👒diy এসো নিজে করি👒ডিজাইন হাতা দিয়ে কামিজ কাটিং ও সেলাই।🦋প্রিয়@shy-fox 10% beneficiary।🦋

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ পরিবারের ভাই ও বোনেরা।আপনারা সবাই সুখে, দুঃখে কেমন আছেন?আশা করছি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছেন। আমিও আপনাদের ছোট বোন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে ভালো আছি।

Picsart_22-03-13_20-51-32-509.jpg

আমি @santa14 আবারও আপনাদের মাঝে চলে এলাম। নতুন একটি diy পোস্ট নিয়ে। আজকে কোনো রেসিপি পোস্ট করবো না। আজকে শুধু হবে সুন্দর একটি diy পোস্ট।আপনারা হয়তো ক্যাপশন দেখেই বুঝতে পারছেন কি diy পোস্ট করতে যাচ্ছি।আজকে আমি ডিজাইন হাতা দিয়ে একটি কামিজ তৈরি করতে যাচ্ছি।

আমি আজ থেকে ৩ বছর পরে একটি কামিজ কাটিং করেছি।যদিও অনেক সময় লেগেছে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো কামিজ টা কাটিং করতে পারবো না। পরে আস্তে আস্তে সব মনে পড়ে গেছে। তাই আর দেরি না করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো না, তা কি হয় নাকি বলুন তো।চলুন তাহলে দেখে আসি কি ভাবে তৈরি করেছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

ডিজাইন হাতা দিয়ে কামিজ তৈরি।

IMG_20220313_204317.jpg

নংউপকরণ সমূহ
১.কামিজের কাপড় তিন গজ।
২.কেচি।
৩.চক।
৪.ফিতা।
৫.সুতা।
৬.সেলাই মেশিন।

IMG_20220313_201254.jpg

১নং ধাপ

IMG_20220313_201327.jpg

IMG_20220313_201758.jpg

প্রথমে আমি কামিজের কাপড় টা ফ্লোরে সোজা করে বিছিয়ে দিবো।এরপর কামিজ কাটিং করার জন্য বডি অনুযায়ী কাপড় টা কম করে ভাজ করে নিবো।এবার গলার উপরের মাপ আড়াই ইঞ্চি ও নিচে পাঁচ ইঞ্চি, কাঁধের মাপ চার ইঞ্চি এবং হাতার নিচের মাপ ছয় ইঞ্চি করে চক দিয়ে অংকন করে নিবো। এরপর আবার গলার মাপ পাঁচ ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি মেপে নিবো।এখন আড়াই ইঞ্চি থেকে হাতার নিচের বডির মাপ ৮ ইঞ্চি,এরপর ৬ ইঞ্চি এরপর আবার ৮ ইঞ্চি নিয়ে চক দিয়ে অংকন করে নিবো।

২নং ধাপ

IMG_20220313_201927.jpg

IMG_20220313_201948.jpg

IMG_20220313_202009.jpg

এখন চক দিয়ে অংকন করে রাখা অংশ বরাবর কচি দিয়ে কেটে নিবো।গলা টা আমি কাটিং করবো না। সামনে ও পিছনে আমি আলাদা ডিজাইন গলা কাটিং করবো।

৩নং ধাপ

IMG_20220313_202027.jpg

IMG_20220313_202135.jpg

IMG_20220313_202149.jpg

IMG_20220313_202116.jpg

এখন কামিজের দুইটি অংশ আলাদা করে নিয়ে নিবো। এরপর আমি কামিজের সামনের গলা ভি কাটিং করবো এরপর পিছনে গোল গলা কাটিং করবো।

৪নং ধাপ

IMG_20220313_202232.jpg

IMG_20220313_202252.jpg

IMG_20220313_202343.jpg

IMG_20220313_202319.jpg

এবার গলা সেলাই করার জন্য গলার মাপ দিয়ে দুইটি গলার কাপড় কেটে নিয়ে নিবো।

৫নং ধাপ

IMG_20220313_202400.jpg

IMG_20220313_202503.jpg

IMG_20220313_202623.jpg

এখন কামিজের হাতার জন্য ৬ ইঞ্চি নিয়ে গোল করে হাতের লম্বা ১০ ইঞ্চি নিয়ে কেটে নিবো।

