🙀ঘরোয়া উপায়ে ভাত রান্নার চাউল দিয়ে সুস্বাদু আলুর বিরিয়ানি রেসিপি🙀।🦊প্রিয়@shy-fox 10% beneficiary।🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। কেমন আছেন সবাই?আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে ভালো আছি।

Picsart_22-04-08_21-35-15-905.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে চলে এলাম একটি মজাদার রেসিপি নিয়ে।ঘরোয়া উপায়ে
সুস্বাদু আলুর বিরিয়ানি রেসিপি।এই রেসিপি তে কোনো মাছ মাংসের প্রয়োজন নেই। আর রোজা রেখে মাছ মাংস ও প্রতিদিন খেতে খুব একটা ভালো লাগে না। আমার একদম পছন্দ না। আর প্রতিদিন ইফতারে ছোলা বুট খেতে ও যেনও কেমন লাগে। তাই আজকে ভাবতে ভাবতে মাথায় বুদ্ধি আসলো।কেননা আজকে ইফতারে বাসায় ভাত রান্নার চাউল দিয়ে আলুর বিরিয়ানি তৈরি করি।ভিন্ন স্বাদে ইফতার টা হয়ে যাবে আর আলাদা মজার স্বাদ টাও পেয়ে যাব।আমি এই মজাদার বিরিয়ানি রেসিপি তৈরি আর আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয় কখনো।চলুন তাহলে ঝটপট করে দেখে আসি ঘরোয়া উপায়ে বিরিয়ানির রেসিপি।

ঘরোয়া উপায়ে সুস্বাদু আলুর বিরিয়ানি রেসিপি।

IMG_20220408_212133.jpg

নংউপকরণ সমূহপরিমাণ
ভাত রান্নার চাউল৫০০গ্রাম।
আলুনয়টি।
টমেটোতিনটি।
কাঁচা মরিচআটটি।
ধনিয়াপাতাপরিমাণ মতো।
শুকনো মরিচ গুঁড়োতিন চামচ।
হলুদ গুঁড়োদুই চামচ।
বিরিয়ানি মসলা গুঁড়োএক চামচ।
জিরা গুঁড়োএক চামচ।
১০ধনিয়া গুঁড়োএক চামচ।
১১মাংস মসলা গুঁড়োএক চামচ।
১২তেজপাতা,এলাচ ও লবঙ্গপরিমাণ মতো।
১৩সয়াবিন তেলপরিমাণ মতো।
১৪লবণস্বাদমতো।
১৫আদা বাটাএক চামচ।
১৬রসুন বাটাদুই চামচ।

IMG_20220408_212658.jpg

প্রথম ধাপ

IMG_20220408_212626.jpg

IMG_20220408_212552.jpg

প্রথমে আলু নিয়ে নিবো। এরপর এক এক করে সব গুলো আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিবো।

দ্বিতীয় ধাপ

IMG_20220408_212716.jpg

IMG_20220408_212607.jpg

এখন ভাত রান্নার চাউল নিয়ে নিবো। এরপর পরিষ্কার করে ধুয়ে নিলাম।

আমাদের ভাত রান্নার চাউল গুলো দেখতে একটু ও সুন্দর না।কারণ আমাদের সব সময় গ্রাম থেকে চাউল কিনে খাওয়া হয়। আর আম্মু দোকানে বিক্রি করা চাউল খেতে চাই না তাই।

তৃতীয় ধাপ

IMG_20220408_212538.jpg

IMG_20220408_212518.jpg

এখন একটি থালায় টমেটো, পেঁয়াজ, ধনিয়াপাতা ও কাঁচা মরিচ নিয়ে নিবো। এরপর পরিষ্কার করে ধুয়ে এখন পেঁয়াজ, ধনিয়াপাতা ও টমেটো কেটে নিবো।

চতুর্থ ধাপ

IMG_20220408_212502.jpg

IMG_20220408_212447.jpg

এবার দুইটি থালায় শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বিরিয়ানি মসলা গুঁড়ো, মাংস মসলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, এলাচি,লবঙ্গ ও লবণ নিয়ে নিবো।

