টমেটো মলা ও সিমের চচ্চড়ি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজারদের জানাই শুভেচছা ও অভিনন্দন।

IMG_20220103_122934.jpg

এই শীতের দিনে সবার ত্বক শুষ্ক হয়ে থাকে তাই সবার উদ্দেশ্যে আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হতে যাচ্ছি।তার আগে রেসিপির উপাদান সম্পর্কে কিছু বলা দরকার।মলা মাছ আমাদের সবার পছন্দ কিনা জানিনা। তবে মলা মাছ সবার খাওয়া উচিত। কেননা এই মলা মাছে প্রচুর পরিমাণ ভিটামিন আছে।আমাদের মা-খালারা একসময় বোলতো ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ায়। মূলত তাদের কথা গুলো সত্যিই মলা মাছে আছে প্রচুর পরিমান ক্যালসিয়াম ও ভিটামিন। যা আমাদের শরীর ও দেহকে সতেজ রাখে। ছোট মাছ আমাদের চোখের জন্য অনেক উপকারী।

সিমকে আমরা মূলত শীতকালের সবজি হিসেবে বলে থাকি।সিমে রয়েছে জলীয় অংশ ৭৮ গ্রাম, আঁশ রয়েছে ৮.২গ্রাম, খনিজ ১.১ গ্রাম। আবার প্রচুর পরিমাণ আমিষ, প্রোটিন, ফাইবার, ভিটামিন এ , ভিটামিন বি, এবং ভিটামিন কে।সিমের গুণগত মান অক্ষুন্ন রেখে রান্না করে খাব। সিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক উপকারী। রক্তে সুগার জমতে পারে না তার জন্য ডায়াবেটিস রোগীর জন্য ভালো। হাডের রোগীর জন্য অনেক উপকার করে ওজন নিয়ন্ত্রণে আসে, হাই প্রেসার আছে যাদের তারাও এই সিমে অনেক উপকার পাবে। ত্বকের লাবণ্য ফিরে আসবে শুষ্কতা দূর করবে এই সিমে।ক্যান্সার রোগের জন্যও সিম অনেক উপকারী।তাই আমি আপনাদের সামনে "টমেটো মলা ও সিমের চচ্চড়ি" রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি। আর কথা না বারিয়ে "টমেটো মলা ও সিমের চচ্চড়ি" কিভাবে তৈরি করেছি।এখন তার পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো।

প্রয়োজনীয় উপকরণসমুহঃ-

১। টমেটো।
২।সিম।
৩। মলা মাছ।
৪। পিঁয়াজ।
৫। কাঁচা মরিচ।
৬। রসুন।
৭। জিরা গুঁড়ো।
৮। হলুদ গুঁড়ো
৯। লবণ।
১০। তৈল।

received_978775209379969.jpegreceived_447018323675063.jpeg
received_348850413342480.jpegreceived_622420385746329.jpeg
received_442373767437098.jpegreceived_293424619469070.jpeg
received_502046001172810.jpegreceived_340487864575158.jpeg

received_678227043192281.jpeg

---------প্রস্তুত প্রণালী--------

---------------প্রথম ধাপ---------------

received_1097076131105162.jpeg

সিমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

----------------দ্বিতীয় ধাপ---------------

received_242330697905906.jpeg

টমেটোগুলো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং চারটি ভাগে বিভক্ত করে কেটে নিয়েছি।

---------------তৃতীয় ধাপ-----------------

received_960262944870617.jpegreceived_724559328711037.jpeg

মলা মাছ গুলো হাতের সাহায্যে টিপে নিয়েছি এবং পানি দিয়ে বারবার ধুয়ে নিয়েছি। পরিশেষে লবণ দিয়ে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি।

----------------চতুর্থ ধাপ-----------------

received_994928451378704.jpeg

পিঁয়াজের খোসা ছাড়িয়ে পিঁয়াজগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।

-----------------পঞ্চম ধাপ---------------

received_1043177643081072.jpeg

কাঁচা মরিচের বোটা ফেলে পানি দিয়ে পরিষ্কার করেছি এবং মাঝখান দিয়ে চির দিয়ে নিয়েছি প্রতিটি মরিচকে।

