🌴diy এসো নিজে করি🌴 চাউল ও পোস্টার রঙ দিয়ে নারিকেল গাছের ওয়ালমেট।প্রিয়@shy-fox 10% beneficiary।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

Picsart_22-02-28_22-43-24-715.jpg

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে ভালো আছি।

আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে আমি একটি diy পোস্ট তৈরি করতে যাচ্ছি। চাউল ও পোস্টার রং দিয়ে নারিকেল গাছের ওয়ালমেট তৈরি।আমি আগেই বলছি সবার করে তেমন ভালো diy অথবা আর্ট করতে পারি না। তবে সব সময় ইনশাআল্লাহ চেষ্টা করবো আরো ভালো কিছু করে দেখানোর জন্য।আমি যতটুকু রঙ না করি তার চেয়ে আরো বেশি রঙ নষ্ট করি ফেলে।আমার বিছানার চাদর দুইটা শেষ। আজকেও একটা ওড়না নষ্ট করছি।আম্মুর কাছ থেকে বকা শুনতে হবে। আপনারা হয়তো বলতে পারে তাহলে টেবিলে বসে করতে পারি না। হ্যা টেবিলে বসে করতে পারি কিন্ত পায়ে অনেক ব্যাথা হয় বেশি সময় থাকলে।তাই বিছানায় বসে করতে অনেক সুবিধা হয়।আচ্ছা আর বক বক করবো না। চলুন তাহলে শুরু করি আজকের এই diy পোস্ট।

🌴চাউল ও পোস্টার রং দিয়ে নারিকেল গাছের ওয়ালমেট তৈরি🌴

IMG_20220228_223737.jpg

নংউপকরণ সমূহ
১.মোটা কাগজ।
২.চাউল।
৩.কালো পোস্টার রং।
৪.হলুদ পোস্টার রং।
৫.লাল পোস্টার রং।
৬.কলম।
৭.কেচি।
৮.আঠা।
৯.রং তুলি।

IMG_20220228_223158.jpg

১নং ধাপ

IMG_20220228_223215.jpg

প্রথমে একটি মোটা কাগজ নিয়ে নিবো। এরপর আমি কলম দিয়ে নারিকেল গাছ অংকন করে নিয়ে নিবো।

২নং ধাপ

IMG_20220228_223233.jpg

IMG_20220228_223247.jpg

এবার নারিকেল গাছ গুলো অংকন করা হলে এখন আমি কেচি দিয়ে নারিকেল গাছ গুলো সুন্দর করে কেটে নিবো।

৩নং ধাপ

IMG_20220228_223321.jpg

IMG_20220228_223336.jpg

এবার আমি আঠা নিয়ে নিবো। এরপর আঠা নিয়ে নারিকেল গাছের পিছনে ভালো ভাবে আঠা লাগিয়ে দিবো।

৪নং ধাপ

IMG_20220228_223351.jpg

IMG_20220228_223408.jpg

এখন বেশি করে চাউল লাগিয়ে দিবো। যেই অংশে আঠা লাগিয়ে রেখে ছিলাম।এবার শুকনোর জন্য রেখে দিবো।

৫নং ধাপ

IMG_20220228_223432.jpg

IMG_20220228_223444.jpg

IMG_20220228_223501.jpg

এখন চাউল গুলো ভালো ভাবে লেগে গেছে। এবার আমি কালো পোস্টার রং দিয়ে নারিকেল গাছ গুলো রঙ করে নিবো।

৬নং ধাপ

IMG_20220228_223306.jpg

IMG_20220228_223517.jpg

IMG_20220228_223530.jpg

এখন আবার একটি মোটা কাগজ নিয়ে উপরে গোল করে কেটে নিবো। এরপর নিচের অংশ টা নারিকেল গাছের জন্য আবার আঠা গিয়ে চাউল লাগিয়ে দিবো।

৭নং ধাপ

IMG_20220228_223544.jpg

IMG_20220228_223602.jpg

IMG_20220228_223640.jpg

এখন হলুদ ও লাল পোস্টার রং নিয়ে নিবো। এরপর উপরের অংশে লাল ও নিচের অংশে হলুদ কালার রঙ করে নিবো।চলুন এখন ধাপে ধাপে দেখি।