পঞ্চম ধাপ

IMG_20220408_212433.jpg

IMG_20220408_212417.jpg

IMG_20220408_212400.jpg

এবার আমি খোসা ছাড়িয়ে রাখা আলু তে হলুদ গুঁড়ো ও লবণ মাখিয়ে নিবো।এরপর চুলায় একটি করিয়া বসিয়ে তেল দিয়ে দিবো।তেল গরম হলে এতে আলু গুলো দিয়ে তিন মিনিট ভেজে একটি বাটিতে নামিয়ে নিবো।

ষষ্ঠ ধাপ

IMG_20220408_212346.jpg

IMG_20220408_212320.jpg

এখন একটি বড় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিবো। এরপর এতে পেঁয়াজ কুচি গুলো দিয়ে এক মিনিট নেড়ে এরপর তেজপাতা, এলাচি ও লবঙ্গ দিয়ে দিব।

সপ্তম ধাপ

IMG_20220408_212305.jpg

IMG_20220408_212248.jpg

এখন পেঁয়াজ কুচি গুলো ভাজা হলে এবার আমি এতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভাল ভাবে নেড়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিবো।

অষ্টম ধাপ

IMG_20220408_212229.jpg

IMG_20220408_212204.jpg

IMG_20220408_212149.jpg

এবার এক এক করে সব মসলা দিয়ে দিবো। শুধু বিরিয়ানির মসলা টা ছাড়া। এখন সব গুলো মসলা পাঁচ মিনিটের মতো কষিয়ে নিবো।

নবম ধাপ

IMG_20220408_212133.jpg

IMG_20220408_212113.jpg

এখন ভেজে রাখা আলু ও কেটে রাখা টমেটো গুলো দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিবো।

দশম ধাপ

IMG_20220408_212058.jpg

IMG_20220408_212043.jpg

এবার আমি ধুয়ে রাখা ভাতের চাউল গুলো দিয়ে দিবো। এরপর কাঁচা মরিচ ও বিরিয়ানির মসলা গুঁড়ো টা দিয়ে দিবো।

একাদশ ধাপ

IMG_20220408_212028.jpg

IMG_20220408_212010.jpg

IMG_20220408_211954.jpg

এখন চাউলের সাথে মসলা গুলো এক মিনিট ভালো ভাবে নেড়ে চেড়ে নিবো।এরপর আমি চাউলের পরিমাণ মতো চার কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিবো।

দ্বাদশ ধাপ

IMG_20220408_211954.jpg

IMG_20220408_211938.jpg

এখন পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। এরপর চুলার আচটা একদম কম করে নিবো।

ত্রয়োদশ ধাপ

IMG_20220408_210757.jpg

IMG_20220408_210741.jpg

IMG_20220408_210722.jpg

এবার অনেক সময় পর ঢাকনা তুলে একটু নেড়ে দিলাম। এরপর বিরিয়ানি টা ৯৫ ভাগ সিদ্ধ হলে এবার আমি ধনিয়াপাতা কুচি দিয়ে দিবো। এরপর চুলার আগুন টা বন্ধ করে ঢেকে রেখে দিবো। আজকে যেহেতু রোজা তাই লবণ টেস্ট করতে পারিনি।

IMG_20220408_210640.jpg

IMG_20220408_210609.jpg

IMG_20220408_210553.jpg

এখন ইফতারে সময় হয়ে এলে টমেটো, সশা ও কেটে নিবো। এরপর পরিবেশনের জন্য একটি থালায় সুন্দর করে সাজিয়ে দিলাম।সত্যি বলছি খেতে অসম্ভব রকমের টেস্ট হয়েছে। যদিও আগে টেস্ট করতে পারিনি তবে সব একদম ঠিক ঠাক ছিল।আপনারা সবাই একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যারা এই রোজাতে মাছ মাংস খেতে পছন্দ করছেন না আমার মতো।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভাল লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে।

আজকে এই পর্যন্তই শেষ, ভাল থাকবেন সুস্থ থাকবেন সবা। আল্লাহ হাফেজ সবাইক। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন🙏।

