ঢেঁড়স দিয়ে পাংগাস মাছ ভুনা সুস্বাদু রেসিপি।।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে।সুস্বাদু ঢেঁড়স দিয়ে পাংগাস মাছ ভুনা রেসিপি।
আমার অনেক পছন্দের মাছ হলো পাংগাস মাছ।
পাংগাস মোটামুটি সবাই করে কারন কাঁটা কম থাকে।
চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের সুস্বাদু রেসিপি।

IMG_20211020_225341.jpg

উপকরণঃ

পাংগাস মাছ--৫ টুকরো।
পেঁয়াজ --৩ টি।
ঢেঁড়স --১৫ টি।
কাঁচা মরিচ --১০ টি।
হলুদ গুঁড়ো --২ চামচ।
মরিচ গুঁড়ো --৩ চামচ।
জিরা গুঁড়ো --১ চামচ।
মিক্স মসলা-- আধা চামচ।
রসুন কুচি--২ চামচ।
সয়াবিন তেল --৪ চামচ।
লবণ --১ চামচ।

ঢেঁড়স, কাঁচা মরিচ, পেঁয়াজ

IMG_20211020_185812.jpg

পাংগাস মাছের টুকরো।

IMG_20211020_230103.jpg

শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মিক্স মসলা গুঁড়ো, রসুন কুচি, লবণ।

IMG_20211020_230009.jpg

প্রস্তুত প্রণালীঃ

  • প্রথম ধাপঃ
    প্রথমে আমি আগে থেকেই পাংগাস মাছ কেটে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে রেখে ছিলাম।

IMG_20211020_230940.jpg

এরপর আমি পাংগাস মাছে হলুদ ও লবণ ভালো ভাবে মাখিয়ে নিবো।

IMG_20211020_230043.jpg

IMG_20211020_230025.jpg

*দ্বিতীয় ধাপঃ
এখন ঢেঁড়স, পেঁয়াজ কাঁচা মরিচ গুলো ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিবো।

IMG_20211020_230228.jpg

  • তৃতীয় ধাপঃ
    এখন ঢেঁড়স গুলো নিয়ে একটি ঢেঁড়সকে দুই টুকরো করে কেটে নিবো।

IMG_20211020_230154.jpg

এরপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ গুলো ফালি করে নিবো।
IMG_20211020_230130.jpg

  • চতুর্থ ধাপঃ
    এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে এতে পাংগাস মাছ দিয়ে দিবো।

IMG_20211020_225944.jpg

পাংগাস মাছ গুলো আমি লাল লাল করে ভেজে নিলাম পাঁচ মিনিট।

IMG_20211020_225919.jpg

  • পঞ্চম ধাপঃ
    এখন চুলায় একটি করিয়া বসিয়ে এতো চার চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিবো।
    IMG_20211020_225903.jpg

পেঁয়াজ কুচি হাল্কা ভাজা হলে এতে কাঁচা মরিচ ফালি দিয়ে দিবো।
IMG_20211020_225845.jpg

ষষ্ঠ ধাপঃ
পেঁয়াজ, কাঁচা মরিচ ফালি গুলো একটু ভাজা হলে এতে আমি রসুন কুচি দিয়ে দিবো।
IMG_20211020_225826.jpg

এরপর এতে আমি ঢেঁড়স গুলো দিয়ে এক চামচ লবণ দিয়ে এক মিনিট ভেজে নিবো।
IMG_20211020_225742.jpg

সপ্তম ধাপঃ
ঢেঁড়স গুলো ভাজা হলে এতে এক কাপ পরিমাণ পানি দিয়ে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মিক্স মসলা গুঁড়ো, লবণ দিয়ে দুই মিনিট কষিয়ে নিবো।

IMG_20211020_225703.jpg

IMG_20211020_225644.jpg

অষ্টম ধাপঃ
দুই মিনিট কষানো হয়ে গেলে তিন কাপ পরিমাণ পানি দিয়ে এক মিনিট ফুটিয়ে পাংগাস মাছ গুলো দিয়ে ঢেকে দিবো পাঁচ মিনিট।

