পোস্টার রঙ দিয়ে সুন্দর একটি ইমোজি চিত্র অংকন🎨প্রিয়@shy-fox 10% beneficiary।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম

Picsart_22-02-05_20-07-57-883.jpg

আপনারা সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন diy পোস্ট নিয়ে। পোস্টার রঙ ও পেন্সিল দিয়ে সুন্দর একটি ইমোজি চিত্র অংকন।আর্ট করতে আমি তেমন ভালো পারি না। তবুও আমি সব সময় চেষ্টা করে যায়। নতুন নতুন কিছু পোস্ট নিয়ে হাজির হতে।এই ইমোজি টা আমার সাধারণত বেশির ভাগ প্রিয় মানুষ কে দিয়ে থাকি।আজকে আমিও আমার প্রিয় মানুষকে দিতে গিয়ে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো,এই ইমোজি টা যদি চিত্র অংকন করি তাহলে কেমন হয়।যেই বুদ্ধি আসলো সেই কাজ করে নিয়েছি।আমার বাংলা ব্লগ পরিবারের অনেকেই আছেন যে প্রতিনিয়ত খুব দারুন দারুণ diy পোস্ট করছে। তাদের সেই পোস্ট গুলো দেখে এতো ভালো লাগে। আমি জানি মানুষ চেষ্টা করলে কখনো হারতে পারে না। তাই আমিও চেষ্টা করে যাচ্ছি দুআ করবেন আমার জন্য। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের পোস্ট।

পোস্টার রঙ ও পেন্সিল দিয়ে সুন্দর একটি ইমোজি চিত্র অংকন

IMG_20220205_161204.jpg

উপকরণ সমূহ
১.সাদা কাগজ
২.পেন্সিল
৩.পেন্সিল কম্পাস
৪. হলুদ পোস্টার রঙ
৫.কালো পোস্টার রঙ
৬.লাল পোস্টার রঙ
৭.কলম
৮.রঙ তুলি

IMG_20220205_161651.jpg

ধাপ নং-১

IMG_20220205_161633.jpg

IMG_20220205_161602.jpg

আমি আগে থেকেই সাদা কাগজে স্কেল করে রেখে ছিলাম। এবার পেন্সিল কম্পাসে পেন্সিল লাগিয়ে বড় একটি বৃও অংকন করে নিলাম।

ধাপ নং-২

IMG_20220205_161546.jpg

IMG_20220205_161536.jpg

এবার আবার পেন্সিল কম্পাস দিয়ে ইমোজির একটি চোখ অংকন করে নিবো।

ধাপ নং-৩

IMG_20220205_161522.jpg

IMG_20220205_161503.jpg

এখন ইমোজির আরেকটি চোখ অংকন করে এরপর ইমোজির ঠোঁট অংকন করে নিয়েছি।

ধাপ নং-৪

IMG_20220205_161445.jpg

IMG_20220205_161435.jpg

এখন পেন্সিল দিয়ে আবার লাভ টা অংকন করে নিবো।এবার ইমোজি চিত্র অংকন তৈরি হয়েছে। এখন চলুন ধাপে ধাপে দেখে আসি ইমোজি কি ভাবে রঙ করেছি।

ধাপ নং-৫

IMG_20220205_161424.jpg

IMG_20220205_161410.jpg

IMG_20220205_161351.jpg

এখন আমি প্রথমে কালো পোস্টার রঙ নিয়ে ইমোজির চোখ ঠোঁট কালো রঙ করে নিবো।এরপর চোখের মধ্যে ছোট একটি জায়গা খালি রাখবো।

ধাপ নং-৬

IMG_20220205_161335.jpg

IMG_20220205_161317.jpg

ধাপ নং-৭

IMG_20220205_161306.jpg

IMG_20220205_161250.jpg

এখন লাল রঙ দিয়ে ইমোজির লাভ টা রঙ করে নিবো।

ধাপ নং-৮

IMG_20220205_161237.jpg

IMG_20220205_161224.jpg

ধাপ নং-৯

IMG_20220205_161204.jpg

এবার প্রথমে হলুদ পোস্টার রঙ নিয়ে নিবো। এরপর রঙ তুলি দিয়ে ইমোজি টা হলুদ রঙ করে নিয়ে নিবো।

