👒diy এসো নিজে করি👒ডিজাইন হাতা দিয়ে কামিজ কাটিং ও সেলাই।🦋প্রিয়@shy-fox 10% beneficiary।🦋
আমি @santa14 আবারও আপনাদের মাঝে চলে এলাম। নতুন একটি diy পোস্ট নিয়ে। আজকে কোনো রেসিপি পোস্ট করবো না। আজকে শুধু হবে সুন্দর একটি diy পোস্ট।আপনারা হয়তো ক্যাপশন দেখেই বুঝতে পারছেন কি diy পোস্ট করতে যাচ্ছি।আজকে আমি ডিজাইন হাতা দিয়ে একটি কামিজ তৈরি করতে যাচ্ছি।
আমি আজ থেকে ৩ বছর পরে একটি কামিজ কাটিং করেছি।যদিও অনেক সময় লেগেছে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো কামিজ টা কাটিং করতে পারবো না। পরে আস্তে আস্তে সব মনে পড়ে গেছে। তাই আর দেরি না করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো না, তা কি হয় নাকি বলুন তো।চলুন তাহলে দেখে আসি কি ভাবে তৈরি করেছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
নং | উপকরণ সমূহ |
---|---|
১. | কামিজের কাপড় তিন গজ। |
২. | কেচি। |
৩. | চক। |
৪. | ফিতা। |
৫. | সুতা। |
৬. | সেলাই মেশিন। |
প্রথমে আমি কামিজের কাপড় টা ফ্লোরে সোজা করে বিছিয়ে দিবো।এরপর কামিজ কাটিং করার জন্য বডি অনুযায়ী কাপড় টা কম করে ভাজ করে নিবো।এবার গলার উপরের মাপ আড়াই ইঞ্চি ও নিচে পাঁচ ইঞ্চি, কাঁধের মাপ চার ইঞ্চি এবং হাতার নিচের মাপ ছয় ইঞ্চি করে চক দিয়ে অংকন করে নিবো। এরপর আবার গলার মাপ পাঁচ ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি মেপে নিবো।এখন আড়াই ইঞ্চি থেকে হাতার নিচের বডির মাপ ৮ ইঞ্চি,এরপর ৬ ইঞ্চি এরপর আবার ৮ ইঞ্চি নিয়ে চক দিয়ে অংকন করে নিবো।
এখন চক দিয়ে অংকন করে রাখা অংশ বরাবর কচি দিয়ে কেটে নিবো।গলা টা আমি কাটিং করবো না। সামনে ও পিছনে আমি আলাদা ডিজাইন গলা কাটিং করবো।
এখন কামিজের দুইটি অংশ আলাদা করে নিয়ে নিবো। এরপর আমি কামিজের সামনের গলা ভি কাটিং করবো এরপর পিছনে গোল গলা কাটিং করবো।
এবার গলা সেলাই করার জন্য গলার মাপ দিয়ে দুইটি গলার কাপড় কেটে নিয়ে নিবো।
এখন কামিজের হাতার জন্য ৬ ইঞ্চি নিয়ে গোল করে হাতের লম্বা ১০ ইঞ্চি নিয়ে কেটে নিবো।
এখন আবার ডিজাইন হাতার জন্য চার পাশে ১৫ ইঞ্চি দুইটি কাপড় এক সাথে করে নিয়ে দুইটা কোণা করে ভাজ করে নিবো। এরপর দুইটি কোণা একটু গোল করে কেটে নিবো। এখন আবার গোল দুইটি কোণা এক সাথে ভাজ করে নিবো।
এখন হাতার মাঝখান থেকে মাপ দিয়ে গোল করে কেটে নিয়ে নিবো। এখন শেষ হয়েছে আমার কামিজ কাটিং করা চলুন এখন সেলাই দেখে আসি।
এখন চলে এলাম সেলাই মেশিনে এবার আমি বাজ অংশে গলার কাপড় টা উল্টো করে সেলাই করে নিয়ে নিবো।
এবার আমি আবার কামিজ টা উল্টো দিকে রেখে গলার কাপড় টা চিকন করে সেলাই করে নিয়ে নিবো। এরপর কামিজের গলায় হাতে যেই সেলাই টা করতে হয়।সেইটা আমি সেলাই মেশিন দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে সুই দিয়ে হাতে করতে পারেন।
এবার কামিজের কাঁধ টা সেলাই করে হাতা টা মাঝখান থেকে ধরে সেলাই করে নিবো।
এখন হাতার মাপ ৬ ইঞ্চি নিয়ে সেলাই করে নিয়েছি।এবার আমি ডিজাইন করা হাতটা মাঝখান থেকে কামিজের হাতার মাঝখানে সেলাই করে নিয়ে নিবো।এরপর হাতার চার পাশে ভাজ করে সেলাই করে নিয়ে নিবো।
এখন কামিজের হাতা থেকে শুরু করে বডি সেলাই করে নিয়ে নিবো। এখন বডি সেলাই করা হলে এখন আমি কামিজের দুইটা পাশে ভাজ করে সেলাই করে নিবো।সব কষ্টের পরে তৈরি করে নিলাম খুব সুন্দর একটি কামিজ।
আশা করছি আমার আজকের ডিজাইন হাতা দিয়ে কামিজ তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন নিজের তৈরি করা সুন্দর কামিজ টা পড়ে একটি ফটো তোলে নিলাম। কেমন লাগছে আমাকে 🤗😎।কেমন হয়েছে আমার আজকের পোস্ট দয়া করে কমেন্ট করে জানবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে।
