🥦পটল দিয়ে সুস্বাদু সিলভার কার্প মাছের রেসিপি🥦।💐প্রিয়@shy-fox 10% beneficiary।💐

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম
আমার প্রিয় ব্লগবাসী সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন। আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

Picsart_22-06-12_21-53-05-874.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। পটল দিয়ে সুস্বাদু সিলভার কার্প মাছের
রেসিপি নিয়ে।পটল আমি আগে তেমন একটা পছন্দ করতাম না। এখন মোটামুটি ভালো লাগে পটল।আর পটল আমার মোটামুটি ভালো লাগার কারণ হলো পটলে অনেক বিচি থাকে। খাওয়ার সময় কামড়ে পড়লে একদম বাজে লাগে তাই। আজকের পটল রেসিপি আমি একটু ভিন্ন ভাবে তৈরি করেছি যা খেতে অসম্ভব মজাদার হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।আপনাদের সাথে শেয়ার করবো না তা কখনো কি হয় বলুন?যাক চলুন তাহলে শুরু করি আজকের মজাদার রেসিপি।

পটল দিয়ে সুস্বাদু সিলভার কার্প মাছের রেসিপি।

IMG_20220612_183110.jpg

উপকরণ সমূহপরিমাণ
১.পটল২০০ গ্রাম।
২.টমেটোএকটি।
৩.সিলভার কার্প মাছচার পিস।
৪.পেঁয়াজতিনটি।
৫.ধনিয়াপাতাপরিমাণ মতো।
৬.রসুন বাটাএক চামচ।
৭.শুকনো মরিচ গুঁড়োতিন চামচ।
৮.হলুদ গুঁড়োদুই চামচ।
৯.জিরা গুঁড়োএক চামচ।
১০.ধনিয়া গুঁড়োএক চামচ।
১১.লবণস্বাদমতো।
১২.সয়াবিন তেল, পরিমাণ মতো।

IMG_20220612_182407.jpg

প্রস্তুত প্রণালী

IMG_20220612_182637.jpg

প্রথম ধাপ

IMG_20220612_182603.jpg

প্রথমে পটলের খোসা ছাড়িয়ে দুই টুকরো করে কেটে নিবো । এরপর পটল গুলো পরিষ্কার করে ধুয়ে নিবো।

দ্বিতীয় ধাপ

IMG_20220612_182621.jpg

এখন আগে থেকেই কেটে রাখা সিলভার কার্প মাছের টুকরো গুলো নিয়ে নিবো। এরপর আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম।

তৃতীয় ধাপ

IMG_20220612_182506.jpg

IMG_20220612_182523.jpg

এবার আমি পেঁয়াজ এর খোসা ছাড়িয়ে নিলাম। এরপর পেঁয়াজ, টমেটো ও ধনিয়াপাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিবো। টমেটো টুকরো করে কেটে পেঁয়াজ ও ধনিয়াপাতা কুচি করে কেটে নিলাম।

চতুর্থ ধাপ

IMG_20220612_182545.jpg

একটি থালায় শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রসুনবাটা ও লবণ নিয়ে নিবো।

পঞ্চম ধাপ

IMG_20220612_182637.jpg

IMG_20220612_182654.jpg

IMG_20220612_182714.jpg

এখন একটি থালায় পটল ও মাছ নিয়ে নিবো। এরপর অল্প শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ নিয়ে ভালো করে মাখিয়ে নিবো।

চলুন তাহলে মূল রেসিপি তে।

ষষ্ঠ ধাপ

IMG_20220612_182730.jpg

IMG_20220612_182750.jpg

চুলায় একটি করিয়া বসিয়ে সয়াবিন তেল দিয়ে তেল গরম করে মাছ গুলো দিয়ে দিবো। এরপর মাছ গুলো ভালো করে ভাজা হলে একটি থালায় নিয়ে নিবো।

সপ্তম ধাপ

IMG_20220612_182821.jpg

IMG_20220612_182838.jpg

এখন মাছ ভাজা করিয়া তে আবার পটল টুকরো গুলো লাল করে ভেজে এক সাথে নামিয়ে রাখি।

অষ্টম ধাপ

IMG_20220612_182855.jpg

মাছ ও পটল ভাজা করিয়া তে এখন আমি আবার রান্না করবো। এখন পেঁয়াজ কুচি গুলো তেলে দিয়ে দিবো।

নবম ধাপ

IMG_20220612_182912.jpg

IMG_20220612_182928.jpg

এখন পেঁয়াজ কুচি গুলো ভাজা হলে চুলার আগুন টা কমিয়ে এবার আমি রসুনবাটা, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লবণ দিয়ে ৩০ সেকেন্ড ভেজে এক কাপ পরিমাণ পানি দিয়ে মসলা কষিয়ে নিবো।