ধাপ নং-১০

IMG_20220205_161130.jpg

সবার শেষে আমার ইমোজি অংকন হলে আমি আমার সিগনেচার দিয়ে দিবো।

IMG_20220205_161114.jpg

এখন আমি আমার একটি সেলফি তুলে নিলাম ইমোজি চিত্র অংকন এর সাথে। আশা করি আমার আজকে এই চিত্র অংকন আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন।

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Sort:  
 2 years ago 

পোস্টার রং ও পেন্সিল দিয়ে ইমোজি চিত্র অংকন অনেক সুন্দর ছিল আপু আর আপনি একটি সত্য কথা বলেছেন যে মানুষ চেষ্টা করলে পারেনা এমন কোন কাজ নেই । অনেক শুভ কামনা রইলো আপু।

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মনি সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো।

 2 years ago 

সত্যি বলতে একদম হুবুহু হয়েছে। কিন্তু এটা কি diy. প্রজেক্ট হবে কিনা এটাই একটু কনফিউজড। কারন এটা তো নিজে থেকে ইউনিক কিছু করেন নি৷ যাই হোক এটা বলতে পারি আপনার কোয়ালিটি আছে ভালো। অনেক জ্ঞান আছে যে কোন বিষয়ে৷

 2 years ago 

ভাইয়া একটু ভুল করে ফেলে ছিলাম । ধন্যবাদ ভাইয়া ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

  • এই আর্টি আমার কাছে খুব চমৎকার লেগেছে। খুব সুন্দর লাগতেছে এটি দেখতে। আপনি খুব চমৎকারভাবে এটি করেছেন। ধাপে ধাপে বর্ণনাও করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে উৎসাহিত করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর একটি ইমোজি চিত্র অংকন করেছেন। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা আপনি ঠিক বলেছেন মানুষ চেষ্টা করলে সব পারে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ বৌদি সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। জি বৌদি চেষ্টা করবো আরো ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য।বৌদি আপনার জন্য ও অনেক শুভকামনা ও দুআ রইলো।

বাহ্ পোস্টার রং দিয়ে অসাধারণ একটি ইমোজি বানাইয়া ফেলছেন আপু।সুন্দর একটি আইডিয়া ছিল আপনার মাথায়। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই ইমোজি। আপু চেষ্টা করলে অসাধ্য কে সাধন করা যায়। আপনার প্রচেষ্টা টা অনেক সুন্দর ছিলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়।ধন্যবাদ আপু মনি।
আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

এই ইমোজি টা আমার খুব পছন্দের । আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে অঙ্কন করেছেন । রং করাতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে আপু । ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ভাইয়া আমারও খুব পছন্দের ইমোজি। ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার আর্টটি অনেক ভালো লাগলো একদম ব্যতিক্রম ধর্মী আর্ট ছিলো। একদম মোবাইল এর ইমোজির মতোই লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ইমোজি চিত্র অংকন টি তো অসাধারণ দেখাচ্ছে। এমনিতেই পোস্টার রং দিয়ে অংকন করলে যে কোন জিনিসই সুন্দর দেখায়। তেমনি আপনি ইমোজি চিত্রাংকন টি খুবই সুন্দরভাবে সম্পন্ন করলেন। আমার কাছে তো দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

ধন্যবাদ আপু মনি মূলবান সময় দিয়ে সুন্দর কমেন্ট শেয়ার করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো আপু।

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ইমোজির চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। যদিও আমি ইমোজি সম্পর্কে তেমন একটা ভালো জ্ঞান রাখে না তবে এই ইমোজি দেখে আমার কেমন যেন মনে হচ্ছে হাহাহা 😃😃 যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ইমোজি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ইমোজি প্রিয় মানুষের জন্য শুধু।আপনার হয়তো প্রিয় মানুষ নেই তাই হয়তো হি হি হি🤭🤭।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45