ডিজাইন হাতা দিয়ে কামিজ কাটিং ও সেলাই দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই পোস্ট ভিজিট করে ভালো লাগলো। অনেকেই এভাবে তৈরি করতে পারবে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আপু আপনি তো দেখছি অলরাউন্ডার।তবে দেখে যা বোঝা হচ্ছে হাতের কাজ মনে হয় একটু বেশিই পারেন।খুব সুন্দর ছিল কিন্তু তৈরীকৃত জামা টি এবং তৈরীর উপস্থাপনা।সেই সাথে দারুন মানিয়েছে আপনার গায়ে।
ভাইয়া মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আর আমিও আপনাদের এতো মতামত পেয়ে উৎসাহিত হয়ে সব সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল।
ডিজাইন হাতা দিয়ে কামিজ কাটিং ও সেলাই জাষ্ট অসাধারণ হয়েছে 👌
এধরনের পোস্ট সত্যি দারুন লাগে আমার কাছে ❤️
আপনার এতো গুন কি আর বলবো ☺️
সত্যিই প্রশংসনীয় কাজ ছিল ✨
দোয়া সবসময়ই রয়েছে 🥀
এগিয়ে যান ✨
ভাইয়া আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। মূল্যবান সময় দিয়ে উৎসাহিত করার জন্য, আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।
মিষ্টি আপু, আপনি জামা তৈরি করতে পারেন এটা তো জানা ছিলো না, আপনি তো দেখি সব কিছুই পারেন আপু, একটি মানুষ কি করে এতো কিছু পারে..?
সত্যি আপু আপনার তুলনা হয় না, আপনি অনেক সুন্দর করে হাতের ডিজাইন করেছেন, এবং নিজের কাপড় নিজে সেলাই করা অতি উত্তম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।
ভাইয়া আমার আব্বু সব সময় বলতো ছেলে হোক মেয়ে সব সময় সব কিছু শিখে রাখা ভালো। কারণ কোন সময় কোনটার প্রয়োজন হয়, বলা যায় না। ভাইয়া আপনার কমেন্টে সত্যি অনেক বেশি উৎসাহিত হলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।
বাহ আপনি তো দেখছি সব কাজেই পারদর্শী আপু। আসলে এভাবে যদি মেয়েরা নিজের ড্রেস তৈরি করে পড়ে, তাহলে কিন্তু ভালই হয়। আপনার এই প্রতিভা দেখে আমি সত্যিই মুগ্ধ। আর আপনার ডিজাইন করা হাতা দিয়ে কামিজ টি অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে।
ভাইয়া অনেক বেশি সময় নেয়।তবে নিজের জামা নিজে তৈরি করলে মন মত হয়।গঠন মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
এইতো ১ বছর আগে গ্রামে গ্রামে সেলাই মেশিনের কাজ শেখাইতো। আমার আম্মু কাজ শিখছে তবে মেশিন না কেনার জন্য এখন প্রায় ভুলে গেছে। আসলে মেয়েরা নিজের ড্রেস নিজে বানাতে মনে হয় অনেক পচন্দ করে।
ভাইয়া সেলাই না করতে করতে এক সময় ভুলে যায় একদম। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল।
বাহ আপু খুব সহজেই আপনি কামিজ তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করলেন, দেখে মনে হচ্ছে এটা তৈরি করা খুবই সহজ কিন্তু আমি জানি এটা তৈরি করা সত্যিই খুবই কষ্টের। আপনি অনেক পরিশ্রম করে কামিজ তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার উপস্থাপনা বেশ দারুন ছিল। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
বাহ আপু আপনি আমাদের মাঝে দারুন একটা পোস্ট শেয়ার করেছেন।
ডিজাইন হাতা দিয়ে কামিজ কাটিং ও সেলাই নিজে করতে পারা এটা অনেক চমৎকার একটা বিষয়। আপনার এই পোস্টের মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পেল ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ক্রিটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
বাহ আপু আপনিতো খুব সুন্দর ডিজাইনার হাতা দিয়ে একটি ড্রেস তৈরি করে ফেললেন। একটা সময় ছিল আমিও ড্রেস বানাতে পারতাম কিন্তু এখন না বানাতে বানাতে ভুলে গিয়েছি। আপনার ড্রেস বানানো খুব সুন্দর হয়েছে আপনি খুব ইজি ভাবে ড্রেসটি তৈরি করে ফেললেন ।গলাটাও ডিজাইন করে দিয়েছেন দেখতে ভালোই লাগছে। পড়ার পরে ড্রেসটা আপনাকে অনেক মানিয়েছে আপু।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
https://twitter.com/shantaislam3309/status/1503063335709048832?t=2FxpZqzduprf4XQWFjBUSw&s=19