ফটোগ্রাফি পোস্ট |||| কিছু প্রকৃতির ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

তবে প্রচন্ড রোদের তাপমাত্রায় শরীরটা একটু ক্লান্ত। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মাঝে ও আপনাদের পাশে থেকে নিয়ম মাফিক কাজ করে যাওয়ার জন্য। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।প্রত্যেকটি কাজের নিয়ম আছে। তেমনি ফটোগ্রাফিরও বেশ কিছু নিয়ম রয়েছে। আমার বাংলা ব্লগে ফটোগ্রাফি করতে সবাই পছন্দ করে। আমারও বাংলা ব্লগে এসে ফটোগ্রাফি করা এক প্রকার নেশা হয়ে গেছে। তাইতো যেখানেই যাই সেখানে সুন্দর কিছু দেখলে রীতিমতো ফটোগ্রাফি করে ফেলি। আর সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে কখন উপস্থাপন করব সেই অপেক্ষায় থাকি।আজও তার ব্যতিক্রম নয় আমি আজ আপনাদের মাঝে "কিছু প্রকৃতির ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি। ফুল সৌন্দর্যের প্রতিক। তাইতো ফুলের সৌন্দর্যে আমরা সবাই আকৃষ্ট হই। ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কারো মন খারাপ থাকলে একটি ফুল বাগানে অথবা প্রচুর গাছপালার ভেতরে যদি সেখানে ঘোরা যায় তাহলে অটোমেটিক সেই মন ভালো হয়ে যায়।
আসলে প্রাকৃতিক সৌন্দর্য এমন যা আমাদের সবাইকে আকৃষ্ট করে। এই সৌন্দর্যের মায়াজালে আমরা সবাই মুগ্ধ হই। প্রকৃতি একেক সময় একেক রূপ ধারণ করে।
সৃষ্টিকর্তা আমাদের মাঝে প্রকৃতির এমন একটি আর্শিবাদ হিসেবে পাঠিয়েছেন যা আমাদের জন্য অনেক কল্যাণকর।তাই আমি আপনাদের মাঝে "কিছু প্রকৃতির ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে "কিছু প্রকৃতির ফটোগ্রাফি" তে কি কি ফটোগ্রাফি করেছি তা দেখে নেওয়া যাক।

IMG_20240106_101202.jpg

সরিষা ক্ষেত

সরিষা ক্ষেত ও সবুজ বৃক্ষ দেখে দৃশ্যটি আমার নজর কেড়েছে।তাই দৃশ্যটি মুঠোফোনে তুলতে একটুও ভুল করিনি যা আপনাদের সামনে উপস্থাপন করলাম।

IMG_20240403_165617.jpg

সবুজ ধান ক্ষেত

সবুজে সবুজে সমরোহ আর এই সবুজ ধান ক্ষেত দেখতে ভালো লাগবে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।আর এই সুন্দর দৃশ্যটি ধারণ করে সবার সামনে উপস্থাপন করলাম।

IMG_20240403_165554.jpg

পাকা রাস্তা ও বৃক্ষ

গ্রামের পাকা রাস্তায় হাঁটতে ভালোই লাগে কারণ রাস্তার দুই সাইডে থাকে বৃক্ষ এবং পাশে থাকে গ্রাম যা দেখে দুই নয়ন জুড়িয়ে যায়।

IMG_20240403_165625.jpg

ধান ভুট্টা ও বৃক্ষ

একই দৃশ্যে সবুজ ধান গাছ, ভুট্টা গাছ ও বৃক্ষ দেখতে খুব ভালো লাগছে আর এই দৃশ্যটি ধারণ করার উদ্দেশ্য হলো একই ফটোগ্রাফিত তিনটি বিষয় দৃশ্যমান।আশা করি আপনাদেরও ভালো লাগবে।

IMG_20240317_144545.jpg

রাস্তার দুই সাইডে খেজুর গাছ

গ্রামের রাস্তায় বিভিন্ন ধরনের ফলের গাছ দুই সাইড দিয়ে লাগানো থাকে।আর এই রাস্তার দুই সাইডে দিয়ে কিছু কাঠ গাছ এবং কিছু খেজুর গাছ লাগানোর কারণে একটু ব্যতিক্রম লাগছিল আমার কাছে।

IMG_20240317_143947.jpg

ছোট খাল ও কিছু বৃক্ষ

গ্রামের কাছাকাছি কিছু ছোট ছোট খাল এবং খালের পাশ দিয়ে বৃক্ষ লাগানো। আর এই অবস্থায় খালটি দেখতে ভালো লাগছিল।আসলে এধরনের খালে বর্ষা মৌসুমে বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যায়।তবে এই সময় বৃষ্টি নাই বিধায় খালটি একদম শুকনো।

