||😯এসো নিজে করি Diy😯||পলিথিন দিয়ে ওয়ালমেট তৈরি।🥰প্রিয়@shy-fox 10% beneficiary🥰।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

Picsart_22-01-29_21-23-16-864.jpg

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে চলে এলাম আরেকটি diy পোস্ট নিয়ে। পলিথিন দিয়ে ওয়ালমেট তৈরি। আজকে আম্মু বলছিলো বাসায় এতো পলিথিন পুড়ে শেষ করা যায় না। তখনি আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো।আমরা কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি তাহলে পলিথিন দিয়ে করতে পারবো না কেন?এরপর ইউটিউবে দেখলাম আসলে পলিথিন দিয়ে কিছু তৈরি করার আছে কি না। পরে দেখলাম না অনেক কিছুই আছে পলিথিন দিয়ে তৈরি করা। এরপর যেই বুদ্ধি সেই কাজ শুরু করে দিলাম। ওয়ালমেট তৈরির জন্য যা যা সরঞ্জাম প্রয়োজন ছিলো সব রেডি করে নিলাম।আমরা সবাই সব সময় হাজারো পলিথিন ফেলে দেই বা পুড়ে ফেলি।এগুলো দিয়ে ঘর সাজাতে পারলে তো আর কোনো কথায় নেই। তাহলে চলুন আর দেরি কেনও কি ভাবে তৈরি করেছি ওয়ালমেট দেখে আসি।

পলিথিন দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি

IMG_20220129_210944.jpg

উপকরণ সমূহ
১.সবুজ পলিথিন।
২. কালো পলিথিন।
৩.আঠা।
৪.মোটা সুতা।
৫.কেচি।
৬.মোটা কাগজ।

IMG_20220129_211913.jpg

IMG_20220129_211856.jpg

IMG_20220129_211843.jpg

১নং ধাপ

IMG_20220129_211825.jpg

IMG_20220129_211807.jpg

IMG_20220129_211746.jpg

এখন সবুজ পলিথিন নিয়ে কেচি দিয়ে দুই সাইডে কেটে নিবো। এরপর কাটা হলে আমি আবার দুইটি অংশ করে কেটে নিবো।

২নং ধাপ

IMG_20220129_211730.jpg

IMG_20220129_211712.jpg

IMG_20220129_211653.jpg

IMG_20220129_211634.jpg

এবার পলিথিনের দুইটি অংশ এক সাথে কুচি দিয়ে নিবো।এরপর তিনটি বাজে বাজে কেটে বাজ করে নিবো।

৩নং ধাপ

IMG_20220129_211612.jpg

IMG_20220129_211551.jpg

এবার সুতা দিয়ে নরম করে বেঁধে নিবো।শক্ত করে বাঁধা যাবে না কারণ তাহলে, ফুলের পাপড়ি গুলো খোলা যাবে না।

৪নং ধাপ

IMG_20220129_211528.jpg

IMG_20220129_211512.jpg

IMG_20220129_211454.jpg

এখন ফুলের পাপড়ি গুলো খুলে নিবো।প্রথমে এক পাশে এরপর দ্বিতীয় পাশে,এভাবেই হয়ে যায় আমার পলিথিন দিয়ে তৈরি ফুল।

৫নং ধাপ

IMG_20220129_211430.jpg

IMG_20220129_211418.jpg

IMG_20220129_211401.jpg

ঠিক একইভাবে কালো ও সবুজ পলিথিন দিয়ে ফুল তৈরি করে এক সাথে নিয়ে নিলাম।

৬নং ধাপ

IMG_20220129_211347.jpg

IMG_20220129_211332.jpg

IMG_20220129_211314.jpg

এবার মোটা সুতা নিয়ে পলিথিন কালো ও সবুজ দিয়ে সুতায় বেঁধে নিলাম। এখন আমি আগে থেকেই সাদা মোটা কাগজ গোল করে কেটে রেখে ছিলাম।। এখন আমি আঠা দিয়ে কাগজে সুতা লাগিয়ে দিবো।

৭নং ধাপ

IMG_20220129_211257.jpg

IMG_20220129_211240.jpg

IMG_20220129_211225.jpg

এবার আমি এক এক করে সব গুলো পলিথিন দিয়ে ফুল তৈরি করে রাখা সুতা দিয়ে ঝুলিয়ে দিলাম।

৮নং ধাপ

IMG_20220129_211203.jpg

IMG_20220129_211150.jpg

IMG_20220129_211134.jpg

এখন ছোট ছোট করে সুতার টুকরো এপাশে ওপাশে করে পুরো কাগজে লাগিয়ে দিবো।

৯নং ধাপ

IMG_20220129_211118.jpg

IMG_20220129_211100.jpg

এবার পলিথিন দিয়ে তৈরি করা সবুজ ফুল আঠা দিয়ে লাগিয়ে দিবো। চলুন তাহলে ধাপে ধাপে দেখে আসি।

