জেনারেল রাইটিং পোস্ট ||| স্নিগ্ধভরা শীতের প্রকৃতি ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।প্রত্যাশা করে আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং নিয়ে "স্নিগ্ধভরা শীতের প্রকৃতি"। প্রকৃতির অপরূপ সৌন্দর্য। প্রকৃতির প্রেমে পড়ে না এমন মানুষ নেই।তার সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। আর বর্তমান সময়টা এমন একটি সময় যে সময়টি সবাই পছন্দ করে।
সবুজ শ্যামল সতেজতায় ভরা আমার এই দেশ। এই দেশের মাটিতে যেমন সোনা ফলে তেমনি তার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা মুগ্ধ হই।দিন যায় দিন আসে তেমনি এক ঋতুর পর আরেক ঋতু আসে। ষড় ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুর মধ্যে শীতকাল অন্যতম।শীতের সময়টা সবাই অনেক পছন্দ করে। যদিও এই সময় মানুষ অসুস্থ হয় বেশি তারপরও শীতের অনুভূতিটাই অন্যরকম। চারদিকে কুয়াশা ঘেরা থাকে ঘাসের ডগায় শিশির জমে এ এক অপরূপ সৌন্দর্য যা মুগ্ধ করার মত।
শীতের সময় প্রকৃতিকে অন্যরকম লাগে এবং অন্যভাবে সাজে। প্রকৃতির ভেতরে সতেজতায় ভরপুর থাকে। যদিও শীতের সময় দিন ছোট ও রাত বড় হয়ে থাকে।এ সময় চাদর মুরিয়ে কুয়াশা ঢাকা সকালে ভাপা পিঠা আগুনের তাপ পোহানো অন্যরকম অনুভূতি কাজ করে।শীতের সময় প্রত্যেকের ঘরে ঘরে চলে পিঠাপুলি খাওয়ার ধুম।পিঠাপুলির আয়োজন দেখেই বোঝা যায় যে শীত চলে এসেছে। বাঙ্গালীদের ঘরে ঘরে এ এক নতুন উৎসব। এছাড়াও শীতকালে কমলা বড়ই কামরাঙ্গা ও বিভিন্ন রকমের ফল পাওয়া যায়।
ফুলের সৌরভের চারদিকটা ভরে থাকে। ভোরে ঘুম থেকে ওঠার পরে চার দিকটা ফুলের সৌরভে মনকে ব্যাকুল করে। বিভিন্ন রং এর গাঁদা ফুল মল্লিকা সূর্যমুখী ফুল যা আমাদের সবাইকে আকৃষ্ট করে। এই ফুলগুলোর সৌন্দর্যে আমরা মুগ্ধ হই।ফুলের সৌন্দর্যে যেমনি মুগ্ধ হই তেমনি শীতকালে বিভিন্ন রকমের শাকসবজিও মজাদার। শীতের এই সবজিগুলো খেতে অনেক মজা যা অন্য সময় খেতে অতটা ভালো লাগে না। তাইতো স্নিগ্ধ ভরা শীতের প্রকৃতির প্রেমে পড়ে যায় এই বাংলার মানুষ। আর তার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না।
তবে সবাই এই শীতের মধ্যে পরিবারের সকলকে নিয়ে সকল নিয়ম কানুনের মধ্যে রাখার চেষ্টা করব এবং কোন রকম অসুস্থতার কারণ যেন এই শীত না হয় সেদিকে দৃষ্টি রাখবো।তবে বিশেষ করে গোসলের বিষয়টি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করব।তবে এটি অবশ্যই বারোটা বাজার আগে করলেই সবচেয়ে বেশি ভালো।
আজকের মত এখানেই শেষ করছি।তবে কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সকলের কাছ থেকে বিদায় নিয়েছি।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
