ওয়াল মেট।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

###ওয়াল মেট ###

আজ আমার কিছু একটা তৈরি করতে ইচ্ছে হচ্ছে।
অনেকদিন থেকে ভাবছি একটি ওয়ালমেট করব।

IMG_20210813_231835.jpg

তারপর বাসার সব কিছু পরিপাটি করে রঙিন কাগজ, একটি কাঠি, কেচি ও গাম নিয়ে বসলাম। ভাবছি কিভাবে এটাকে তৈরি করে সৌন্দর্য বাড়ানোও যায়। চুপ করে থেকে তারপর একটা সিদ্ধান্ত নিলাম দেখি কাগজগুলোকে কেটে এক ইঞ্চি পরিমাণ করে রাখলাম। তারপর সেটাকে একটা কাটিতে ভরে গাম দিয়ে মুড়ে ভিতর থেকে কাঠি বের করলাম এভাবে প্রায় পাঁচটি কাটি তৈরি করলাম।

IMG_20210810_174750.jpg

IMG_20210810_174720.jpg

তারপর একটি ফুল বানানোর জন্য লাল কাগজ সংগ্রহ করলাম লাল কাগজগুলো প্রত্যেকটি সমান ভাবে কেটে নিলাম লাল কাগজগুলো যেন প্রত্যেক অংশ সমান হয়। লাল কাগজগুলোকে ফুলের সেভ করে কেটে ফেললাম। ফুলের পাপড়ি গুলো নিচের দিকে যেন অনেক চুকা হয় সেভাবেই শেভ করে কাটলাম।ফুলগুলো কাটা হয়ে গেলে সে গুলোকে গাম দিয়ে প্রতিটি ফুলের সেভ করে লাগিয়ে ফেললাম।

IMG_20210810_174835.jpg

প্রতিটি ফুলের চারটি করে পাপড়ি লাগানো হয়েছে তারপর সেই ফুলের মাঝে একটি করে ভিতরে কলি লাগানো হয়েছে। যখন সব তৈরি করে ফেললাম তখনো বুঝতে পারছিনা এটা কিভাবে তৈরি করলে বেশী সুন্দর লাগবে। অনেক ভেবে গুছিয়ে করলাম এবং দেখলাম কোনটা ভালো লাগে। চেষ্টা করতে করতে হঠাৎ কষ্টের প্রয়াস মিলে।

IMG_20210813_165815.jpg

সত্যি আমরা যদি কোন কাজ করি সেটা যদি চেষ্টার পর হয় তাহলে সেটাই অনেক আনন্দ পাওয়া যায়। আমার ওয়ালমেট টি অনেক চেষ্টার পর এই মডেল করতে সক্ষম হয়েছি।এই ওয়ালমেট টি যদি সবার ভালো লাগে তাহলে আমার কষ্ট বা চেষ্টা সফলতা পাবে।

Sort:  
 3 years ago (edited)

অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি ওয়ালমেট।আপনার জন্য শুভ কামনা। তবে আপনার পোষ্টের ট্যাগগুলো আরও দিতে হবে। এই প্রজেক্টের ট্যাগ হিসেবে অবশ্যই আপনাকে #diy, #amarbanglablog-event ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে। আশা করি আমি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি।
ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগছে আপু ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর ওয়ালম্যাট আমাদের সাথে শেয়ার করার জন্য , আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনি সুন্দর মন্তব্য করে সাহস এবং শক্তি দিয়েছেন।

 3 years ago 

সহজ এবং সিম্পলভাবে অনেক সুন্দর একটা জিনিষ তৈরী করেছেন আপনি, তবে ফুলগুলোতে অন্য কালার এর কাগজ ব্যবহার করলে আরো বেশী সুন্দর হতো। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সব সময় মুল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59911.66
ETH 2306.14
USDT 1.00
SBD 2.49