মসুর ডাল ও টমেটো দিয়ে লাউ শাকের সুস্বাদু রেসিপি।। প্রিয়🌼@shy-fox 10% beneficiary🌼।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

Picsart_22-02-01_17-53-09-159.jpg

আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে হাজির আরো একটি পোস্ট নিয়ে। আজকে আমি কোনো diy পোস্ট করবো না। আজকে আমি আপনাদের মাঝে আমার প্রিয় একটি শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি।মসুর ডাল ও টমেটো দিয়ে লাউ শাকের সুস্বাদু রেসিপি। আমার কাছে সব শাক থেকে লাউশাক টা একটু বেশি পছন্দ। আর লাউ শাকে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন "সি"এবং আয়রন রয়েছে যা আমাদের শরীলে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে।লাউশাকের উপকারীতা বলে শেষ করা যাবে না।আমি এই লাউশাক রান্না রেসিপি টা শিখেছি আমার শাশুড়ীর কাছ থেকে।লাউশাক এইভাবে তৈরি করে খেতে খুব মজাদার লাগে। আশা করি আপনারাও আমার মতো লাউশাক খুব পছন্দ করেন। আর হ্যা এইভাবে তৈরি করে কখনো খেয়েছেন কি না জানাবেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকের রেসিপি তৈরি।

মসুর ডাল ও টমেটো দিয়ে লাউ শাকের রেসিপি

IMG_20220131_003358.jpg

উপকরণ সমূহপরিমাণ
১.লাউশাকপরিমাণ মতো।
২.মসুর ডালহাফ কাপ।
৩.টমেটোদুইটি।
৪.কাঁচা মরিচপরিমাণ মতো।
৫. ধনিয়াপাতাপরিমাণ মতো।
৬.পেঁয়াজছয়টি।
৭.আদা বাটাহাফ চামচ।
৮.রসুন বাটাএক চামচ।
৯.জিরা বাটাএক চামচ।
১০.শুকনো মরিচ গুঁড়োদুই চামচ।
১১.হলুদ গুঁড়োএক চামচ।
১২.লবণপরিমাণ মতো।
১৩. সয়াবিন তেলপরিমাণ মতো।

IMG_20220131_003905.jpg

IMG_20220131_003832.jpg

প্রস্তুত প্রণালীঃ

প্রথম ধাপ

IMG_20220131_003728.jpg

IMG_20220131_003713.jpg

প্রথমে আমি লাউশাক নিয়ে নিবো। এরপর লাউশাক পরিষ্কার করে কেটে নিবো পাতা ও ডাটা গুলো আলাদা করে নিয়ে ধুয়ে রাখি।

দ্বিতীয় ধাপ

IMG_20220131_003813.jpg

IMG_20220131_003755.jpg

IMG_20220131_003742.jpg

এবার একটি থালায় পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, ধনিয়াপাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিবো। এরপর টমেটো, পেঁয়াজ, ধনিয়াপাতা, কুচি করে কেটে নিয়ে কাঁচা মরিচ ফালি করে নিবো। আবার একটি বাটিতে মসুর ডাল ধুয়ে নিয়ে নিবো।

তৃতীয় ধাপ

IMG_20220131_003700.jpg

এখন একটি থালায় শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরা বাটা,রসুন বাটা,আদা বাটা ও লবণ নিয়ে নিবো।

চতুর্থ ধাপ

IMG_20220131_003642.jpg

IMG_20220131_003627.jpg

এখন চুলায় একটি করিয়া বসিয়ে তেল দিয়ে দিবো। এরপর এতে কুচি করে রাখা পেঁয়াজ গুলো দিয়ে ভেজে ধুয়ে রাখা মসুর ডাল গুলো দিয়ে দিবো ।

পঞ্চম ধাপ

IMG_20220131_003613.jpg

IMG_20220131_003555.jpg

IMG_20220131_003540.jpg

এবার পেঁয়াজর সাথে মসুর ডাল গুলো ভেজে এখন এতে সব গুলো মসলা দিয়ে দিবো। এরপর আগে থেকেই পানি গরম করে পানি দিয়ে দিবো এক কাপ পরিমাণ মতো, দিয়ে ভালো ভাবে নেড়ে এখন কাঁচা মরিচ ফালি দিয়ে দিবো।

ষষ্ঠ ধাপ

IMG_20220131_003522.jpg

IMG_20220131_003507.jpg

এখন মসুর ডাল একটু সিদ্ধ হয়ে এলে এতে আমি কেটে রাখা টমেটো টুকরো গুলো দিয়ে দিবো। এরপর প্রথমে লাউশাকের ডাটা গুলো দিয়ে কষিয়ে নিবো দুই মিনিট।

সপ্তম ধাপ

IMG_20220131_003450.jpg

IMG_20220131_003434.jpg

IMG_20220131_003414.jpg

এবার লাউ শাকের ডাটা গুলো কষানো হলে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো। এরপর কেটে রাখা লাউশাক গুলো দিয়ে রান্না করে নিবো।

