DIY ||| এসো নিজে করি ||| প্রাকৃতিক ভাবে চুলের যত্নে রেমিডিটি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শরীর মন দুটো দুটোর পরিপূরক। একটি ভালো না থাকলে আরেকটি ভালো থাকে না। তাইতো শরীর ও মন ভালো রাখার জন্য আমাদের সবাইকে যত্ন নিতে হয়।

received_298968855834462.jpeg

কথায় আছে যত্ন করলে রত্ন বাড়ে। যে জিনিসটি যত যত্ন করা যায় সেটা অনেক চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের শরীরের স্কিনের সবকিছুই আমরা যত্ন নিয়ে থাকি। হাত-পা নোখ সবকিছু যত্নের মাধ্যমেই আমাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। ত্বক হাত-পায়ের যত্ন নিলে শরীরের ভেতরের ময়লাটি বেরিয়ে আসে এবং দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। আমরা বাসায় যদি সময় না পাই তাহলে অনেকেই পার্লারে গিয়ে বিভিন্ন রকমের ফেসিয়াল মেসেজ করে আসি শুধুমাত্র নিজের স্কিন ভালো রাখার জন্য। স্ক্রিনে যেন কোন রকমের ব্রণ রেস কুঁচকানো ভাব, মেস্তা এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য। আমরা ইচ্ছা করলে বাসাও করতে পারি। তবে সেই বিষয়ে কিছুটা ধারণা যদি থাকে তাহলে আমার মনে হয় বাসায় অনেকটা সেভ কারণ এখনকার যুগ জামানায় বাইরের অনেক প্রোডাক্টের ভিতরে কেমিক্যাল যুক্ত থাকে। আমরা যদি একটু সচেতন হয়ে বাসায় প্রাকৃতিক ভাবে জিনিসপত্র দিয়ে বিভিন্ন রকমের রেমেডি তৈরি করে ইউজ করি। তাহলে আমাদের স্কিন সবকিছুই ভালো থাকবে এবং এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি আজ আপনাদের মাঝে "প্রাকৃতিক ভাবে চুলের যত্নে রেমিডিটি" নিয়ে হাজির হয়েছি। আমি বাসায় মাঝে মাঝে এই রেমিডিগুলো ইউজ করি চুলে।হয়তো সেরকম কিছু জানিনা তবে আমার চুল একটু হলেও পুষ্টি সম্পূর্ণ হলো এটা আমি বিশ্বাস করি । চলুন আর কথা না বাড়িয়ে এই "প্রাকৃতিক ভাবে চুলের যত্নে রেমিডিটি" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।মেহেদি পাতার পেস্ট।
২।ভিটামিন ই ক্যাপ।
৩।চা।

received_959228585196384.jpeg

received_140804129045666.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_238019179139313.jpeg

প্রথমে মেহেদি পাতার ডালগুলো আলাদা করে পরিষ্কার করে পাতা ছাড়িয়ে নিয়েছি ব্লান্ড করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_2876327382504179.jpeg

received_1257946324853153.jpeg

এবার একটি পাত্রে পানি দিয়ে গরম করে সেটাতে সামান্য চা পাতা ঢেলে দিয়েছি ।

তৃতীয় ধাপ

received_256136360500870.jpeg

সেই চা ঠান্ডা করে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_1599715167189256.jpegreceived_771907514687151.jpeg

received_9913718015334814.jpeg

এবার ব্ল্যান্ড করা মেহেদি পাতাতে চা, ভিটামিন ই কেপ
একত্রে মিক্সড করে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "প্রাকৃতিক ভাবে চুলের যত্নে রেমিডিটি"।এবার এই "প্রাকৃতিক ভাবে চুলের যত্নে রেমিডিটি" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "প্রাকৃতিক ভাবে চুলের যত্নে রেমিডিটি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 last year 

চুলের যত্ন যদি আমরা ভালোভাবে করি তাহলে আমাদের চুল কিছুটা হলেও শক্তিশালী হবে। এবং চুল পুষ্টি সম্পূর্ণ হবে। যদিও এভাবে এরকম কিছু মাথায় লাগাতে আমার কাছে একেবারেই ভালো লাগেনা, তবে এই সব কিছু অনেক উপকারী এটা জানা আছে। আপনি নিজের চুলের মধ্যেই এই রেমিডিটি লাগিয়ে থাকেন এটা জেনে ভালো লাগলো। আপনার উপস্থাপনা দেখে এটা যে কেউ তৈরি করে নিজের চুলে লাগাতে পারবে।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

চুলের যত্ন নেওয়া সত্যি অনেক উপকারী। হয়তো আমরা অনেক সময় ব্যস্ততার কারণে সেভাবে যত্ন নিতে পারি না। তবে আপনার শেয়ার করা এই চুলের প্যাক দেখে অনেক ভালো লাগলো। অবশ্যই বাসায় তৈরি করার চেষ্টা করব আপু।

 last year 

আমার ডাইটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 last year 

আজকে সকালে আমিও তো মাথায় মেহেদি দিয়েছি। আসলে আমিও এরকম ভাবে মাঝে মাঝে চুলের যত্ন করে থাকি। যদিও সব সময় করা হয় না ব্যস্ততার জন্য। তবে যখন সময় পাই তখন করে থাকি। আপনি দেখছি চা পাতা এবং ভিটামিন ই ক্যাপও দিয়েছেন সাথে। আমি তো ভাবছি এই পদ্ধতিতে আবারো মাথায় দিব।

 last year 

জি ভাই এভাবে মাথায় দিয়েন অনেক উপকার পাবেন।

 last year 

অসাধারণ একটি টিপস দিলেন আপু অনেক কাজে আসবে ভালো লাগলো। কারণ প্রায় সময় মেহেদি দেওয়া হয় চুলের মধ্যে। তবে এভাবে ভিটামিন ই ক্যাপ এবং চা পাতা দিয়ে দেওয়া হয় না কখনো। তবে পরবর্তীতে চেষ্টা করব আপনার পদ্ধতি টা ফলো করার জন্য। আমার মনে হচ্ছে যে এটা একটি ন্যাচারেল প্যাক তৈরি করলেন আপনি যা চুলের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

অবশ্যই আপু এভাবে দিয়ে দেখবেন আমার মনে হয় উপকার পাবেন।

 last year 

আপু,আমিও মাঝে মাঝে মেহেদী বেটে মাথায় ব্যবহার করি। এতে করে মাথাও ঠান্ডা থাকে আবার চুলও পুষ্টি পেয়ে যায়। আর এই মেহেদির প্যাক আপনার ভাবি তৈরি করে দেয়। তবে সে মেহেদীতে আর কি কি দেয় তা আমার জানা নেই। তাই আপনার পোস্ট দেখে শিখে নিতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর উপস্থাপনার জন্য।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

চুল একজন মানুষের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করে। তাই সবার উচিত চুলের যত্ন নেওয়া। খুশকি হওয়া, চুল পড়ে যাওয়া এগুলো এখন কমন ব্যাপার হয়ে গিয়েছে। এমনকি স্কিন ডক্টরের শরণাপন্ন হয়েও তেমন লাভ হয় না। আমি মনে করি এমন রেমিডি বাসায় তৈরি করে ব্যবহার করা উচিত। তাহলে হয়তোবা ভালো ফলাফল পাওয়া যাবে। এমনিতেও চুলের যত্নে মেহেদী পাতার জুড়ি মেলা ভার। দারুণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33