---------------ষষ্ঠ ধাপ-------------------

received_457807315965693.jpegreceived_4612764495505942.jpeg
received_469229211221667.jpegreceived_1108861963215270.jpeg
received_215327684138777.jpegreceived_1798655250337304.jpeg

received_638097287388493.jpeg

ফ্রাইপেনে প্রথমে পিঁয়াজ, মরিচ, লবণ, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং তৈল দিয়ে মেখে নিয়েছি। এরপর টমেটো ও সিম দিয়ে মেখে নিয়েছি পরিশেষে মলা মাছ উপর দিয়ে হালকা মাখার পরে একটু পানি দিয়েছি।

------------সপ্তম ধাপ----------------

received_2981764702085660.jpegreceived_186694793630319.jpeg
received_438219854598278.jpegreceived_301300575274428.jpeg

IMG_20220103_122830.jpg

এইবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না শুরু করে দিলাম। এর পরে একটু ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এরপরে ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করার পর হয়ে গেল আমার "টমেটো মলা ও সিমের চচ্চড়ি" রেসিপি। এইবার পরিবেশনের জন্য একটি ট্রেতে নিয়ে তার একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা। বাংলাদেশে বসবাস করি তাই বাংলাভাষাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বাংলা ভাষায় কিছু উপস্থাপন করা এবং কবিতা লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটি এই ধরনের সকল সুযোগ সুবিধা দেই। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।আজকে আমি আপনাদের মাঝে "টমেটো মলা ও সিমের চচ্চড়ি" রেসিপি উপস্থাপন করেছি। যদি আমার রেসিপি সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রদান করেন তবে আমি অনেক ধন্য হবো।

আগামী দিনগুলো সবার আরো সুন্দর হোক, সুখের হোক, আনন্দের হোক,এই কামনায় শেষ করছি। তবে আগামীতে আবার কোন কবিতা,গল্প এবং রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো।

--------সবাইকে ধন্যবাদ---------

Sort:  
 3 years ago 

টমেটো মলা ও সিমের চচ্চড়ি আমি মাঝে মাঝেই খাই অনেক সুস্বাদু খেতে। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি রেসিপি। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

জি ভাই এই রেসিপিটা আমাদের সবারই বেশি বেশি খাওয়া উচিত।

 3 years ago 

মলা মাছের চচ্চড়ি আমার কাছে বেশ ভালো লাগে ।শীতকালীন সবজি দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার রেসিপি দেখে খুব লোভ লাগছে। এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য পড়ে কার না ভালো লাগে।

 3 years ago 

খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আমার কাছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। মলা মাছ দিয়ে রকম রেসিপি কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

জি আপু রেসিপিটি অনেক সুস্বাদু ছিল আর এই রেসিপিটি শীতকালে অনেক বেশি খাওয়া উচিত আমাদের।

 3 years ago 

টমেটো সিম ওমলা মাছের অসাধারণ লোভনীয় রেসিপি তৈরি করেছেন আপনি।
দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতে ও অনেক সুস্বাদু হবে।।

 3 years ago 

খেতেও অনেক মজাদার ছিল ভাই অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন আপু। মলা মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর চচ্চড়ি হলে তো কথাই নেই। পরিবেশনটা ভালো ছিল আপু। ধন্যবাদ

 3 years ago 

আপনার মূল্যবান মতামত দিয়ে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু,আমার কাছে যে কোন ছোট মাছের চচ্চড়ি ভালো লাগে।মলা মাছের চচ্চড়ির রেসিপি অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাছাড়া এই সব ছোট মাছ আমাদের চোখের জন্য অনেক ভালো।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও আপনার রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছে আপু। রেসিপি দেখে বোঝাই যাচ্ছে অনেক টেস্টি ও সুস্বাদু হয়েছে। এছাড়া সিম আমার অনেক পছন্দের একটি খাবার। টমেটো সিম ও মলা মাছ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে চচ্চড়ি টি তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রেসিপিটা আপনার অনেক পছন্দের শুনে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।

অসাধারণ রেসিপি তৈরি করেছেন আপু শীতকালীন সবজি দিয়ে। টমেটো আর সিম দুটোই আমার খুব পছন্দ।আর রেসিপিটি দেখে তো জিভে জল চলে আসলো। ধন্যবাদ এত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই এটি অনেক সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি ছিল অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

টমেটো ও সিম দিয়ে মলা মাছের চচ্চড়ি রেসিপি সত্যিই অসাধারণ হয়েছে আপু। আপনার রাঁধুনি দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন বর্ণনার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59456.51
ETH 2300.03
USDT 1.00
SBD 2.48