You are viewing a single comment's thread from:
RE: বাংলা ভাষার কিছু অপ্রচলিত শিশু ছড়া
দাদা সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হচ্ছে। তার সাথে মানুষের মন আর মানুষের চলাফেরা সব কিছুর পরিবর্তন হচ্ছে। আর সাথে আমাদের সেইসব ছোট বেলার ছোট ছোট সব ছড়া গুলো। এই ছড়া গুলো দেখলেই যেনও মনে পড়ে যায় শৈশবের কথা।আর এমন ছড়া গুলো পড়িয়ে খাবার খাওয়াতো আর ঘুম পাড়াতো আম্মু।
এক যে রাজা, সে খায় খাজা,
তার যে রাণী সে খায় ফেণী,
তার যে বেটা, সে খায় পাঁঠা,
তার যে বৌ, সে খায় মৌ,
তার যে ঝি, সে খায় ঘি,
তার যে চাকর, সে খায় পাঁপর,
আর দেয় ঘুম।
তালগাছ পড়ে— দুম্ !"
শৈশবে এই ছড়া টা অনেক পছন্দের ছিলও।আর অনেক আনন্দের সাথে পড়তাম। দাদা হাট্টিমাটিম টিম এর বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পেরে ভালো লেগেছে।
এই ছড়াটিও দারুন লাগলো দাদা। যদিও এর আগে কখনো এই ছড়া শুনিনি। তবে আজকে প্রথমবার ছড়াটি পড়ে ভালো লেগেছে।