৬নং ধাপ

IMG_20220313_202652.jpg

IMG_20220313_202753.jpg

IMG_20220313_203447.jpg

এখন আবার ডিজাইন হাতার জন্য চার পাশে ১৫ ইঞ্চি দুইটি কাপড় এক সাথে করে নিয়ে দুইটা কোণা করে ভাজ করে নিবো। এরপর দুইটি কোণা একটু গোল করে কেটে নিবো। এখন আবার গোল দুইটি কোণা এক সাথে ভাজ করে নিবো।

৭নং ধাপ

IMG_20220313_203521.jpg

IMG_20220313_203557.jpg

IMG_20220313_203622.jpg

এখন হাতার মাঝখান থেকে মাপ দিয়ে গোল করে কেটে নিয়ে নিবো। এখন শেষ হয়েছে আমার কামিজ কাটিং করা চলুন এখন সেলাই দেখে আসি।

৮নং ধাপ

IMG_20220313_203832.jpg

IMG_20220313_203902.jpg

এখন চলে এলাম সেলাই মেশিনে এবার আমি বাজ অংশে গলার কাপড় টা উল্টো করে সেলাই করে নিয়ে নিবো।

৯নং ধাপ

IMG_20220313_203931.jpg

IMG_20220313_204038.jpg

এবার আমি আবার কামিজ টা উল্টো দিকে রেখে গলার কাপড় টা চিকন করে সেলাই করে নিয়ে নিবো। এরপর কামিজের গলায় হাতে যেই সেলাই টা করতে হয়।সেইটা আমি সেলাই মেশিন দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে সুই দিয়ে হাতে করতে পারেন।

১০নং ধাপ

IMG_20220313_204111.jpg

IMG_20220313_204138.jpg

এবার কামিজের কাঁধ টা সেলাই করে হাতা টা মাঝখান থেকে ধরে সেলাই করে নিবো।

১১নং ধাপ

IMG_20220313_204216.jpg

IMG_20220313_204255.jpg

IMG_20220313_204317.jpg

এখন হাতার মাপ ৬ ইঞ্চি নিয়ে সেলাই করে নিয়েছি।এবার আমি ডিজাইন করা হাতটা মাঝখান থেকে কামিজের হাতার মাঝখানে সেলাই করে নিয়ে নিবো।এরপর হাতার চার পাশে ভাজ করে সেলাই করে নিয়ে নিবো।

১২নং ধাপ

IMG_20220313_204345.jpg

IMG_20220313_204403.jpg

IMG_20220313_204451.jpg

IMG_20220313_204511.jpg

এখন কামিজের হাতা থেকে শুরু করে বডি সেলাই করে নিয়ে নিবো। এখন বডি সেলাই করা হলে এখন আমি কামিজের দুইটা পাশে ভাজ করে সেলাই করে নিবো।সব কষ্টের পরে তৈরি করে নিলাম খুব সুন্দর একটি কামিজ।

IMG_20220313_204528.jpg

IMG_20220313_154621.jpg

আশা করছি আমার আজকের ডিজাইন হাতা দিয়ে কামিজ তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন নিজের তৈরি করা সুন্দর কামিজ টা পড়ে একটি ফটো তোলে নিলাম। কেমন লাগছে আমাকে 🤗😎।কেমন হয়েছে আমার আজকের পোস্ট দয়া করে কমেন্ট করে জানবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে।

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ সবাইক। আবার আসব নতুন কিছু নিয়ে এই পর্যন্ত। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Sort:  
 3 years ago 

ডিজাইন হাতা দিয়ে কামিজ কাটিং ও সেলাই দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই পোস্ট ভিজিট করে ভালো লাগলো। অনেকেই এভাবে তৈরি করতে পারবে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপু আপনি তো দেখছি অলরাউন্ডার।তবে দেখে যা বোঝা হচ্ছে হাতের কাজ মনে হয় একটু বেশিই পারেন।খুব সুন্দর ছিল কিন্তু তৈরীকৃত জামা টি এবং তৈরীর উপস্থাপনা।সেই সাথে দারুন মানিয়েছে আপনার গায়ে।

