কোনো ঝামেলা ছাড়াই সুস্বাদু লেবুর আচার রেসিপি। ইউনিক]।।10% beneficiary to @shy-fox।।
আসসালামু আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ।
সবার প্রথমে আমি আমার বাংলা ব্লক কমিউনিটিকে অনেক ধন্যবাদ জানাই। শুধু মাএ এই কারণেই যে এখানে আমি আমার মাতৃভাষা বাংলায় মতামত প্রকাশ করতে পারছি।
এবং স্বাধীনভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি এক মাএ আমার বাংলা ব্লগের জন্য। দুআ করি ইনশাআল্লাহ আমার বাংলা ব্লগ একদিন অনেক দূর এগিয়ে যাবে।
আর এই বাংলা ব্লগের সব থেকে বেশি অবদান যার সে হলো আমাদের প্রিয় দাদা।
অনেক দুআ ও শুভকামনা প্রিয় দাদা, বৌদি ও টিনটিন বাবুর জন্য,সব সময় যেনও সুস্থ থাকেন ভালো থাকেন এই দুআ করি।
আজকে আমি আপনাদের মাঝে আবার চলে এলাম ইউনিক একটি রেসিপি নিয়ে। লেবু দিয়ে আচার রেসিপি। প্রথমেই বলে নিবো আমি প্রচুর পরিমাণে ঝাল খাই,তাই আমি এই আচারে অনেক ঝাল দিয়েছি। আর এই আচারে ঝাল বেশি না দিলে মজাও লাগবে না।
এই আচারটা এতো মজাদার এতো মজাদার না খেলে বুঝতেই পারবেন না।লেবু পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, আর এই লেবুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন "সি"।এই আচার দিয়ে কচু শাকের সাথে খেতে অনেক টেস্টি লাগে।
আবার এই আচার দিয়ে মাংস দিয়ে খেতেও অনেক
মজাদার লাগে। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকের ইউনিক লেবুর আচার রেসিপি।
উপকরণঃ-
লেবু ছয়টি।
সরিষার তেল ২০০ মিলি।
পাঁচফোড়ন দুই চামচ।
শুকনো মরিচ ছয়টি।
রসুন একটি।
কাঁচের জার একটি।
শুকনো মরিচ গুঁড়ো চার চামচ।
হলুদ গুঁড়ো দুই চামচ।
লবণ তিন চামচ।
প্রস্তুত প্রণালীঃ-
১/প্রথমে লেবু নিয়ে পানিতে ভিজিয়ে ভালো ভাবে ধুয়ে নিলাম।
২/এরপর লেবুর উপরের পানি গুলো ভালো ভাবে মুছে ফেলি এখন বটির সাহায্যে একটি লেবুর ছয়টি টুকরো করে কেটে নিবো সব গুলো লেবু।
৩/এখন চুলায় একটি প্যান বসিয়ে গরম এতে পাঁচফোড়ন গুলো এক মিনিট ভেজে নামিয়ে রাখি।
৪/এরপর একটি হাম্বুল দিস্তা নিয়ে নিবো, হাম্বুল দিস্তায় পাঁচফোড়ন গুলো দিয়ে একটু গুড়ো করে নিবো।
৫/এবার একটি থালায় শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, রসুন টুকরো, ও লবণ নিয়ে নিবো।
৬/এখন প্রথমে টুকরো করে রাখা লেবু নিয়ে নিবো, এরপর লবণ, শুকনো মরিচ, রসুন,শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিবো।
৭/সব গুলো উপকরণ ভালো ভাবে মেখে নিবো দুই মিনিট।
৮/এবার মাখা হয়ে গেলে এতে গুড়ো করে রাখা পাঁচফোড়ন দিয়ে দিবো।
৯/পাঁচফোড়ন দিয়ে ভালো করে মেখে নিবো।
১০/ এবার কাঁচের জার নিয়ে ১০০ মিলি সরিষার তেল দিয়ে দিবো।
১১/এখন আচার টেস্ট করে কাঁচের জারে রেখে বাকি ১০০ মিলি সরিষার তেল দিয়ে দিবো।
এই আচার সাত দিন রোদে রাখবো,অথবা ফ্রিজে রেখে দিবো।
এখন তাহলে চলুন পরিবেশন করবো, পরিবেশের জন্য অল্প পরিমাণে আচার একটি বাটিতে নামিয়ে রাখি।
এরপর চারটি ধনিয়াপাতা গাছ নিচে দিয়ে এর সাথে লেবুর উপরের অংশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম।
লেবুর আচার যে এতো সুস্বাদু না খেলে বুঝতেই পারবেন না।
আশা করি আপনাদের ভালো লাগবে, কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ধন্যবাদ সবাইকে।
@santa14
আসলে লেবু খুবই পুষ্টিকর একটি জিনিস এবং এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো। আপনি লেবুর আচার রেসিপি তৈরি করেছেন। অনেক সুন্দর ভাবে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
ওয়াও আচার তাও আবার লেবুর 🍋 দেখেই জিভে জল চলে আসলো।লেবু আমার খুবই পছন্দের। আমি লেবুর সব কিছুই পছন্দ করি। আর আপনার আজকের লেবুর আঁচারটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর ভাবে লেবুর আঁচার রেসিপি শেয়ার করার জন্য। ভালো থাকবেন আপু।
জি আপু লেবুর আচার টা অনেক টেস্টি।
কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু।
খুবই চমৎকার করে আপনি লেবুর আচার তৈরি করেছেন যা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু আমার মনে একটি প্রশ্ন উদয় লেবু ও রসুন দুটোই কিন্তু কাঁচা এটা সংরক্ষণে ঠিক থাকবে তো??