প্রতিটি ঋতু আমাদের মাঝে এক নতুন নতুন সৌন্দর্য নিয়ে হাজির হয়ে যায়। দীর্ঘ এক বছর পর আমরা শীতের গন্ধ পাচ্ছি চারদিকে। এখন প্রায় প্রতিনিয়ত সকাল বেলা শীত পড়ছে।আর এই শীত পড়ার দৃশ্য দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে, এই ঋতু পরিবর্তনের সময় আমাদের কে সাবধানতা অবলম্বন করে চলতে হবে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এই পোষ্টের মাঝে। শীতের সময় আমাদের অনেক কিছু মেনে চলতে হয় সুস্থ থাকার জন্য এবং পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ রাখার জন্য। তবে তার মধ্যে গোসল করার বিষয়টা সবার মেনে চলা উচিত। কারণ গোসলের সময় পার হয়ে গেলে গোসল করা বেশ দুষ্কর হয়ে যায় আবার এতে সর্দি জ্বর হয়ে থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনা বিভিন্ন ব্যস্ততার জন্য। প্রচন্ড শীতের মধ্যে পুকুরে নামা লাগে।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
ঋতুর পরিবর্তনের সাথে সাথে প্রকৃতি ভিন্ন ভাবে সেজে উঠেছে। আর শীতের আগমন ঘটেছে বলেই প্রকৃতিতে শীতের ছোঁয়া লেগেছে। এই শীতল ছোঁয়া খুবই ভালো লাগে। শীতকালের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাহ! আপু আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে শীতের আবাস দেখতে পেলাম। তবে আমাদের এখানে এরকম কোন শীতের নাম গন্ধ নেই। কিন্তু আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে দেখতে পেয়েছি শীত শুরু হয়ে গেছে। সুন্দর একটি মুহূর্ত বর্ণনা করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মন্তব্য করে পাশে থাকার জন্য।
একদম ঠিক বললেন আপু। শীত মানেই পুলি পিঠে, শীত মানেই গরম জামা। আর এইসব নিয়েই শীতের আমেজ। ফুল ফল সবজি নিয়ে তৈরি হয় শীত। সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই৷ শীত মানেই ঘুরতে যাওয়ার ইচ্ছে। শীত মানেই বড়দিনের আলো। শীত মানেই কেক কেটে এক্স মাস পালন। দারুন পোস্ট শেয়ার করলেন।
অনেক সুন্দর করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
শহরে এখনও গরমের তাপ থাকলেও গ্ৰামে শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। তবে এখানেও ভোরবেলা ঘুম থেকে উঠলে যখন আবহাওয়া ঠান্ডা লাগে আর বাহিরে হালকা কুয়াশা দেখা যায় তখন খুব ভালো লাগে। প্রতিটা ঋতুতে প্রকৃতি যেনো নতুন রূপে সেজে উঠে। শীতের সময় চারদিক থেকে ভেসে আসা বিভিন্ন ফুলের ঘ্রাণ যেনো মাতাল করে দেয়। আস্তে আস্তে প্রকৃতি যেনো তার রূপ পরিবর্তন করছে আর এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সবাইকে একটু সাবধানে থাকতে হয়, তাও আমার কাছে গরমের থেকে শীত ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু। গরমের থেকে শীত ঋতুটা আমার কাছেও ভালো লাগে।
শীতের সময় প্রকৃতি টা নতুন ভাবে সেজে উঠে। ভোরের শীতল সিগ্ধ বাতাস সত্যি একেবারে প্রাণ জুড়িয়ে দেয়। যদিও শীতের সময় ঠান্ডা জ্বর বেশি হয়। ঐটা থেকে অবশ্য একটু সাবধান থাকতে হয়। সুন্দর ছিল আপনার পোস্ট টা। সুন্দর লিখেছেন আপু।
সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।
শীতের সকালের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। শিশির ভেজা ঘাসের উপরে খালি পায়ে হাঁটতে যে কি ভালো লাগে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাছাড়া শীতের সকালে হাঁটাহাঁটি করে খেজুরের রস খেতে দারুণ লাগে। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।