 3 years ago 

ভাইয়া মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আর আমিও আপনাদের এতো মতামত পেয়ে উৎসাহিত হয়ে সব সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল।

 3 years ago 

ডিজাইন হাতা দিয়ে কামিজ কাটিং ও সেলাই জাষ্ট অসাধারণ হয়েছে 👌
এধরনের পোস্ট সত্যি দারুন লাগে আমার কাছে ❤️
আপনার এতো গুন কি আর বলবো ☺️
সত্যিই প্রশংসনীয় কাজ ছিল ✨
দোয়া সবসময়ই রয়েছে 🥀
এগিয়ে যান ✨

 3 years ago 

ভাইয়া আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। মূল্যবান সময় দিয়ে উৎসাহিত করার জন্য, আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

মিষ্টি আপু, আপনি জামা তৈরি করতে পারেন এটা তো জানা ছিলো না, আপনি তো দেখি সব কিছুই পারেন আপু, একটি মানুষ কি করে এতো কিছু পারে..?
সত্যি আপু আপনার তুলনা হয় না, আপনি অনেক সুন্দর করে হাতের ডিজাইন করেছেন, এবং নিজের কাপড় নিজে সেলাই করা অতি উত্তম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 3 years ago 

ভাইয়া আমার আব্বু সব সময় বলতো ছেলে হোক মেয়ে সব সময় সব কিছু শিখে রাখা ভালো। কারণ কোন সময় কোনটার প্রয়োজন হয়, বলা যায় না। ভাইয়া আপনার কমেন্টে সত্যি অনেক বেশি উৎসাহিত হলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

বাহ আপনি তো দেখছি সব কাজেই পারদর্শী আপু। আসলে এভাবে যদি মেয়েরা নিজের ড্রেস তৈরি করে পড়ে, তাহলে কিন্তু ভালই হয়। আপনার এই প্রতিভা দেখে আমি সত্যিই মুগ্ধ। আর আপনার ডিজাইন করা হাতা দিয়ে কামিজ টি অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া অনেক বেশি সময় নেয়।তবে নিজের জামা নিজে তৈরি করলে মন মত হয়।গঠন মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 
এইতো ১ বছর আগে গ্রামে গ্রামে সেলাই মেশিনের কাজ শেখাইতো। আমার আম্মু কাজ শিখছে তবে মেশিন না কেনার জন্য এখন প্রায় ভুলে গেছে। আসলে মেয়েরা নিজের ড্রেস নিজে বানাতে মনে হয় অনেক পচন্দ করে।
 3 years ago 

ভাইয়া সেলাই না করতে করতে এক সময় ভুলে যায় একদম। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাহ আপু খুব সহজেই আপনি কামিজ তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করলেন, দেখে মনে হচ্ছে এটা তৈরি করা খুবই সহজ কিন্তু আমি জানি এটা তৈরি করা সত্যিই খুবই কষ্টের। আপনি অনেক পরিশ্রম করে কামিজ তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার উপস্থাপনা বেশ দারুন ছিল। ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

বাহ আপু আপনি আমাদের মাঝে দারুন একটা পোস্ট শেয়ার করেছেন।
ডিজাইন হাতা দিয়ে কামিজ কাটিং ও সেলাই‌ নিজে করতে পারা এটা অনেক চমৎকার একটা বিষয়। আপনার এই পোস্টের মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পেল ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ক্রিটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

বাহ আপু আপনিতো খুব সুন্দর ডিজাইনার হাতা দিয়ে একটি ড্রেস তৈরি করে ফেললেন। একটা সময় ছিল আমিও ড্রেস বানাতে পারতাম কিন্তু এখন না বানাতে বানাতে ভুলে গিয়েছি। আপনার ড্রেস বানানো খুব সুন্দর হয়েছে আপনি খুব ইজি ভাবে ড্রেসটি তৈরি করে ফেললেন ।গলাটাও ডিজাইন করে দিয়েছেন দেখতে ভালোই লাগছে। পড়ার পরে ড্রেসটা আপনাকে অনেক মানিয়েছে আপু।

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77