছ কেটে ফেলি। আসলে আমাদের প্রত্যেকের উচিত একটি গাছ কাটলে প্রয়োজনে ৫/৬ টি করে গাছ লাগানো।

IMG_20240411_111853_150.jpg

তাহলেই আমরা সুন্দর একটি পরিবেশ পাব সবুজ সতেজ মুক্ত খোলা আকাশের নির্ভেজাল বাতাস অনুভব করতে পারব । শহরের ইট পাথরের দেয়ালে আমরা যতই থাকি না কেন? এসি ফ্যান ও বিভিন্ন ইলেকট্রিক্যালের জিনিস ব্যবহার করি আর যতই সুবিধা ভোগ করি না কেন প্রকৃতির সতেজতার কাছে এগুলো কিছুই নয়। এসি বা ফ্যানের বাতাসে সারাক্ষণ থাকলে একরকম শারীরিক অসুবিধা দেখা যায় ।

IMG_20240411_111908_825.jpg

কিন্তু সৃষ্টিকর্তার দেওয়া এই প্রকৃতির সতেজতার বাতাসে যদি আমরা থাকি এক নিমিষেই শরীরের অসুস্থতা দূর হয় এবং মনটা জুড়িয়ে যায় । তাইতো প্রকৃতি আমাদের প্রকৃত বন্ধু। এই প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে আমি কিছু ফটোগ্রাফি করেছি। সেই ফটোগ্রাফি গুলো আমার এতটা ভালো লেগেছে এবং আপনাদের মাঝে সেই ভালোলাগা ফটোগ্রাফি গুলো তুলে ধরেছি।

IMG_20240411_112051_947.jpg

জানিনা আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো কেমন লাগলো তবে আমার কাছে শুধু ফটোগ্রাফি বললেই ভুল হবে এগুলো আমাদের যে প্রকৃত বন্ধু তা বুঝতে পারাটাই বড় কথা।বন্ধু যেমনই হোক বন্ধু কেন বন্ধু সে তো বন্ধুই।

IMG_20240411_180738_013.jpg

আসলে গাছের সুন্দর্যের কথা বলে শেষ করা যাবেনা। তার মূল কাণ্ড ফুল ফল যাই বলি না কেন সবই অপূর্ব।একটি গাছ ছোট থেকে বড় হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে রয়েছে সুন্দর্য। তাইতো বলতে ইচ্ছে হয় সবুজ শ্যামল আমার এ দেশ চির সবুজ বাংলাদেশ ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPptwgeYqAyQnCGLyAR5C2jardkEq4hQWCHtPGqKjoAypRG1fcpQFNRQgvh5fP...wyPEkdaL8rcy8iiqw2zmwtNGFRM7qzJMJfay58rzjBWrL8FtEuJZBNpwUK2YPKyD4Dsy9xJJpCDgiPrLZEWCfGdjjwF7pfFydZtM4b2E2zS6XgKqikMACiTkxe.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট "বৃক্ষের ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 2 months ago 

আজকে আপনি চমৎকার বৃক্ষের ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন। প্রতিটি ফটোগ্রাফির পরিষ্কার এবং স্বচ্ছ ধারনা দিয়েছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি ঠিক বলছেন আপু অক্সিজেন ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে। তাই আমাদের উচিত বেশি করে বৃক্ষ রোপন করা। গাছ লাগান পরিবেশ বাঁচান। এই ধরনের পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আমার ফটোগ্রাফি পোস্ট আপনার ভালো লেগেছে।বিষয়টি আমাকে কাজে অনেক উৎসাহিত করল।

 2 months ago 

আসলে বর্তমান সময়ে গাছ দেখলে যেন আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যায়। কারণ বাইরে যতটা গরম পড়েছে এই গরমের ভিতর যদি আমরা কোন গাছের নিচে গিয়ে আশ্রয় নিই তাহলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। আসলেই গাছগুলো অনেক সময় বিভিন্ন আবাসিক এলাকার মাঠের ভেতরে দেখা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার ধন্যবাদ দাদা।

 2 months ago 

ঈদ মোবারক আপু। বৃক্ষের ফটোগ্রাফি নিয়ে দারুণ পোস্ট শেয়ার করেছেন। অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো।তবে গাছ গুলো পরিচিতি তুলে ধরলে আরো ভালো হতো। আপনি ঠিকেই বলেছেন আপু, গাছ আমাদের প্রকৃত বন্ধু। নিঃস্বার্থ ভাবে শুধু দিয়েই যায়, বিনিময়ে কিছুই আশাকরেনা। বৃক্ষ নিয়ে ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে কাজে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য।

 2 months ago 

প্রথমে আপনাকে জানাই ঈদ মোবারক। আপনি ঠিক বলেছেন, গাছ হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। গাছ আমাদেরকে ছায়া এবং অক্সিজেন দেয়। সত্যিই গাছের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। গাছের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে পাতা ঝরা গাছের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে। এটা শুনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

অনেক সুন্দর সুন্দর বৃক্ষের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু বেশ ভালো লাগলো দেখে। আমাদের সবুজ প্রকৃতি দেখতে খুবই সুন্দর। আপনি যেহেতু বিভিন্ন বৃক্ষের ফটোগ্রাফি করলেন। বৃক্ষ গুলো দেখতে খুবই সুন্দর ছড়িয়ে সিটিয়ে আছে। প্রকৃতির দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনার শেয়ার করা প্রতিটি গাছের ফটোগ্রাফি অনেক সুন্দর দেখতে।

 2 months ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

দারুন কিছু বৃক্ষের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং তার সাথে বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

 2 months ago 

ঠিক বলেছেন আপু গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ থেকে আমরা যত উপকার পাই তা বলে শেষ করা যাবে না। আপনি আজকে বিভিন্ন ধরনের গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। একেক গাছের একেক রকম সৌন্দর্য ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে। বিশেষ করে পাতা ছাড়া যে গাছটির ফটোগ্রাফি করেছেন সেটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 months ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

অনেক সুন্দর লাগছে প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সুন্দর বৃক্ষ গুলোর ফটোগ্রাফি। ঠিক বলেছেন আপনি বৃক্ষের মূল,কান্ড,পাতা সবই অপূর্ব। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 65476.67
ETH 3385.24
USDT 1.00
SBD 3.18