আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৩৮🍂 DIY প্রোজেক্ট।মাটি দিয়ে তৈরি আমার বাংলা ব্লগের ২য় বর্ষপূর্তি।
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এই কয়েক দিন শরীল টা তেমন একটা ভালো ছিলও না।তাই আপনাদের মাঝে কোনো পোস্ট করতে পারিনি।এই বছর টা তে যেনও অসুস্থ ছাড়ছে না আমার পিছু।
আজকে আমি @santa14 আপনাদের মাঝে চলে এলাম। দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি DIY পোস্ট নিয়ে। মাটি দিয়ে তৈরি আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি।যদিও এটা তৈরি করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে তাও খুব ভালো লেগেছে। তবে শুকানোর পর ফেটে গিয়ে ছিলও আমি পাঁচ থেকে ছয়বার ঠিক করেছি। তারপরেও আবার ফেটে গিয়েছে😭।এরপর অনেক চেষ্টার পর এইরকম।
ভাবতেই কেমন জানি লাগছে এই কিছু দিন আগে প্রথম বর্ষ উদযাপন করলাম।আমি আমার বাংলা ব্লগে এসেছি আইরিন আপুর হাত ধরে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। আর এখন দেখতে দেখতে যেনও আবার দুই বছর হয়ে গেলো।আর আমার বাংলা ব্লগ যেনও নিজের একটি পরিবার। যেখানে সব সময় হাসি খুশি থাকা সবাই এক সাথে আনন্দ ভাগ করে নেওয়া। আলহামদুলিল্লাহ তবুও বলছি সব বাধা বিপদ পেড়িয়ে এখনো এখানেই থাকতে পেরেছি। @rme দাদার মতো মানুষ তো আসলেই খুঁজে পাওয়া অনেক কষ্টের।দাদা, ছোট দাদা এবং আরও এডমিন ও মডারেটর ভাইয়া আপুরা আমাদের প্রতি নিয়ত কষ্ট করে আমাদের গাইড করে যাচ্ছে। বলতে পারি আমাদের দাদা এবং তাদের পরিশ্রমে আমরা ভালো কিছু করছি ।বিশেষ করে আমাদের মেয়েদের জন্য চাকরি পাওয়া অনেক কষ্টের। আবার বাহিরে গিয়ে চাকরি করাটা ও সেইভ না।সেই জায়গা থেকে দাদা আমাদের জন্য আমার বাংলা ব্লগে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এখন আর নিজের হাত খরচ টা ছোট ভাই বা মায়ের কাছ থেকে চেয়ে নিতে হয় না।আমি জানি সেই জায়গা থেকে আমরা বাংলা ব্লগ হলো আমাদের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম। আর এখানেই রয়েছে সকলের ভালোবাসা আবেগ আর প্রতিদিনের সুখ দুঃখ।আমি সব সময় দুআ করি আমার এই পরিবারের মানুষ গুলো হাসি খুশি আর ভালো এবং সুস্থ থাকুক সব সময়।আচ্ছা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে DIY তৈরি করি মাটি দিয়ে তৈরি আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি।
১.জল রং।
২.রংতুলি।
৩.মোটা কাগজ।
৪.মাটি।
সবার প্রথমে আমি আমাদের উঠানের একটা কোণা থেকে কোদাল দিয়ে মাটি কেটে নিয়ে নিব। এরপর একটি প্লাস্টিকের বলে নিয়ে নিব।এরপর অল্প অল্প পানি দিয়ে মেখে মেখে মাটি নরম করে নিয়ে নিব।
এরপর প্রথমে আমি একটি নরম কাগজ নিয়ে ছিলাম তারপর আবার মোটা কাগজ নিয়ে নিব। এরপর মাটি লাগিয়ে লেপে নিয়ে নিব।
এখন আবার মাটি দিয়ে চার পাশে বাউন্ডারি দিয়ে দিব।
এই রকম ভাবে কাঁদা নিয়ে দুই হাতে চিকন করে নিবও।এরপর দুই লিখবো প্রথমে।
এখন সংক্ষেপে ২য় লিখে ঠিক একই ভাবে আবার র্ব দিয়ে দিব।
এবার এক এক করে কাঁদা দিয়ে লিখে নিয়ে নিব। এরপর চার কোণায় চারটি ফুলের মতো করে দিয়ে দিব।তারপর রোধে শুকাতে দিয়ে দিব। বেশি সময় লাগেনি শুকাতে।
আমি সকালে যখন বসি এইটা বানাতে তখন রোধ ছিলও না।বানাতে বানাতে রোধ একদম আমার উপরে চলে আসে🥵।
এখন প্রথমে শুকানোর পর আমি রোধ থেকে নিয়ে আসি।দেখে অনেক বেশি খারাপ লাগছে এতো বার ঠিক করেও ফেটে গিয়েছে🥹🥹।এরপর লাল জল রং দিয়ে খালি অংশের সব টা তে লাল রং করে নিয়ে নিব।
এবার নীল জল রং নিয়ে নিব। এরপর লিখা গুলো তে নীল রং করে দিয়ে দিব।
এবার বাউন্ডারি তে সবুজ করে নিয়ে নিব।
এখন সব শেষে রুমের জানালা বন্ধ করে নিবও প্রথমে।এরপর চারটি মোমবাতি জ্বালিয়ে কিছু সুন্দর করে ফটোগ্রাফি করে নিবও।
আমার কাছে সত্যি খুব ভালো লাগছে।আমিও আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কিছু একটা তৈরি করতে পেরেছি।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দারুন একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই জিনিসটা মাটি দিয়ে তৈরি করেছেন বলে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটি মাটির ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আপনার আইডিয়া দারুন ছিল। দেখে বোঝা যাচ্ছে এটি বানাতে খুবই কষ্ট হয়েছে।এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
মাটি দিয়ে খুব সুন্দর একটি কাজ করেছেন আপনি। কাদামাটি থাকা অবস্থায় বেশি ভালো লেগেছিল। রোদ বেশি হওয়ায় ফাটল ধরেছে। যাই হোক আপনার কাজটির প্রশংসা করতে হয়।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার আইডিয়াটা আমার কাছে একেবারে ইউনিক লেগেছে। মাটি দিয়ে চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এতো সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার পোস্টটি দেখেই বোঝা যাচ্ছে এটা করতে আপনার অনেক সময় লেগেছে। খুবই সুন্দর হয়েছে এটা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ পুর্তি উপলক্ষে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট সাজিয়ে উপস্থাপন করেছেন। আপনার এত সুন্দর একটি পোস্ট আমার খুবই ভালো লেগেছে। বাংলা ব্লগকে উইশ করে সুন্দর এই পোস্ট সাজানো দেখে আমি মুগ্ধ হয়েছি। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি।