DIY ||| এসো নিজে করি ||| জরির সুতায় ফুল গাছ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদের কে জানাই শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20221122_190901.jpg

আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।জানিনা কেমন লাগবে আপনাদের।তবে আমি চেষ্টা করেছি যথাসাধ্য আপনাদের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আমি আপনাদের জন্য একটি শো পিস নিয়ে হাজির হয়েছি। আমি মূলত শো পিসটি করেছি আমারই বাসায় থাকা কিছু সুতো দিয়ে। গুটিসুতা থেকে এই সুতাগুলো অন্যরকম।ব্যতিক্রম এই সুতা দিয়ে আমি তৈরি করেছি একটি শো পিস । এই জরির সুতা দিয়ে শাড়ীর কাজ করলে অনেক ভালো লাগে। তাই আমি ভাবলাম সব ধরনের সুতা যেহেতু বাসায় আছে তাহলে জরির সুতা দিয়ে একটি ফুল গাছের শো পিস তৈরি করে দেখি কেমন হয়। তৈরি করে দেখলাম অনেক ভালো লেগেছে এই ফুল গাছের সো পিসটি। এই শো পিসটির নাম দিয়েছি "জরির সুতায় ফুল গাছ"। এবার আর কথা না বাড়িয়ে চলুন "জরির সুতায় ফুল গাছ" ডাইটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ
১। জরি সুতা।
২। গুটি সুতা ।
৩। সুই ।
৪। কস্টেপ।
৫। কাঁচি।
৬। সুতার রিলের অর্ধেক অংশ ।

received_794377038295030.jpegreceived_524152772909841.jpeg
received_1294708698021187.jpegreceived_442082678084761.jpeg
IMG_20221122_190941.jpgIMG_20221122_190930.jpg

🔯প্রস্তুত প্রণালী🔯

🌳প্রথম ধাপ🌳

received_682177806593776.jpeg

প্রথমে জরির সুতার রিল থেকে সুতা কেটে নিয়েছি।

🌳দ্বিতীয় ধাপ🌳

received_545335920939255.jpeg

খালি সুতার গুটিকে কেটে ছোট ছোট অংশে বিভক্ত করেছি।

🌳তৃতীয় ধাপ🌳

received_685763033113074.jpegreceived_895164561849830.jpeg

কেটে নেওয়া গোল বৃত্তের ভিতরে জরির সুতো প্যাচে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং অন্য সুতো দিয়ে প্যাচে নিয়েছি।

🌳চতুথ ধাপ🌳

received_887688225928620.jpeg

প্যাচিয়ে নেওয়া জরির সুতাটিকে ফুল তৈরি করে নিয়েছি।

🌳পঞ্চম ধাপ🌳

received_5797423296962972.jpeg

এবার জরির সুতা কে আবারো কেটে গুটি সুতা দিয়ে বেঁধে নিয়েছি।

🌳ষষ্ঠ ধাপ🌳

received_507629687970392.jpeg

গুটি সুতা দিয়ে বেঁধে নেওয়া জরির সুতা টিকে গাছের ডাল আকৃতি করে বানিয়ে নিয়েছি।

🌳সপ্তম ধাপ🌳

received_1506744823173025.jpeg

সবকটি গাছের ডাল বানিয়ে কাঁচি দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি।

🌳অষ্টম ধাপ🌳

received_1317787445657691.jpeg

এবার জরির সুতার রিলের নিচের অংশটিতে বানানো ফুল গুলো কস্টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি ।

🌳নবম ধাপ🌳

IMG_20221122_190856.jpg

গাছের ডাল গুলো সুন্দর করে সেই ফুলের মাঝখানে আটকে নিয়েছি কষ্টেপ দিয়ে।আর এভাবেই তৈরি হয়ে গেল আমার "জরির সুতায় ফুল গাছ"ডাই।এবার এই "জরির সুতায় ফুল গাছ" ডাইয়ের একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই পোস্ট "জরির সুতায় ফুল গাছ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

2qM6R7emm7dUzqimiCUWALVV5Azjzuxs9rpmpFFPRJaLmdohUqB6kp4YL944YiourLu5AZ6Qr6oqkdqSfxc7Xq8mAGPVKxDSsdiew74MLR...iwkAgvYEzmYSST8DyNUvARfVHi817Kui6K3LAMUfTNjGyfb8skvWpChEnpc8jhy7qCGjqU7LHDVMeTuRJVgevX2S4cwbBmpUsLDLU5BK4y3Aj77xmXMFwrHhE6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 2 years ago 

আপু আপনি শাড়িতে বিভিন্ন রকমের ডিজাইন করেন আমরা সবাই জানি। শাড়িতে ডিজাইন করার সুতো দিয়ে সুন্দরভাবে এই ফুল গাছ তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এই ফুল গাছটি সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে। আপু আপনি চেষ্টা করেছেন সুন্দর ফুল গাছ তৈরি করার জন্য। আশা করছি সবার কাছেই ভালো লেগেছে।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার সার্থকতা।

 2 years ago 

অসাধারণ হয়েছে জরির সুতায় ফুল গাছটি। আমিতো একভাবেই তাকিয়ে রইলাম গাছটির দিকে। কতটা সময় ব্যয় করে কত পরিশ্রম দিয়ে এই প্রজেক্টটি আপনি কমপ্লিট করেছেন সেটাই ভাবছি। সর্বোপরি আপনার উপস্থাপনাটিও অনেক চমৎকার ছিল।

 2 years ago 

আপনার কাছে আমার ডাই পোষ্টটি ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপু জরির সুতা দিয়ে তো দেখছি খুব সুন্দর একটি ফুল গাছ বানিয়েছেন। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ইউনিক লেগেছে। কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার বক্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো সুন্দর করে গুছিয়ে মন্তব্যটি করেছেন।

 2 years ago 

অসাধারণ হয়েছে জরির সুতার ফুল গাছটি। গাছটি তৈরি করা দেখেই বোঝা যাচ্ছে আপনার অনেক পরিশ্রম হয়েছে। পরিশ্রম হলেও আমি বলব আপনি সার্থক। আপনার তৈরি জরির সুতার ফুল গাছটি অসাধারণ দেখতে। কিভাবে তৈরি করেছেন তা সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু আমার বাংলা ব্লগে না আসলে বুঝতেই পারতাম না যে বাঙ্গালীদের মাঝে এত প্রতিভা লুকিয়ে আছে। আপনি জরির সুতা দিয়ে খুব সুন্দর একটি ফুল গাছ বানিয়ে ফেলছেন। গাছটা দেখে খুব ভাল লাগলো মনে হচ্ছে স্বর্ণের গাছ। ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শাড়ির সুন্দর নকশার পাশাপাশি চমৎকার সোপিস তৈরি করতে পারেন আগে তো জানতাম না। জরির সুতায় ফুল গাছ খুব সুন্দর হয়েছে। আপনার চিন্তা চেতনার তারিফ করতে হয় 👌 ভালো কাজ উপহার দিয়েছেন।

 2 years ago 

সব সময় উৎসাহমূলক মন্তব্য করে উৎসব বাড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66