রেসিপি ||| আমড়া ও জলপাই এর আচার ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা। আশা রাখছি আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা সবার পরিবারকে নিয়ে সুস্থভাবে দিনযাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

received_655372769515431.jpeg

আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপির নাম "আমড়া ও জলপাই এর আচার"। আচার পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া অনেক কষ্টের ব্যাপার। কম বেশি সকলেই এটি পছন্দ করে। তবে স্বাদের ব্যাপারটা আলাদা কেউ টক পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে আবার কেউ ঝাল পছন্দ করে।আচারের কথা বললেই চোখে মুখে অন্য রকম একটা অনুভূতি চলে আসে এবং জিভে চলে আসে জল। আমরাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি'ও জলপাইয়েও ভিটামিন সি রয়েছে। এখন সময়টা শীতও নয় গরমও নয়।বলা চলে নাতিশীতোষ্ণ। তবে এই সময়টা অনেক ভালো লাগে।শীতের সময় আমরা ভিটামিন সি এর অভাবে নানারকম অসুস্থায় ভুগি।দেশি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং এই ভিটামিন সি জাতীয় ফল আমরা যদি খাই আমাদের মুখে অনেক রকমের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আর শীতের সময় শারীরে বা স্ক্রিনে অনেক সমস্যা হয় তা আমরা ঘরোয়া টুটকার মাধ্যমেও সেরে নিতে পারি।চলুন আর কথা না বাড়িয়ে আমি "আমড়া ও জলপাই এর আচার" টি কিভাবে বানিয়েছি তার সমস্ত প্রস্তুত প্রণালি দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ

১। আমড়া।
২।জলপাই।
৩।গুড়।
৪।রসুন।
৫।শুকনা মরিচ।
৬।পাচফোরন মসলা।
৭।সরিষা।
৮।সরিষার তৈল
৯।হলুদ গুড়ো।
১০।সাদা এলাচ।
received_500533488603273.jpeg

received_1197957767435191.jpegreceived_5464157247030782.jpeg
received_648787939960558.jpegreceived_3293300164277658.jpeg
received_665347134962789.jpegreceived_3255951308003399.jpeg
received_827074895407019.jpegreceived_460993739369230.jpeg

প্রস্তুত প্রণালী

পথম ধাপ

received_826638191706669.jpeg

আমড়া গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_2678184012316488.jpeg

এবার পরিষ্কার করে ধুয়ে এসে এই ধুয়া আমড়া গুলো ছিলে ছোট ছোট অংশ করে কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_639484681201502.jpegreceived_531431998316471.jpeg

জলপাই পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ।

চতুর্থ ধাপ

received_443433314595976.jpeg

রসুনের খোসা ছিলে রসুন গুলোকে থেঁতলে নিয়েছি ।

পঞ্চম ধাপ

received_691234862100155.jpeg

পাঁচফোরন মসলা গুলোকে ভেঁজে শিলপাটায় সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি ।

ষষ্ঠ ধাপ

received_819300005782105.jpeg

শুকনা মরিচ ভেঁজে গুঁড়া করে নিয়েছি।

সপ্তম ধাপ

received_1185763768643767.jpeg

সরিষা ভেঁজে গুঁড়া করে নিয়েছি।

অষ্টম ধাপ

received_838094160960619.jpegreceived_5328029837309381.jpeg
received_832365627894260.jpegreceived_900446534271902.jpeg

received_1001335581266785.jpeg

এবার কড়াই এর ভিতর সরিষা তৈল দিয়ে, রসুন কুচি,পাঁচ ফোড়ন মসলাগুঁড়া, সরিষা গুড়ো,শুকনা মরিচ গুঁড়ো গুড়,আমড়া ও জলপাই সব উপকরণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

নবম ধাপ

received_1219555588619560.jpegreceived_780200296569619.jpeg

received_2941854529442263.jpeg

কিছুক্ষণ পর ঢাকনা টি উঠে যখন দেখতে পেলাম আমার আচারের রস গুলো শুকিয়ে গিয়েছে এবং আচারটা আঠালো আঠালো হয়ে গিয়েছে ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার "আমড়া ও জলপাই এর আচার"টা হয়ে গিয়েছে।এবার "আমড়া ও জলপাই এর আচার"এর একটি ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।

