পাট ও কুমড়ো বিচির ফুলের টপ।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করি। আমি সব সময় চেষ্টা করি যে জিনিসগুলো আমরা ফেলেদেই সেই জিনিসগুলোকে কিভাবে কাজে লাগানো যায় এবং সেটা দিয়ে সুন্দর কিছু করা যায় কি না।তাই আজকে আমি আপনাদের সামনে পাট ও কুমড়ো বিচি দিয়ে ফুলের টপ তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন।

IMG_20211017_213609.jpg

-----------------প্রস্তুত প্রণালী-----------------

উপকরণঃ

১। পাটের দরি।

২। কুমড়ো বিচি।

৩। কাটুন পেপার।

৪। গাম।

৫। কাঁচি।

৬। রং।

received_582418176542278.jpeg

৭। কাগজ।

৮। জি আই তার।

৯। জরির সুতা।

received_462032568435573.jpeg

received_424350055733339.jpeg

১০। পমপম।

received_5217031848323490.jpeg

১১। ছোট্ট ছোট্ট পাথর।

-------------------প্রথম ধাপ --------------------

received_291555829257199.jpeg

কাটুন পেপার সমান দূরত্ব বজায় রেখে ৫টি পাঁচটি একখণ্ড কেটে নিলাম।

-------------------দ্বিতীয় ধাপ-------------------

received_646992272971883.jpeg

৫টি কার্টুন পেপারের খন্ড আইকা আঠা দিয়ে একসঙ্গে লাগিয়ে একটি টব আকৃতি তৈরি করলাম।

------------------ তৃতীয় ধাপ--------------------

received_1242395929567047.jpeg

received_1145652602629696.jpeg

এরপর পাটের দরি দিয়ে টপটিকে সুন্দর করে প্যাঁচিয়ে সঙ্গে আইকা আঠা দিয়ে সুন্দর করে লাগাইলাম।

--------------------চতুর্থ ধাপ-------------------

received_627477955075793.jpeg

পমপম গুলো টবের মুখের ওপর দিয়ে একটি একটি করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাগিয়ে দিলাম, সৌন্দর্য বৃদ্ধির জন্য।

--------------------পঞ্চম ধাপ------------------

received_1989091194576901.jpeg

received_299788171664791.jpeg

received_425138875669548.jpeg

সাদা কাগজ সমান দূরত্ব রেখে ৫টি খন্ডে কেটে সেটাকে পাকিয়ে একটি স্টিকের মত করে এতে কালার করে নিলাম।

-----------------------ষষ্ঠ ধাপ -------------------

received_2075639642599762.jpeg

received_2960561484196456.jpeg

কাটুন পেপার সুন্দর করে গোল গোল করে কেটে নিলাম।

-----------------সপ্তম ধাপ ----------------------

received_374031251069817.jpeg

received_174824408146310.jpeg

কুমড়োর বিচি গুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এগুলো আইকা আঠা দিয়ে কাটুনের পেপারের ওপর সুন্দর করে লাগিয়ে নিলাম ফুলের মত করে।

-----------------অষ্টম ধাপ----------------------

কুমড়োর বিচির এই ফুলগুলো সমান দূরত্ব রেখে একটির পর একটি কাগজের স্টিকে স্থাপন করলাম।এরপর এগুলো টবের ভিতরে সেট করলাম।

------------------শেষ ধাপ---------------------

IMG_20211017_213640.jpg

এভাবেই আমার পাট ও কুমড়ো বিচির টব তৈরি সম্পূর্ণ হলো। আমার কাছে অনেক ভাল লেগেছে কারণ পরিত্যক্ত জিনিস দিয়ে এত সুন্দর একটি জিনিস বানানো যায়। আমি বানানো শেষ করার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি সব সময় নতুনত্ব কিছু করতে পছন্দ করি এবং অনেক অনেক ধন্যবাদ আমার বাংলা ব্লগকে। আমাকে এত সুন্দর একটা জায়গায় আমার লেখা গুলো উপস্থাপন করা সুযোগ করে দেওয়ার জন্য।

--------------------ধন্যবাদ -----------------------

Sort:  
 3 years ago 

পাট ও কুমড়ো বিচির ফুলের টপটি অনেক সুন্দর দেখাচ্ছে আপু আপনি একদম একটা ইউনিক পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার হাতের কারুকাজ টি অবাক করার মত ছিল। পাট খড়ি এবং কুমড়োর বিচি দিয়ে অনেক সুন্দর একটি ফুলের টপ তৈরি করেছেন। সত্যিই অবাক করার মত বিষয়। আপনি পরিত্যক্ত জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন সত্যিই আনন্দিত আমি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার হাতের কারুকাজ টি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা নিবেন আপু

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু আপনার কাজটি ছিল একদম ইউনিক এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। আইডিয়াটি অনেক ভালো ছিলো সত্যিই।
তবে ভাবছি কুমড়োর বিচিতে পরে পোকা ধরে কিনা।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

আপু আপনি পাট ও কুমড়োর বিচি দিয়ে খুবই ইউনিক একটি ফুলের টব তৈরি করেছেন।আমার কাছে এটি খুবই ভালো লেগেছে।দেখতে খুব সুন্দর লাগছে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

ওয়াও অনেক সুন্দর আইডিয়া পাটের দড়ি দিয়ে সুন্দর একটি ফুলদানি বানিয়েছেন। ব্যতিক্রম ধরনের আইডিয়া আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

পাট ও কুমড়ো বিচির ফুলের টপ খুব সুন্দর
ভাবে তৈরি করেছেন।যা আমার কাছে অসাধারন মনে হয়েছে♥

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি পরিত্যক্ত জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন সত্যিই আনন্দিত আমি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার হাতের কারুকাজ টি।প্রতিটি ধাপ দেখে সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

বাহ আপু আপনার প্রতিভা অসাধারণ। সত্যিই প্রশংসনীয় একটা ব্যাপার। অনেক কষ্টের সাথে পাট ও লাউ এর বিচি দিয়ে অনেক সুন্দর ভাবে টপ তৈরি করেছেন। প্রতিটি ধাপ দেখে সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

অনেক কষ্টের সাথে পাট ও লাউ এর বিচি দিয়ে অনেক সুন্দর ভাবে টপ তৈরি করেছেন। প্রতিটি ধাপ দেখে সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে।আপু আপনি একদম একটা ইউনিক পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো♥️

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার পোস্টটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। পাট আর কুমড়োর বিচি দিয়ে এত সুন্দর টপ তৈরি করা যায় আপনার পোস্ট না দেখলে বুঝতেই পারতাম না। গঠনমূলক পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66437.31
ETH 3491.76
USDT 1.00
SBD 2.69