আপনার রেসিপি টি আমার অনেক ভালো লেগেছে ভাবছি আমিও করবো♥♥
জি আপু ভালো থাকবে সাত দিন রোদ লাগালে এরপর ফ্রিজে রেখে দিলেই হবে।
লেবুর আচার দেওয়ার আগে লেবু গুলো ধুয়ে এরপর ভালো ভাবে লেবুর উপরের অংশ শুকিয়ে নিতে হবে। পানি যদি থাকে তাহলে আচার নষ্ট হয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।
সত্যি আপু খুব সুন্দর হয়েছে আপনার এ লেবুর আচারের রেসিপি। আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। আমি আগে কখনো লেবুর আচার খাইনি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আচারের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু কি বলেছেন বুঝি নাই 🤔🤔🤔
আপু ভুলে চলে গেছে
আপনার আচারের রেসিপি টা খুব সুন্দর হয়েছে
ভয়েস এ কমেন্ট করার আগে বানান চেক করে নিবেন। আপনার বানান ও বাক্যটি ও ভুল হয়েছে। বাক্য ও বানান ঠিক করে নিন। @bdwomen
অনেক ধন্যবাদ ভাইয়া আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি আমার ভুল সংশোধন করে নিয়েছি। এরপর থেকে খুব সাবধানে লিখব যাতে কোন ভুল না হয়।
ওয়াও আপু চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি দেখে জিভে পানি আটকে রাখা যাচ্ছে না ।মনে হচ্ছে এখনই নিয়ে গরম গরম খিচুড়ি দিয়ে খেয়ে ফেলি। আমার কাছেখিচুড়ি দিয়ে যে কোন আচার খেতে খুবই মজা লাগে আর এই আচারটি দেখে মনে হচ্ছে টকটক খুবই মজার একটি খাবার ।আমি আগে কখনো লেবুর আচার খাইনি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার আচারটি। অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু।
অসাধারণ হয়েছে আপু আপনার আজকের রেসিপি। লেবুর আচার আমিও একবার বাসায় বানিয়ে ছিলাম। খুব ভালো লেগেছে। আপনার রেসিপি টি দেখে এখন আবার মনে পড়ে গেলো। অনেক ভালো ছিল রেসিপি এবং উপস্থাপন। তবে আপনি যদি একটু মার্কডাউন এর ব্যাবহার করেন তাহলে আপনার পোস্ট আরো বেশি সুন্দর হবে। শুভকামনা রইলো আপনার জন্য।
জি আপু আচার টা খেতে অনেক মজাদার লাগে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
আপু লেবু দিয়ে যে আচার হয় আগে জানতাম না। সত্যিই নতুন ইউনিক একটা পোস্ট দেখলাম আজকে। অনেক ভালো লাগলো। পাশাপাশি নতুন একটা রেসিপি শিখে গেলাম। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।
জি ভাইয়া লেবু দিয়েও আচার তৈরি করা যায়।
খেতে অনেক টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না ভাইয়া।
সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
লেবুরও আবার আচার হয়, আমি ত অবাক হয়ে যাচ্ছি। শান্তা আপু আপনার থেকে খুব ইউনিক একটা রেসিপি শিখলাম। আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানি না। তবে অনেক শুভকামনা রইল আপনার জন্যে।
জি আপু লেবুর আচার এতো এতো টেস্টি না খেয়ে বুঝতেই পারবেন আপু😋😋
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
শুভকামনা রইলো আপু আপনার জন্য 😍