বিষয়ঃ- রেসিপি "আমড়া ও জলপাই এর আচার"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার রেসিপি পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

আচার দেখে জিবে যে জলে ভরে গেলো আপু।আমরার কথা শুনলে এমনিতেই জিব জলে ভরে যায় তার উপর অসাধারন আচার।দারুন ভাবে গুছিয়ে শেয়ার করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

না শীত না গরম এই সময় টা বেশ অস্বস্তিকর লাগে আমার কাছে। আমড়া জলপাই দুইটাই টক ঠিক আছে। কিন্তু এই দুইটার সম্বলিত আচার কখনো খাইনি। আচার কিন্তু আমার অনেক পছন্দের। আচার টা দারুণ লাগছে কালারটা সুন্দর আসছে। ধন্যবাদ আপু আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন ভাই।

 2 years ago 

আচার দেখলেই জিভে জল চলে আসে। বোঝাই যাচ্ছে জলপাই ও আমড়ার মিশ্রিত এই আচারটি ভীষণ মজাদার হয়েছে। টক, ঝাল ,মিষ্টি আচারগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি কখনোই নিজে আচার তৈরি করে খাইনি। তবে আপনি খুব সহজেই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অবশ্যই একবার এমন আচার তৈরি করার চেষ্টা করব।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আচার পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে খুবই কম। আমড়াও জলপাইয়ের আচারের নতুন একটি রেসিপি দেখলাম আপু। আমড়াও জলপাই আলাদা আলাদা আচার খেয়েছি। কিন্তু একসাথে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে তো জিভে জল চলে এসেছে। একদিন তৈরি করব বাসায়।অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আচার সে-তো খুবই লোভনীয় একটি খাবার এই জিনিস কি পছন্দ না করে পারা যায় আপু বলেন, জলপাই ও আমড়া দু’টোই বেশ পছন্দ করি। দু'টো একসাথে কখনো আচার বানানো হয়নি।আমড়া এমনিতেই খাই কিন্তু কখনো আচার বানিয়ে খাইনি আশাকরি দু'টো একসাথে মিলে বেশ ভালোই সুস্বাদু হয়েছিল? দেখতে খুবই সুন্দর লাগছে। সুন্দর এবং লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে দেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

আমড়া এবং জলপাইয়ের আচার দেখে তো লোভ সামলাতে পারছি না। দেখে জিভে জল চলে আসলো দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। খুবই লোভ নিয়ে একটি রেসিপি শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

আপু আপনার আচার দেখে জিভে জল চলে আসলো।আমড়া আর জলপাই মিক্সড করে কখনো আচার খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর ভাবে আচার তৈরি করেছেন তা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আমার কাছে ঘরে তৈরি এই আচার খেতে অনেক ভালো লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

এই ধরনের আচার দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। সরিষার তেলের মধ্যে আচার রাখলে অনেক দিন সংরক্ষণ করা যায় ‌। আপনি আচারের সকল উপাদান ঠিকমত দিয়েছেন দেখে মনে হচ্ছে নিশ্চয়ই অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে । এতো সুন্দর আমড়া ও জলপাই এর আচারের রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

জি ভাই অনেক মজার ছিল।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আমড়া ও জলপাইয়ে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমড়া ও জলপাই এর চমৎকার একটি রেসিপি আমাদের সামনে তুলে ধরেছেন। দেখেই তো জিভে জল চলে এসেছে। খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে ।প্রতিটি ধাপ বেশ ভালো ছিল, দেখে শিখে নিতে পারলাম। আমি একদিন তৈরি করবো নিশ্চয়ই ।ধন্যবাদ।

 2 years ago 

আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া আপু।

 2 years ago 

যদিও আচার খুব একটা পছন্দ না তবে জলপাই আর আমড়ার সমন্বয়ে আচার মেয়েদের অনেক পছন্দ এতে কোন সন্দেহ নেই। কিভাবে আচার তৈরি করতে হয় তার ধাপগুলো পর্যায়ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60836.32
ETH 2449.94
USDT 1.00
SBD 2.65