জেনারেল রাইটিং ||| অসৎ পথের অট্টালিকার চেয়ে, সৎ পথের কুঁড়ো ঘর ভালো।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

hut-6968718_1280.png
source

আমি আজ আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আজ আপনাদের মাঝে জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক।

সুন্দর এই পৃথিবী। সুন্দর তার চারপাশ ও মানুষ জন।সমাজে এই সুন্দর মানুষ জনের ভিতরে রয়েছে রকমারি মন। প্রত্যেকটি মানুষের মনের ভাব অনুভূতি আবেগ একরকম নয়। তাইতো এক একটি মানুষের চাহিদা একেক রকম হয়ে থাকে। এই সুন্দর পৃথিবীতে অনেকের ইচ্ছে সোনার সেই রাজ মহলে থাকা। বিলাসিতা করে দিন যাপন করা। আবার অনেকের চাহিদা মাথা গুজার একটি ঠাই।কোন রকমে ডাল ভাত খেয়ে বেঁচে থাকা । আর এখানেই রয়েছে মানুষের চাহিদার পার্থক্য। যার চাহিদা বেশি উচ্চ আসা অনেক বেশি সে দিনে দিনে কিভাবে সম্পদের পাহাড় গড়বে সেই চিন্তায় মগ্ন থাকে।

এই চাহিদা ও লোভ লালসার যেন শেষ নেই। দিনের পর দিন মাসের পর মাস তারা কিভাবে কালো টাকায় পাহাড় গড়বে তা নিয়ে যেন তাদের কল্পনার শেষ নেই। কারণ তারা যে কোনো কিছুর বিনিময়ে নিজেকে এই সমাজের সবথেকে উচ্চপদস্থ লোক হিসেবে দেখতে চায়। আর এই জন্য তারা সেই হতদরিদ্র মানুষের রক্ত চুষতেও কোন দ্বিধাবোধ করে না। লোভ লালসা এমন জিনিস যেটা শুধু দিনে দিনে বেড়েই চলে। সেখান থেকে বেরিয়ে আসতে পারে না।কারণ তার মধ্যে রয়েছে প্রচুর পরিমান লোভ আর সাধারণ জনগণ ও হতদরিদ্র মানুষের রক্ত চোষা তার স্বভাব।

যে স্বভাবে লোভী ব্যক্তিটি গড়ে ওঠে সে সেই স্বভাবেই পরিণত হয়। কারণ তার রক্তে ঢুকে গেছে অসৎ পয়সা। অসৎভাবে চলা ও অসৎ ভাবে উপার্জন করা যেন তার নিত্যদিনের কাজ। সে পিছু ফিরে কখনো দেখেনা অসহায় দরিদ্র মানুষটি কিভাবে চলছে। বরং তার পাশে যদি কোন দরিদ্র লোক থাকে তার কাছ থেকে সে টিপসই দিয়ে বা অন্য কোন অজুহাতে সেই হতদরিদ্র মানুষটির পেটে লাথি দিয়ে সেখান থেকে তাকে ফেলে দিতে দ্বিধাবোধ করে না। লোভ ও অসৎ পন্থা একটি মানুষের জীবনকে হয়তো কিছুদিন ভালো রাখতে পারে। বিলাসিতায় সে জিবন যাপন করতে পারে। তার অনেক কিছু থাকতে পারে কিন্তু একটি সময় এই অসৎ ভাবে উপার্জন করা অর্থগুলোর হিসাব সৃষ্টিকর্তা নেবেন।

কারণ এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সুবিধার জন্য প্রত্যেকটি জিনিস এই পৃথিবীতে দিয়েছেন ভোগ করার জন্য। আর এই ভোগ করার জিনিসগুলোরও হিসাব একদিন সৃষ্টিকর্তা নেবেন। অসতভাবে কিছু অর্জন করার চেয়ে আমি মনে করি দিন মজুরের মতো ডাল ভাত খেয়ে সম্মান নিয়ে বেঁচে থাকা ভালো। সম্মান এমন একটি জিনিস যেটা কিনতে পাওয়া যায় না।আবার বর্তমান সময়ে টাকার জোরে সম্মান কেনাবেচাও হচ্ছে। টাকার জোর তো অনেকের আছে কিন্তু কোথায় আজ তাদের সম্মান।

তিন চাকার সেই রিক্সা চালক বৃদ্ধ লোকটি যখন রাস্তায় সারাদিন খেটে পরিশ্রমে ঘেমে কিছু অর্থ উপার্জন করে নিয়ে আসে এবং পরিবারকে নিয়ে তৃপ্তি সহকারে এক বেলা খেতে পায় সেটাই মনে করি আমি সৎ ভাবে উপার্জন। দশ জনকে মেরে সেই রক্ত চুষে অর্থ উপার্জন করার চেয়ে না খেয়ে পড়ে থাকা অনেক ভালো।আসলে আমরা সবাই ভুলে যাই আমরা এই পৃথিবীতে এসেছি মাত্র দুদিনের জন্য। এই দুদিনের দুনিয়া টিকে থাকার জন্য আমাদের যুদ্ধের যেন শেষ নেই। কেউ যুদ্ধ করে হারছে আবার কেউ যুদ্ধ করে জিতে।এইতো এই দুনিয়ার খেলা। লোভ লালসা যেন বেড়েই চলছে। কিন্তু অতিরিক্ত লোভ লালসাও ঠিক না। আমাদের সবাইকে সবার জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করে কাজ করতে হবে।আর মানুষ মানুষের জন্য এই কথাটি সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আসবে কি সুষ্ঠু সমাজ ও থাকবে সবার সুন্দর একটি মন।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHvi...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

