DIY ||| এসো নিজে করি ||| মশারি রাখার কুশন ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা রাখছি সবাই বিধাতার রহমতে ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

received_597275181849256.jpeg

কিছু দিন যাবৎ ভাবছি আমার বাংলা ব্লগে নতুন কি পোস্ট নিয়ে হাজির হওয়া যায়। ভাবতে ভাবতে একটা আইডিয়া চলে আসলো। ভাবলাম গল্প,কবিতা, রেসিপি কাগজের শপিং ব্যাগের মত অনেক রকমের পোস্ট করেছি।এবার এগুলো থেকে একটু ব্যতিক্রম করার চেষ্টা করি। তাই আমার বাংলা ব্লগে নতুন কিছু উপস্থাপন করার জন্য।এবার আমি কাপড় দিয়ে একটি "মশারি রাখার কুশন" বানিয়েছি। সেই "মশারি রাখার কুশন"টির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।চলুন আর কথা না বাড়িয়ে " মশারি রাখার কুশন"টি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালি দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ

১।কাপড়।
২।সুতা।
৩।পমপম।
৪।লেজ।
৫। টেইলারিং মেশিন।

received_370936855117475.jpegreceived_753749882564937.jpeg
received_1157418238454376.jpegreceived_1670549383329108.jpeg

↩️ প্রস্তুত প্রণালী ↪️

প্রথম প্রক্রিয়া

received_590814779342294.jpeg

প্রথমে কাপড়টিকে ১৭ইঞ্চি করে স্কয়ার করে কেটে নিয়েছি।

দ্বিতীয় প্রক্রিয়া

received_604203327784196.jpegreceived_1439490353195048.jpeg

received_438623688291860.jpeg

এবার উপরের পাট এবং নিচের পাট দুটিকে সুন্দর করে চতুর সাইট সেলাই করে নিয়েছি এবং একপাশে দুই পাট বিভক্ত করে রেখেছি।

তৃতীয় প্রক্রিয়া

received_646518153848800.jpegreceived_2355877931229271.jpeg

এবার উপরের পাটে চতুর সাইডে লেজ সুন্দর করে টেইলারিং মেশিন দিয়ে লাগিয়ে নিয়েছি।

চতুর্থ প্রক্রিয়া

received_383102707101333.jpegreceived_3055933601364113.jpeg

এবার চারটি লেজ একটু বড় সাইজ করে এবং চারটি লেজ ছোট সাইজ করে কেটে নিয়েছি।

পঞ্চম প্রক্রিয়া

received_1393737241123099.jpegreceived_574132537705824.jpeg

received_447673117260710.jpeg

এবার এই আট টুকরা লেজের মাথায় একটি করে পমপম টেলারিং মেশিন দিয়ে লাগিয়ে নিয়েছি।

ষষ্ঠ প্রক্রিয়া

received_1128661661073637.jpegreceived_1713511405714037.jpeg

received_441999794479419.jpeg

এবার বড় লেজ চারটি উপর পাটে এবং ছোট লেজের চারটি টুকরা নিচের পাটে টেইলারিং মেশিন দিয়ে লাগিয়ে নিয়েছি।

সপ্তম প্রক্রিয়া

received_593483979055906.jpeg

এবার এই কুশনের মধ্যে মশারি ঢুকিয়ে দিয়ে উপরে লেজ এবং নিচের লেজ সুন্দর করে বেঁধে নিয়েছি আর এই ভাবেই হয়ে গেল আমার "মশারি রাখার কুশন" ফিনিশ হল।এবার ফিনিশ করা "মশারি রাখার কুশন" এর একটি সম্পন্ন ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম ।

আমার পরিচয়।📌

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই "মশারি রাখার কুশন"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ..........

Sort:  
 2 years ago 

মশারি রাখার কুশনটা তো আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে কাপড় দিয়ে এরকম জিনিসগুলো তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আপনি চারপাশে লেজ লাগিয়ে তৈরি করেছেন দেখে আরো সুন্দর লাগলো। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

ওয়াও আপু আপনি মশারি রাখার জন্য খুব সুন্দর একটি কুশন বানিয়েছেন। আপনার কুশন টি দেখতে খুব চমৎকার লাগছে। আমারও এমন মশারির কুশন আছে কিন্তু আমার গুলো হচ্ছে গোল।আপনার চারকোনা বিশিষ্ট মশারের কুশনটি আমার বেশ ভালো লেগেছে।

 2 years ago 

আমার তৈরি কুশন আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

আপু আপনার মশারি রাখার কুশন অনেক সুন্দর হয়েছে।আর আপনি প্রতিটি ধাপেধাপে সুন্দর ভাবে উপস্হাপন করেছেন। যাদেখে যে কেউ তৈরি করতে পারবে।চারদিকে লেজ লাগানোর জন্য সৌন্দর্য আরো ফুটে উঠেছে।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি তো দেখছি সুঁই এবং সুতার সাহায্য খুবই সুন্দর একটি মশারি রাখার কুশন তৈরি করে ফেলেছেন। সত্যিই আমার কাছে দারুন লেগেছে আপনার আইডিয়াটা। এত সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

উৎসহ মুলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

মশারি রাখার কুশন তৈরির পদ্ধতি দেখে খুবই ভালো লাগলো আপু। এভাবে মশারি রাখার কুশন তৈরি করলে অনেক ভালো হবে। আপনার তৈরি করা এই মশারি রাখার কুশনটি দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই পদ্ধতি তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মশারি রাখার কুশন তৈরি দেখে অনেক ভালো লাগলো আপু। আপনার কাছ থেকে নতুন কিছু শিখতে পেরে অনেক ভালো লাগে। মশারি রাখার কুশন দেখতে অনেক সুন্দর লাগছে । ধন্যবাদ আপু আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 2 years ago 

আমার তৈরি কুশন আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া আপু।

 2 years ago 

এরকম তৈরি করতে দেখেছি আমার আন্টির বাসায়, খুবই সুন্দর এবং উপকারী একটি জিনিস যা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, আমার খুবই পছন্দ হয়েছে এর ডিজাইন শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানান।

 2 years ago 

মশারি রাখার কুশন আমার বাসাতেও একটা আছে অনেকদিন আগে আমার আপু তৈরি করেছিল কিন্তু আমার জানা ছিল না কিভাবে তৈরি করতে হয় আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

মশারি রাখার কুশন তৈরি চমৎকার হয়েছে আপু। এইটা সাধারণ কুশন বালিশ হিসেবে ও ব্যবহার করা যাবে। আপনার পোস্টগুলো থেকে প্রতিনিয়ত শেখার অনেক কিছু থাকে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে চমৎকার এই আইডিয়া এবং এর বাস্তবায়ন আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক উৎসহমুলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65809.66
ETH 2680.91
USDT 1.00
SBD 2.95