ফটোগ্রাফি পোস্ট ||| গ্রামীণ দৃশ্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি সকলেই সবার পরিবার নিয়ে সুন্দর সময় অতিবাহিত করছেন এবং আগামী ঈদকে নিয়ে অনেক পরিকল্পনায় আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হতে চলেছি।জানিনা আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লাগে?তবে ইদানিং আপনাদের সহযোগিতা মূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে এবং ফটোগ্রাফি করার প্রতি আগ্রহ দিন দিন বেড়েই যাচ্ছে।আজকে আমি আপনাদের মাঝে "গ্রামীণ দৃশ্যের ফটোগ্রাফি" নিয়ে উপস্থিত হয়েছি।আমার মনে হয় আমরা সকলেই গ্রামকে অনেক বেশি ভালোবাসি এবং গ্রামকে আমরা সবাই বেশি মিস করি। তবে গ্রামে থাকতে আমরা পারিনা,কাজের কারণে থাকতে হয় ইট পাথরের শহরে।আমিও ব্যতিক্রম না আমারও গ্রামকে অনেক বেশি ভালো লাগে।তাই গ্রামে গেলেই আমি গ্রামের দৃশ্যগুলি আমার মুঠোফোন ধারণ করার চেষ্টা করি সব সময়।চলুন আর কথা না বাড়িয়ে গ্রামের দৃশ্যগুলিতে কি কি আছে তা দেখে নেওয়া যাক।

received_378070731428628.jpeg

ছোট্ট ক্যানেল

ক্যানেলটি দেখে অনেক ভালো লাগছিল কারণ ক্যানেলের দুই সাইডে সবুজ প্রকৃতি। আর এই ক্যানেলের পাশে বিকালে বসলে আমার মনে হয় মনটি ভালো হয়ে যাবে।ঠিক তাই তার একটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।
received_1573405769892574.jpeg
গ্রামের মিঠু পথ

গ্রামের এই মিঠু পথটার দুই সাইডে তেমন কোন গাছ নেই। তবে দুই সাইডে সবুজ প্রকৃতি দেখতে বেশ ভালো লাগছে।
received_429343236580302.jpeg
সুন্দর গ্রাম্য রাস্তা

এই রাস্তাটির দুই সাইডে সুন্দর গাছ এবং গাছের ছায়ায় দুপুরবেলা এই পথ দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে কারণ গরমটা ওইভাবে লাগবে না।
received_7406369546153103.jpeg
সবুজ বৃক্ষ

সবুজ প্রকৃতির মাঝে সবুজ বৃক্ষরাজি দেখতে বেশ মন্দ লাগছে না। তবে এই ধরনের পরিবেশে বিকেল বেলায় ঘোরাঘুরি করতে অনেক ভালোলাগার কথা।কিন্তু বিকেল বেলায় যেতে পারিনি এই জন্য মনের দিক থেকে একটি মনক্ষুণ্য।
received_478339858210910.jpeg
খোলা মাঠ

ধান কাটার পরে খোলা মাঠে যখন সবুজ ধান গাছের চারা আবার বের হয়। সেইটা দেখতেও বেশ ভালো লাগে ফটোগ্রাফিটি দেখতেও মনে হয় ভালই লাগছে।
received_816290370460295.jpeg
সূর্য অস্ত

সবুজ প্রকৃতি মিঠু পথ মাঝে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি বেশ ভালো লাগছিল। তাই একটি ফটোগ্রাফি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

received_510754947946639.jpeg

বন বৃক্ষ

কৃষকেরা তাদের জমির আল দিয়ে বিভিন্ন বৃক্ষরোপণ করে।যে বৃক্ষগুলো তারা দেখা যায় ৪/৫ বছর পরে অনেক টাকায় বিক্রি করে। ফসল উৎপাদনের পাশাপাশি তাদের এটি একটি বোনাস ইনকাম।