Sort:  
 2 months ago 

সৎ পথে অল্প কিছু উপার্জন করতে পারলে, সেই উপার্জনের মধ্যে সুখ রয়েছে। কিন্তু অসৎ পথ অবলম্বন করে কোটি টাকা উপার্জন করলে ও সেই টাকা দিয়ে সুখ হয় না। আপনি আজকে খুবই সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। আপনার লেখা প্রতিটি লাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

কোথায় আছে কষ্টের ফল মিঠা হয়। অসৎ পথে যা কিছু উপার্জন হয় তার লাভ ক্ষতির হিসেবে এই জনমে হয়ে যায়৷

আপনি জেনারেল রাইটিং পড়ি খুবই ভালো লাগলো। সত্যিই তো লোভ লালসা আর চাহিদা এগুলো যেন শেষই হয় না। একটা চাহিদা মিটলে আরেকটা চাহিদা তৈরি হয়। অনেকেই আছে সোজা পথে না পেলে বাঁকা পথ ধরে। কিন্তু সে যে কত ক্ষতিকারক তা হয়তো বোঝে হয়তো বোঝেনা ।

ভালো থাকবেন। আশপাশের মানুষ যতজনকে পারবেন আপনার এই সুন্দর মনের শিক্ষায় শিক্ষিত করে তুলবেন এই কামনাই করি।

 2 months ago 

অনেক সুন্দর গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

 2 months ago 

আজকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। তবে আমি আপনার পোষ্টের সাথে একমত। অসৎ পথের অট্টালিকার চেয়ে সৎ পথে কুঁড়েঘর অনেক গুণ উত্তম। যেমন রিক্সাওয়ালা সৎ পথে ইনকাম করে পরিবারকে নিয়ে খুব সুখেই খাওয়া-দাওয়া করে থাকে। আর অসৎ পথে লোকগুলো সারাক্ষণ চিন্তা থাকে কিভাবে টাকা ইনকাম করবে। এবং ঠিকমতো তাদের ঘুম ও হয় না রাত্রে। খুব সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

মুখে আমরা সবাই এই কথাটাই বলি কিন্তু অন্তর থেকে সবাই ভালো কিছুই আশা করে। সৎ পথে থেকে মানুষ আর ভালো থাকতে পারছে না। কারন মানুষকে চাহিদা অনেক বেড়ে গেছে। কিন্তু মানুষ এই কথা একবারও চিন্তা করে না এই জীবনে একদিন ফুরিয়ে যাবে অসৎ ভাবে ইনকাম করে দুনিয়াবী জীবন সুন্দর করতে পারলেও পরবর্তী জীবনের রয়েছে অসহনীয় কষ্ট।

 2 months ago 

গঠনমূলক মন্তব্য করে উৎস দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

শুকরিয়া আপু।

 2 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি এবং এই পোস্টের সাথে আমি একমত পোষন করছি। কারণ অসৎ পথে আমরা যত কিছুই অর্জন করি না কেন তা ক্ষণিক সময়ের জন্য। তা নিয়ে আমাদের অনেক চিন্তা থাকে যে আমরা এই সম্পদ অট্টালিকা সবকিছু অসৎ পথে অবলম্বন করে তৈরি করেছি, এগুলো হয়তো একদিন থাকবে না৷ তবে যদি আমরা সৎপথে টাকা অর্জন করে কোন কিছু করতে পারি তাহলে তার প্রতি আমাদের আর কোন টেনশন থাকে না এবং সব সময়ই তা নিয়ে সুখে শান্তিতে বসবাস করা যায়৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 2 months ago 

সুন্দর মন্তব্য করে লেখার আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

একজন হত দরিদ্র যখন রিকশা চালিয়ে এসে তার পরিবারের মুখে ডাল ভাত তুলে দেয়, আমার কাছেও সেটাই মনে হয় যে এই কাজটা অনেকটাই সুখের। কিন্তু যারা অন্যের রক্ত চুষে বা অন্যের ক্ষতি করে কালো টাকা উপার্জন করে, তারা যদি সোনার থালাতেও ভাত খায় সেটা অপরাধ। তাছাড়া গরিবদের উপর উচ্চবিত্তদের অত্যাচার সেই তো প্রথম থেকেই হয়ে আসছে। আসলে অসৎ পথে টাকা উপার্জন করে কখনো সুখে থাকা যায় না। তার পরিবর্তে সৎ পথে সামান্য টাকা উপার্জন করেও শান্তিতে ঘুমানো যায়, সেটা তো ঠিক কথা। সত্যিই খুব ভালো লাগলো আপু আপনার পোস্টটি পড়ে।

 2 months ago 

দাদা আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার সঙ্গে আমি একমত।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65941.36
ETH 2622.37
USDT 1.00
SBD 2.67