দশম ধাপ

IMG_20220612_182948.jpg

IMG_20220612_183016.jpg

এখন মসলার সাথে পটল ভাজা গুলো দুই মিনিট কষিয়ে নিবো। দুই মিনিট পর পরিমাণ মতো পানি দিয়ে টমেটো টুকরো গুলো দিয়ে দিব।

একাদশ ধাপ

IMG_20220612_183034.jpg

এখন এক মিনিট জ্বাল হলে এখন আমি ভেজে রাখা মাছের টুকরো গুলো দিয়ে দিব।

দ্বাদশ ধাপ

IMG_20220612_183052.jpg

IMG_20220612_183110.jpg

এখন রেসিপি টা সম্পন্ন হয়ে এলে আমি ধনিয়াপাতা কুচি গুলো দিয়ে দিব।এক মিনিট জ্বাল করে লবণ টেস্ট করে আমি চুলার আগুন টা বন্ধ করে দিব।

IMG_20220612_183220.jpg

IMG_20220612_183148.jpg

IMG_20220612_183129.jpg

এখন পরিবেশনের জন্য একটি থালায় সুস্পষ্ট পটল দিয়ে সিলভার কার্প মাছের রেসিপি নিয়ে নিলাম। খেতে অসম্ভব মজাদার হয়েছে। তবে প্রচুর পরিমানে ঝাল হয়েছে। আমার জন্য একদম ঠিক ছিল।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে।

আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, ভাল থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাই কে। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🙏🙏

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

পটল আসলে খেতে আমার কাছে খুব ভালোই লাগে। এই সবজি টা আমার অনেক পছন্দের। আজকে আপনি পটল দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি করেছেন আপনি খেতে খুব মজা হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে।

 2 years ago 

সবজি হিসেবে পটল আমার অত্যন্ত প্রিয় একটি সবজির । আপনি পটল দিয়েন সিলভার কার্প মাছের রান্না করেছেন । দেখে বেশ আকর্ষণীয় লাগছে আপনার রেসিপি গুলো সব সময় অনেক ভালো লাগে । পরিবেশন অনেক সুন্দর হয় ধন্যবাদ আপু ।

 2 years ago 

আপু আপনার তৈরি রেসিপিটির কালার দারুন এসেছে। যার কারণে রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনার তৈরি রেসিপি তে আপনি পটল গুলোকে মাছের সাথে ভেজে নিয়ে রেসিপি তৈরি করেছেন। এভাবে পটল দিয়ে সিলভার কার্প মাছ রেসিপি তৈরি করলে খেতে নিশ্চয়ই অনেক অনেক সুস্বাদু হবে। আপনার রন্ধনপ্রণালী টা সুন্দর উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

পটল কখনো আলাদা ভাজি করে রান্না করিনি। আপনার এই পোস্ট কিছু ভিন্নধর্মী ছিল। আপনার পোস্ট দেখে আমি কিছু শিখতে পারলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার পটল রান্নার রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। আপনি খুব সুন্দর করে পটল এবং মাছ ভাজি করে রান্না করেছেন। তাই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। আপনার তরকারির কালার টা খুব সুন্দর লাগছে আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পটলের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

পটল দিয়ে সুস্বাদু সিলভার কার্প মাছের রেসিপি দেখে তো লোভ সামলানো মুশকিল। অনেক দিন হয়ে গেলো খাওয়া হয়না। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

খাওয়ার সময় কামড়ে পড়লে একদম বাজে লাগে তাই।

এই জিনিসটি আমার খুব বিরক্ত লাগে। আপনি খুব সুন্দর ভাবে পটলের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও আমি এই সবজি টি তেমন একটা খাই না। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। কালার টা বেশ লোভনীয় লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

পটল সবারই প্রিয়, তবে আপনার সাথে আমিও একমত মাঝে মাঝে বিচি গুলোতে কামড় পরলে আমারও একটু বাজে লাগে, যাইহোক আপনার পটল দিয়ে সুস্বাদু সিলভার কার্প মাছের রেসিপি আমার খুবই ভালো লেগেছে, এবং অনেক সুন্দর করে ধাপে ধাপে রান্না করেছে, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন পটলের বিসি খুবই বিরক্ত কর। খাওয়ার সময় এটি দেখলে আমার ভালো লাগে না খেতে। শুরু থেকে আপনার খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ভীষণ ভাল লেগেছে আপনার উপস্থাপনা। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60202.34
ETH 2423.33
USDT 1.00
SBD 2.43