৮নং ধাপ

IMG_20220228_223658.jpg

IMG_20220228_223721.jpg

আবার নারিকেল গাছের পিছনে আঠা লাগিয়ে নিবো।এরপর নারিকেল গাছ গুলো লাগিয়ে দিবো।

৯নং ধাপ

IMG_20220228_223737.jpg

IMG_20220228_223750.jpg

এবার আবার নারকেল গাছের নিচে একটি ছোট চেয়ার তৈরি করে নিলাম।এখন নারিকেল গাছে আবার লাল রং করে নিবো।

১০নং ধাপ

IMG_20220228_223844.jpg

IMG_20220228_223815.jpg

এবার আমার তৈরি করা হয়ে গেলো চাউল ও পোস্টার রং দিয়ে নারিকেল গাছের ওয়ালমেট তৈরি।

IMG_20220228_223918.jpg
আশা করি আমার আজকের এই ওয়ালমেট তৈরি আপনাদের কাছে ভালো লাগবে।কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। সবার শেষে আমি একটি সেলফি তুলে নিলাম।

IMG_20220228_224050.jpg

পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Sort:  
 3 years ago 

চাউল ও পোস্টার রং দিয়ে অসাধারন একটি ওয়ালমেট তৈরি করছেন অপু। নারিকেল গাছের ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা পরবর্তীতে এটি তৈরি করতে সুবিধা হবে আমাদের ।
আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া। গঠন মূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও অসাধারন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। এইভাবে চাল এবং রং দিয়ে এত সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় জানতাম না। কেরকম ওয়ালমেট গুলি ঘরে লাগিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখায়। আমার মনে হয় এটি তৈরি করতে আপনার অনেক বেশি সময় এবং পরিশ্রম লেগেছে। আমাদের মাঝে এত অসাধারন একটি ওয়ালমেট নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

এই রং তুলি নিয়ে বসলে অনেক কিছু নষ্ট হয়। এজন্য আমি তো ফ্লোরে বসে করি। কিন্তু যখন আর্ট শেষ হয় তখন আর সোজা হয়ে দাঁড়াতে পারি না😆😆।
আপনার আজকের চাল দিয়ে গাছের ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে। চাল দিয়ে এভাবে ওয়ালমেট তৈরি করা খুবই কষ্টকর। কিন্তু আপনি খুবই নিখুঁতভাবে এটি তৈরি করেছেন। যার কারণে দেখতে খুব চমৎকার লাগছে।

 3 years ago 

একদম ঠিক বলছেন আপু ফ্লোরে বসে কাজ করে এরপর আর উঠে বসতে পারি না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মনি গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 
আপনার ওয়ালমেটটি সুন্দর ভাবে সাজিয়ে রাখার মতো একটি ওয়ালমেট। আমার কাছে খুবই দারুণ লেগেছে। ক্রিয়েটিভ মন মানুষিকতা থেকেই সুন্দর কিছু তৈরি করা সম্ভব। আমার কাছে অনেক ভালো লাগে যখন দেখি কেউ ইউনিক কিছু আমাদের উপহার দিচ্ছে। আশা করি আরো সুন্দর সুন্দর প্রজেক্ট আমাদের উপহার দিবেন।
 3 years ago 

ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ওয়াও অসাধারণ
পোস্টার রং দিয়ে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। দেখে অনেক ভালো লাগলো। সত্যি অনেক সুন্দর ছিল। এবং প্রত্যেকটি স্টেপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি ওয়ালমেট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

নারিকেল গাছের খুবই সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি।।
আমার কাছে খুবই ভালো লেগেছে।।
কালার টা দারুণ ফুটেছে।।
দারুণ উপস্থাপন করেছেন

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ওয়াও দিদি আপনি চাউল ও পোস্টার রং দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চাউল ও পোস্টার রং দিয়ে এত সুন্দর ওয়ালমেট বানানো যায় আগে জানতাম না। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু মনি গঠন মূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

জিনিসটা খুব সুন্দর তো 😍
আপনি খুব চমৎকারভাবে চাল দিয়ে এই চমৎকার নারিকেল গাছের ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে ☺️ বোঝাই যাচ্ছে কাজটি বেশ কষ্টসাধ্য ছিল ।আপনি সাজিয়ে-গুছিয়ে সুন্দর উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া🥰,এতো সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।আপনার জন্যও অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপনার পোস্টটি টি দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ হয়েছে। আপনি খুব দারুণ ভাবে চাউল ও পোস্টার রঙ দিয়ে নারিকেল গাছের ওয়ালমেট আমাদের ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65