DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে ফুল গাছ ||| ১০% লাজুক শিয়ালের জন্য।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগে দূর-দূরান্তের সকল ভাই ও বোনদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগ। আশা রাখছি আপনারা আপনাদের পরিবারকে নিয়ে সবাই ভালো আছেন। আমিও ভাল আছি।
আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিটি জিনিস সুন্দর লাগুক আর সৌন্দর্য দেখাক এটি সবাই চায়।আমাদের পোষাক ও শারীরিক সৌন্দর্য যেমন দেখতে ভালো লাগে। তেমনি আমরা যেখানে অবস্থান করি বা যে ঘরে থাকি সে ঘরেও একটু সৌন্দর্যের দরকার আছে। তাইতো নিজের ঘরটিকে আকর্ষণীয় করতে যে যার মত মনের মাধুরী ও হাতের সাহায্যে নানা রকমের কাজ করতে পারি। যে যার মত ডাই ও রঙের কাজ করেও সেই ঘরের সৌন্দর্য বর্ধন করতে পারি।আকাশি কালার রংটি আমার অনেক ভালো লাগে।তাইতো "রঙিন কাগজে ফুল গাছ" এর ডাই প্রজেক্ট করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে।চলুন আর কথা না বাড়িয়ে এই "রঙিন কাগজে ফুল গাছ" এর ডাইটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ
১। আকাশী কালার কাগজ।
২। সবুজ কালার কাগজ।
৩। কাঁচি।
৪। পেন্সিল।
প্রথমে আকাশী কালার কাগজ ফুল তৈরির জন্য টুকরো টুকরো করে কেটে নিয়েছি।
এক টুকরো গুলোকে চতুর্ভুজ আকৃতি করে ভাঁজ করে নিয়েছি।
এবার চতুর্ভুজ আকৃতি আকাশী কালার কাগজ গুলোকে ত্রিভুজ আকৃতি করে ভাঁজ করে নিয়েছি।
ত্রিভুজ আকৃতি আকাশী কালার কাগজগুলোকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি।
এবার এই ত্রিভুজ আকৃতি আকাশী কালার কাগজ গুলোকে কাঁচি দিয়ে কেটে নেওয়ার পরে এটাকে খুলে সুন্দর ফুলের আকৃতি বের করে নিয়েছি।
এরপর সবুজ কালার কাগজের ওপরে পেন্সিল দিয়ে গাছের কান্ড এবং ডাল অঙ্কন করে নিয়েছি।
অংকন করা কাণ্ড এবং ডাল গুলোকে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
এবার এই কাঁচি দিয়ে কাটা কাণ্ড এবং ডাল গুলোকে একত্র করেছি নিয়েছি।
এবার সবুজ কালার কাগজের কান্ডকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
এবার সবুজ কালার কাগজের ডালগুলোকে কান্ডের ওপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি।
এবার এই ডালগুলোর ওপরে আকাশী কালার ফুল গুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার কাজ শুরু করেছি।
এবার ডালের ওপরে সকল আকাশী কালার ফুল গুলোকে সাজানো হয়ে গেলেই হয়ে গেল আমার "রঙিন কাগজে ফুল গাছ" ডাই পোস্ট। এবার এই "রঙিন কাগজে ফুল গাছ" ডাই পোস্টটির একটি সম্পূর্ণ ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে ফুল গাছ"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
রঙিন কাগজের ফুল গাছটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে ফুলগাছটি আমাদের সাথে শেয়ার করলেন। দেখে অসাধারণ লাগলো।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি গাছ প্রস্তুত করেছেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাই।
রঙিন কাগজ কেটে সুন্দর করে কাগজের ফুল গাছ তৈরি করেছেন। সবুজ কাগজ দিয়ে গাছ তৈরি করেছেন এক্ষেত্রে গাছের সাথে কালার কম্বিনেশন টা মিলে গিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে আপু। কিভাবে এমন সুন্দর গাছ তৈরি করেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন এবং কাগজ গুলো কিভাবে কাটতে হয় সেটা দেখিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
এমন সুন্দর মন্তব্য পড়তে পেরে অনেক ভালো লাগলো ভাই।
আপনি একদম সত্য কথা বলেছেন আপু আমাদের পোশাক এবং শারীরিক সৌন্দর্যের পাশাপাশি আমরা যেখানে থাকি সেখানকার পরিবেশটাও সুন্দর রাখা উচিত বলে আমি মনে। পরিবেশটা সুন্দর থাকলে মন ভালো থাকে। আকাশী কালার আপনার অনেক বেশি পছন্দ তাই আপনি খুবই চমৎকার একটি রঙিন কাগজের ফুল গাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রঙিন কাগজের ফুল গাছ দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে।
এমন গঠনমূলক মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ভাই।
রঙিন কাগজের তৈরি অনেক সুন্দর ওয়ালমেট বিভিন্ন জিনিস আমার ঘরেও সাজানো রয়েছে আপু। এগুলো ঘরে থাকলে ঘরে সৌন্দর্য বেড়ে যায়। রঙিন কাগজের অনেক সুন্দর একটি ফুল গাছ তৈরি করেছেন। দেখতে সুন্দর লাগছে ধন্যবাদ আপু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ্! আপু আপনি খুবই চমৎকার করে রঙিন কাগজে ফুল গাছ তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন আপনার তৈরীকৃত রঙিন কাগজের ফুলের গাছ টি সত্যিই আমাকে অসম্ভব সুন্দর লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য।।♥♥
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।