অষ্টম ধাপ

IMG_20220131_003358.jpg

IMG_20220131_003338.jpg

এখন আমি লাউশাক আরো পাঁচ মিনিট রান্না করে নিয়েছি।এবার লবণ টেস্ট করে ধনিয়াপাতা কুচি দিয়ে চুলায় থেকে নামিয়ে রাখি।

আশা করি আমার আজের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন।পরিবেশনের জন্য একটি থালায় অল্প পরিমাণে নিয়ে নিলাম।

IMG_20220131_003316.jpg

IMG_20220131_003255.jpg

আজকে এখানেই শেষ আবার হাজির হবো নতুন কিছু নিয়ে।ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

মসুর ডাল ও টমেটো দিয়ে লাউ শাকের সুস্বাদু রেসিপি দেখে খুবই ভালো লাগলো। আপনি অসাধারণ ভাবে রেসিপি আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করেছেন। আমার কাছে আপনার উপস্থাপনা অনেক অনেক ভালো লেগেছে। আশা করি সব সময় আপনার কাছ থেকে নতুন নতুন রেসিপি দেখতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

মসুর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না খেয়েছি,কিন্তু লাউয়ের শাক দিয়ে মসুর ডাল রান্না কখনো খাওয়া হয় নি। আপনার রান্নাটা দেখতেই বেশ লোভনীয় দেখাচ্ছে আপু,সত্যিই খেতে ইচ্ছে করতেছে।খুব সুন্দর করে পুরো রান্নাটা উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপু একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

মসুরের ডাল দিয়ে লাউ শাকের রেসিপি টা খুবই ভালো হয়েছে। আপু ডাল দিয়ে কখনো শাক রান্না করিনি। আপনার এই ডাল দিয়ে শাক রান্নার পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লেগেছে। এভাবে একবার বাসায় রান্না করে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয়। মূল্যবান সময় দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

মসুর ডাল ও টমেটো দিয়ে লাউ শাকের রেসিপি খেতে অনেক মজা লাগে । আর আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় মনে হইতেছে । তাছাড়া ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

মূল্যবান সময় দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে মসুর ডাল ও টমেটো দিয়ে লাউ শাকের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন দেখে তো খেতে ইচ্ছা করছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকুন

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

মশুরের ডাল,টমাটো দিয়ে লাউশাকের চমৎকার রেসিপি তৈরি করেছেন। লাউশাক আমার দারুন প্রিয় খাবার। এর সাথে মশুর ডাল ও টমাটো দারুন কম্বিনেশন দেয়। খুব চমৎকার রান্না ছিলো।ধন্যবাদ, এমন লোভনীয় রেসিপি উপহার দেওয়ার জন্য, আমন্ত্রণ ও ভালবাসা রইলো শ্রদ্ধেয়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য।আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আমন্ত্রণ ও ভালবাসার দাবি নিয়ে পাশাপাশি থাকতে চাই। তবে রেসিপিটা কিন্তু দারুন ছিলো।শুভকামনা ;

 2 years ago 

আপু কি মজার বাঙালি খাবারের রেসিপি দিয়েছে। ছবি দেখে খেতে মন চাচ্ছে অসাধারণ একটি রেসিপি দিয়েছেন। মসুরের ডাল দিয়ে লাউ শাক রান্না করলে আসলেই মজা লাগে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মূল্যবান সময় দিয়ে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

লাউশাক আমার ভীষণ প্রিয় আর আপনি লাল শাক দিয়ে টমেটোর সাথে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপির সাথে দারুন উপস্থাপনা। শুভকামনা রইল আপনার জন্য।
ভাল থাকবেন।

 2 years ago 

জি ভাইয়া আমারও অনেক প্রিয় লাউশাক।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

আপু লাউ শাক আমার অনেক প্রিয়। আপনার রেসিপিটি আমার ভীষণ ভালো লেগেছে। বাসায় একদিন চেষ্টা করে দেখব। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

অবশ্যই ভাইয়া বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজাদার। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আহহহ্ এই তরকারি দিয়ে দুই প্লেট গরম ভাত খেয়ে নিতে পারবো আমি। আমার চিংড়ি ও ইলিশ বাদে বেশিরভাগ মাছ অপছন্দের। নিরামিষ তরকারি বেশি ভালো লাগে খেতে। আর লাউ শাক এমন ডাল দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। মনে হচ্ছে যে রান্নাটা আমার জন্যই করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু এত মজাদার রেসিপি এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য। ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে। অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

জি আপু আপনার জন্য রেসিপি টা তৈরি করেছি খেয়ে নেন আপু। খেতে অনেক টেস্টি আমার কাছেও অনেক ভালো লাগে।আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45