ধন্যবাদ সবাইকে 💝💝
@santa14

Sort:  
 3 years ago 

বিরানি তো অনেক খেয়েছি মিষ্টি আপু, তবে এভাবে ভাত রান্নার চাউল দিয়ে কখনো বিরিয়ানি খাওয়া হয়নি এবং এই আইডিয়াটি কখনো মাথায় আসেনি, আপনার আজকে রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক মনে হল আপু, আপনি অনেক সুন্দর করে ভাত রান্নার চাউল দিয়ে সুস্বাদু আলুর বিরিয়ানি রান্না করেছেন, সত্যিই আমার কাছে অনেক সুন্দর লেগেছে শুভকামনা রইলো আপনার জন্য মিষ্টি আপু।

 2 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।ভাইয়া বাসায় তৈরি করে খেয়ে দেখবেন।
আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ভাত রান্নার চাউল দিয়ে সুস্বাদু আলুর বিরিয়ানি রেসিপি দারুন হয়েছে আপু। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে আপু। এত সুন্দর ভাবে প্লেটে সাজিয়ে রেখেছেন মন চাচ্ছে একটি প্লেট নিয়ে বস পরি খাওয়ার জন্য। অনেক সুন্দর করে এই রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

মূল্যবান সময় দিয়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

যাক বাঙালি তবু এখন আলুর বিরিয়ানি খেতে পারবে। রেসিপিটি ভিতরে আমি নতুনত্ব খুঁজে পেলাম। সত্যিই আপনার প্রশংসা না করে পারা যাবে না। অসাধারণ ছিল রেসিপিটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

জি ভাইয়া আলু বিরিয়ানি খেতে অনেক মজাদার। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

এভাবে ভাত রান্নার চাল দিয়ে কখনো আলুর বিরিয়ানি রান্না করে খাওয়া হয়নি আপু। আমার কাছে এই রেসিপিটি খুবই ইউনিক লাগছে। ইউনিক এর পাশাপাশি দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। আমি অবশ্যই কখনো বাসায় এটা ট্রাই করে দেখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

গঠন মূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

এই রেসিপিটা আমার খুব পছন্দের আমি বাসায় প্রায়ই এই ধরনের রেসিপি করে খাই। এটা খেতে আমার খুব ভালো লাগে তবে আমি রেসিপিটাকে ভুনা খিচুড়ি বলি। আপনি খুব চমৎকার করে ভাত রান্নার চাউল দিয়ে সুস্বাদু আলুর বিরিয়ানি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপিটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর আলুর বিরিয়ানি খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। সুস্বাদু আলুর বিরিয়ানি রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গঠন মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

বিরিয়ানির নাম শুনলেই মনে হয় কোথায় থেকে বিরিয়ানির ঘ্রাণ নাকে এসে পৌঁছাচ্ছে। কারণ বিরিয়ানি লাভার দের সবার একই অবস্থা। যাইহোক অনেক সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপনার করা আলু দিয়ে বিরিয়ানি রেসিপি দেখে জিভে জল চলে আসলো আপু। যা দেখে বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনার রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আপনি খুব সুন্দর করে এই রেসিপির প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

বেশ ভাল লাগলো ভাত রান্নার চাউল দিয়ে সুস্বাদু আলুর বিরিয়ানি রেসিপিটা।আমার তো বিরিয়ানি খেতে অস্থির লাগে। দেখেই যেন লোভ লেগে গেল। আপনি দারুন ভাবে রান্না টি সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ভাতের চাল দিয়ে বিরিয়ানি আমার কাছে একেবারেই নতুন একটি আইটেম। আপনার ভাত এর চাল এর বিরিয়ানি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। ইউনিকভাবে বিরিয়ানি তৈরির প্রতিটি আপনি অনেক সুন্দর গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

 2 years ago 

আপু খেতে অনেক মজাদার হয়েছে। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

ভাত রান্নার চাল দিয়ে আলুর বিরিয়ানি রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। কালার দেখে বুঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। জিবে জল ধরে রাখা কষ্টকর হয়ে উঠেছে। আপনার রান্না যেমন সুন্দর উপস্থাপনা ও চমৎকার। সেই সাথে প্রতিটি ধাপ সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। শুভ কামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপ। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65