IMG_20240319_110426.jpg

খোলা মাঠ ও গ্রাম

গ্রামের পাশে এধরনের খোলা মাঠ থাকলে বেশ ভালো লাগে। আর মাঠটি খেলার উপযোগী হলে আরও অনেক ভালো লাগে কারণ বিকেল বেলা গ্রামের কিশোর কিশোরীদের এই মাঠে তাদের ছোটাছুটি দেখতে ও খেলাধুলা দেখতে পাওয়া যায়।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট "কিছু প্রকৃতির ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

ধন্যবাদ

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

RNFetchBlobTmp_03d29u40mvnu59lndy9o3r.jpg

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 5 months ago 

বাহ অনেক সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু। সবগুলো ছিল প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। সরিষার ফুলের ফটোগ্রাফি টা সুন্দর হয়েছে। বেশ চমৎকার করেছেন। সবুজ মাঠ এবং ধান ও ভূট্টা ক্ষেতের ফটোগ্রাফি টাও বেশ ভালো ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গোপন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 5 months ago 

উৎসাহ মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখতে ও উপভোগ করতে দারুণ লাগে। এইরকম মনোরম পরিবেশে কিছুক্ষণ সময় অতিক্রম করলে খুবই ভালো লাগবে।আপনি দারুণ ভাবে প্রাকৃতিক ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করছেন। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago (edited)

আপনার দোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ। সত্যি আপু এরকম প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে খুবই ভালো লাগে আমার। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফির মধ্যে সরিষা ফুলের অসাধারণ সুন্দর দৃশ্যের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। ঔ অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপু আমিও মনে করি প্রকৃতি এতো সুন্দর বলেই হয়তো আমরা এমন সুন্দর মানবজনম কে উপভোক করছি ৷ যা সৃষ্টিকর্তার নিকট লাখো লাখো শ্রদ্ধা জানাই ৷ আপনি দেখি বাস্তব প্রকৃতি কে তুলে ধরেছেন আজকের ব্লগে ৷ প্রতিটি ফটোগ্রাফ ছিল দেখার মতো ৷ সবুজ প্রকৃতি গ্রামীন জীবন সবমিলে প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর করে তুলেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপু আজকে দারুন একটি ফটোগ্রাফি ব্লগ উপহার দেওয়ার জন্য ৷

 5 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

 5 months ago 

আসলেই এত রোদের মধ্যে রোজা রেখে কাজ করা বেশ কষ্টকর।আপু আপনার করা প্রকৃতির ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর। সরিষা ফুল গুলো দেখতে বেশ ভালো লাগছে।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

আপু খুবই চমৎকারভাবে প্রকৃতির কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে। কারন প্রকৃতি তো রূপের সমাহার।

 5 months ago 

আমার করা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 5 months ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখলে মনের ভেতর আলাদা রকম আনন্দ কাজ করে। আপনি আজকে বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে প্রতিটি ফটোগ্ৰাফী সংগ্ৰহ করেছেন। আপনি দক্ষতার সাথে প্রতিটি ফটোগ্ৰাফী আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন।

 5 months ago 

সবুজ প্রকৃতির ফটোগ্রাফি হলে আসলে দেখার চেষ্টা করি। শহরের বন্দী এই জীবনে সবুজ প্রকৃতির বড্ড অভাব।আপনি আজ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বেশী ভালো লেগেছে সরিষা ক্ষেত,ধান ক্ষেত আর রাস্তা ও বৃক্ষ।সত্যিই আল্লাহর এই অপরুপ সৃষ্টি এই প্রকৃতির সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

গঠনমূলক মন্তব্য করে কাজে গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

প্রকৃতির এরকম অপরূপ দৃশ্য দেখতে কার না ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে সব সময় মুগ্ধ করে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে আপু। বিশেষ করে সরিষা ক্ষেত এবং রাস্তাগুলোর ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আপু দারুন কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

সব সময় চেষ্টা করি প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

বর্তমান সময়ে রোধের প্রচন্ড তাপ। এ সময় রোজাদার গন বেশ কষ্টের মধ্য দিয়ে দিন পার করছে। যাহোক আপনি আজকে প্রাকৃতির কিছু ফটোগ্রাফি করেছেন প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি। এত সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 60157.45
ETH 2345.98
USDT 1.00
SBD 2.47