IMG_20211020_225624.jpg

IMG_20211020_225606.jpg

IMG_20211020_225504.jpg

নবম ধাপঃ
এখন পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে টেস্ট করে একটি পাএে নামিয়ে রাখি।হয়ে গেলে আমার পাংগাস মাছ দিয়ে ঢেঁড়স ভুনা রেসিপি।
এর রেসিপি গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে।

IMG_20211020_225439.jpg

IMG_20211020_225341.jpg

আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগেবে।
আজকের মতো এখানেই শেষে,
আবার আসবো আপনাদের মাঝে কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে।
ধন্যবাদ সবাইকে।
@santa14

Sort:  
 3 years ago 

আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে। পাংগাস মাছ খেতে ভালোই লাগে। মাঝে মধ্যে খাওয়া হয়।আপনার রেসিপি দেখে আবার খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপন গুলো চমৎকার ছিল। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

চলে আসেন ভাইয়া এসে খেয়ে যান।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন ভাই।খুব সুন্দর ভাবে আপনার রেসিপিটি উপস্থাপন করেছেন।ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনার রেসিপির বর্ণনা করেছেন ।অনেক ধন্যবাদ আপনাকে রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আল্লাহ গো আমাকে কি ভাবে ভাইয়ার মতো লাগে ☹️☹️
ছেলেরাও কি শাড়ি পড়ে তাহলে 😥😥

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাই রেসিপিটা অসাধারণ ছিল, বিশেষ করে পাঙ্গাস মাছ কিন্তু আমাদের দেহের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার। সেইসাথে ঢেঁড়স পাঙ্গাস মাছ জেনো্ ইউনিক রেসিপি হয়ে যায় সচরাচর দেখা যায় না রেসিপি ধন্যবাদ ভাই

 3 years ago 

আমাকে কি দেখতে ভাইয়া মনে হয় নাকি 😥😥।
তাও ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সরি আপু, মিসটেক। আপনাকেও ধন্যবাদ ।অনেক সুন্দর কাজ করছেন দোয়া করি আরও এগিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে।
আমি কেন জানি এই মাছটা খেতেই পারি না।
তবে আমার বাসার অনেকেরই এই মাছটা অনেক বেশি পছন্দের।

 3 years ago 

ধন্যবাদ আপু🥰🥰🥰

আপনার রেসিপি বরাবর অনেক সুন্দর হয়ে থাকে। রান্নার রেসিপি ধরনগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে রান্না শেষে যখন আপনি এটা উঠিয়ে সাজিয়ে নেন। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঢেঁড়স আমার অনেক পছন্দের একটি সবজি। আপনার রেসিপিটি দেখতে অত্যন্ত সুস্বাদু লাগছে। খাবারের কালারটা সবচেয়ে বেশি সুন্দর এসেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু 😍

 3 years ago 

কি দেখালেন আপু। পাঙ্গাশ মাছ।আহ এই মাছ আমার সব থেকে প্রিয় একটি খাবার, কিন্তু মেসে থাকার কারনে খেতে পারি না আর, যখন বাসায় যাই বাসায় যাওয়ার আগেই আব্বু পাঙ্গাস মাছ কিনে আনে। আমার খুবই ভালো লাগে। তবে লোক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারি না আজ আপনার কাছে বলেই দিলাম 😃😃আপনি আবার কারো কাছে বইলেন না কিন্তু🙈😃

 3 years ago 

হিহিহিহি ভাইয়া এটা খুব প্রিয় মাছ আমার অনেক ভালো লাগে।
লজ্জার কিছু নেই ভাইয়া সবার পছন্দ তো আর এক না।

ধন্যবাদ ভাইয়া 🥰

ঢেঁড়স দিয়ে পাংগাস মাছ ভুনা রেসিপিটা দেখেতে যেমন সুন্দর হয়েছে ,তেমনি খেতে ভারি সুন্দর হয়েছে মনে হচ্ছে আপু।সুন্দর একটা রেসিপিটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপু,আপনার রেসিপিটি খুব সুন্দর ও লোভনীয় হয়েছে।আমার পাঙ্গাস মাছ খুবই প্রিয়।খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66408.50
ETH 3486.20
USDT 1.00
SBD 2.70