এমন তো কথা ছিল না।
###এমন তো কথা ছিল না###
তোমাকে চাইছি বলে, তুমি আমাকে চাবে না,
এমন তো কথা ছিল না।
তোমাকে ভাবছি বলে, তুমি আমাকে ভাববে না,
এমন তো কথা ছিল না।
তোমাকে অনুভব করছি বলে,
তুমি আমাকে অনুভব করবে না,
এমন তো কথা ছিল না।
তোমাকে হৃদয়ের চোখ মেলে দেখবো বলে,
তুমি আমাকে দেখবে না,
এমন তো কথা ছিল না।
তোমাকে রাতের জোনাকি তে দেখবো বলে,
তুমি আমাকে দেখবে না,
এমন তো কথা ছিল না।
তোমাকে বিশ্বের সব ফুলের ভালোবাসা দিব,
তুমি আমাকে দেবে না,
এমন তো কথা ছিল না।
তোমাকে আমার কষ্টের ঝরনায় রাখবো,
আর তুমি ভিজবে, এমনটা আমি করব না,
তোমাকে ভাবি বলেই তোমাকে ভালোবাসি,
তুমি বাসো কিনা, সেটা জানি না,
তাই বলে ভেবোনা তোমার মত আমি বুঝিনা, তোমাকে বাসি ভালো, তুমি আমায় বাসবে না,
এমন তো কথা ছিল না।
আপু
এমন তো কথা ছিল না ।
বাক্যটি অতি ব্যাবহারে আবেগের গাঢ়তা হারিয়েছে ।
একটি গুরুত্বপূর্ণ আবেগ তুলে ধরার চেষ্টা করেছেন। ধন্যবাদ।
আমার মন্তব্যকে ঝ্যাঠামি ভাববেন না।
অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।