আজকের মত এখানে শেষ করছি আবারো কোন ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব ইন-সা-আল্লাহ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

received_994385598460075.jpeg

received_429198400014139.jpeg

received_385552937848177.jpeg

Sort:  
 last month 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি দেখে বেশ ভালো লেগেছে। গ্রামীন দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার সব সময় ভালো লাগে দেখতে। আজকে আপনি গ্রামের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আমাদের উদ্দেশ্যে। অনেক ভালো লাগলো প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 last month 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে মনটি ভালো হয়ে গেল।

 last month 

একদম ঠিক বলেছেন আপু আমরা সবাই গ্রামকে আসলেই খুব ভালোবাসি। বিশেষ করে গ্রামের সুন্দর প্রকৃতি দেখে আরো বেশি ভালো লাগে। আর আজকে আপনি সেই প্রকৃতির চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। গ্রামের এই রাস্তাগুলো মন ভরে যায় দুইপাশের প্রকৃতি দেখে। আর কচি সবুজ ধান গাছের কথা কি বলবো এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন এখনই যেতে মন চাচ্ছে।

 last month 

সব সময় আপু আপনার মন্তব্য গুলো পড়ে অনেক উৎসাহিত হয়। এত সুন্দর ভাবে মন্তব্য করেন যেটা পড়ে আসলে লেখার প্রতি আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়।

 last month 

গ্রামীণ পরিবেশের সুন্দর চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর চিত্রগুলো দেখে অনেক অনেক ভালো। বেশ দারুন ভাবে ফটো ধারণ করেছেন আপনি। প্রত্যেকটা ফটো অসাধারণ ছিল।

 last month 

ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

 last month 

আপু গ্রামে গিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন দেখছি। গ্রামের রাস্তা গুলো দেখতে ভীষণ ভালো লাগে। রাস্তার দুই ধারে ফসলের মাঠ। আর এই রাস্তাতে গেলেই সুন্দর বাতাস এবং প্রাকৃতিক দৃশ্যের মুগ্ধ হয়ে যেতে হয়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 last month 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার ফটোগ্রাফি করার সার্থকতা।

 last month 

গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়েছি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে, যেগুলো একেবারে মনোমুগ্ধকর বলতে হয়। প্রকৃতির মাঝে সময় কাটাতে এমনিতেই অনেক বেশি ভালোবাসি। আর প্রকৃতির সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে তো আরো বেশি ভালো লাগে। আপনার তোলা সুন্দর সুন্দর এই প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে তো আমি তো ফটোগ্রাফি গুলোর মাঝেই হারিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি এক কথায় দারুন ছিল।

 last month 

আপনার সুন্দর মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো এবং ফটোগ্রাফি করার অনেক আগ্রহ বেড়ে গেল।

 last month 

গ্রামীণ দৃশ্যের খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last month 

গ্রামের প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। গ্রামীণ দৃশ্যগুলো আমার কাছেও অনেক ভালো লাগে। আর গ্রামের প্রকৃতিতে সময় অতিবাহিত করতে পারলে মনের মধ্যে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে।

 last month 

গঠনমুলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 last month 

আপু আপনার কলটা ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আপনি একদম ঠিক বলেছেন
সবুজ প্রকৃতির মাঝে সবুজ বৃক্ষরাজি দেখতে বেশ মন্দ লাগ না। সবুজের মোহনীয়তা বৃদ্ধি করে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

গন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 last month 

আপু গন্থব্য করে নয়, মন্থব্য করে,, 💕

 last month 

গ্রামের পরিবেশ মানুষকে বেশি আকৃষ্ট করে। আজকে আপনি গ্রামীণ দৃশ্যের খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে যারা শহরে থাকে তারা গ্রামে গেলে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last month 

গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখে যেন মন ভরে গেল। কি সুন্দর ভাবে আপনি এই ফটোগ্রাফি গুলো করেছেন। আর বর্ণনা করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66426.55
ETH 3459.91
USDT 1.00
SBD 2.62