১০নং ধাপ

IMG_20220129_211047.jpg

১১নং ধাপ

IMG_20220129_211035.jpg

১২নং ধাপ

IMG_20220129_211020.jpg

IMG_20220129_210957.jpg

এবার ধাপে ধাপে শেষ হয়েছে আমার আজকের পলিথিন দিয়ে ওয়ালমেট তৈরি।

IMG_20220129_210845.jpg

IMG_20220129_210821.jpg

আশা করি আমার আজকের পলিথিন দিয়ে তৈরি ওয়ালমেট তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন। সব শেষ আমি একটি সেলফি তুলে নিলাম।

IMG_20220129_210915.jpg

আজকে এখানেই শেষ আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।

কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

ধন্যবাদ সবাইকে।

@santa14

Sort:  
 2 years ago 

আপু পলিথিন দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট বানানো যায়, তা আমার জানা ছিল না। সবুজ এবং কালো রংয়ের রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানানো দেখতে আরো সুন্দর লাগছে। ওয়ালমেট বানানোর পদ্ধতি গুলো নিয়ে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি কমেন্ট উপহার দেওয়ার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

বাহ্ খুব ভালো চিন্তা ভাবনা।
সবাই যদি ফেলনা জিনিস দিয়ে দারুন কিছু তৈরি করে তাহলে সবকিছুই সুন্দর হয়ে উঠবে ❣️
পলিথিনের ওয়ালমেট 🧱 দারুন ছিল ♥️
শুভ কামনা রইল 🥀

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যে আমি অনেক উৎসাহ পেলাম ভাইয়া।আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

flowers-5207619_640.png

 2 years ago 

ওয়াও ভাইয়া মনে হচ্ছে সত্যি সত্যি গোলাপ ফুল 😍😍😍 ধন্যবাদ প্রিয় ভাইয়া।

 2 years ago 

প্রথমেই বলি আপনার আম্মুর চিন্তা ধারা খুব ভালো ছিল ।কারণ অনেকে হয়তবা পলিথিন গুলি বাহিরে ফেলে দিত এতে করে আসলে সমাজ দূষিত হয় কিন্তু আপনার আম্মু পুড়িয়ে সেটা শেষ করে নিতে চেয়েছিল।
আপনার উপস্থিত জ্ঞান মাশাল্লাহ খুব ভালো এর পোস্ট থেকে বুঝা যাচ্ছে হঠাৎ করে এমন একটি ইউনিক চিন্তা ধারা মাথায় আনাটাও কিন্তু মুখের কথা নয়।

 2 years ago 

গঠন মূলক মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

বাহ আপনার নতুন আইডিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু এটি পলিথিন দিয়ে তৈরি করা সুতরাং অনেক টেকসই হবে আশা করি।আপনার এই ইউনিক পদ্ধতির জন্য অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

 2 years ago 

জি আপু অনেক টেকসই হবে আশা করি। অসংখ্য ধন্যবাদ আপু মনি মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ পলিথিন ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই পলিথিনের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি আপনার এরকম প্রতিভা দেখে রীতিমত মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এরকম একটি ইউনিক ধরনের ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

দারুন ছিলো পলিথিন দিয়ে ওয়ালম্যাট তৈরীর ব্যাপারটি।আমার কাছে ইউনিক আর দারুন ভালই লেগেছে সেই সাথে দারুন উপস্থাপনাও ছিলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে পলিথিন দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করলেন। এমনিতেই সবাই পলিথিন ফেলে দেয়। কিন্তু আপনি পলিথিন গুলো জমিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে নিলেন। একসাথে দুটো কাজ করলেন। সুন্দর একটা ওয়ালমেট তৈরি করলেন আবার আমাদের সমাজ দূষিত হওয়ার থেকেও বাঁচিয়ে নিলেন। আপনার ওয়ালমেট তৈরি করাটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু মনি সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু মনি।

 2 years ago 

বাহ্ আপু আপনি অনেক সুন্দর করে পলিথিন দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

পলিথিন দিয়ে ওয়ালমেট তৈরি দারুন হয়েছে তবে ইউনিক আইডিয়া ছিলো দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আমরা পলিথিন পুড়িয়ে ফেলি বা ফেলে দেই কিন্তু পলিথিন দিয়ে যে অসাধারণ ওয়ালমেট তৈরি করা যায় তা সত্যিই জানা ছিল না আপু। পলিথিন দিয়ে বানানো ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। পলিথিন এর ফুল গুলো সাজিয়ে আপনি যে ওয়ালমেট তৈরি করেছেন অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59367.33
ETH 3172.01
USDT 1.00
SBD 2.43