🌻diy এসো নিজে করি 🌻শপিং ব্যাগ দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি।🥳প্রিয়@shy-fox 10% beneficiary।🥳

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

Picsart_22-03-06_20-27-47-896.jpg

আমার প্রিয় আমার বাংলা ব্লগ বাসি সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমি @santa14 আজকে আমি আপনাদের সাথে আবার হাজির হলাম। আজকে আমি আপনাদের মাঝে কোনো রেসিপি পোস্ট করবো না।আজকে আমি একটি diy পোস্ট নিয়ে হাজির হয়েছি।শপিং ব্যাগ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি নিয়ে হাজির হলাম।সব সময় রেসিপি পোস্ট করতে ভালো লাগে না। আমার নিজের কাছেও খারাপ লাগে। তাই এখন থেকে প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ দুইটি করে diy পোস্ট রাখবো।চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকের ওয়ালেটে তৈরি।

শপিং ব্যাগ দিয়ে অসাধারণ ওয়ালমেট তৈরি

IMG_20220306_201254.jpg

নংউপকরণ সমূহ
১.লাল শপিং ব্যাগ।
২.নীন শপিং ব্যাগ।
৩.কেচি।
৪.আঠা।
৫.সবুজ কাগজ।
৬.শক্ত কাগজ।
৭.বাদামী শপিং ব্যাগ।

IMG_20220306_202007.jpg

১নং ধাপ

IMG_20220306_201954.jpg

IMG_20220306_201943.jpg

IMG_20220306_201929.jpg

IMG_20220306_201913.jpg

এখন প্রথমে আমি বাদামী শপিং ব্যাগ নিয়ে শক্ত কাগজের সমান করে কেচি দিয়ে কেটে নিয়ে নিবো। এরপর বাদামী শপিং ব্যাগের একটি টুকরো আঠা দিয়ে ভালো ভাবে লাগিয়ে দিবো।

২নং ধাপ

IMG_20220306_201856.jpg

IMG_20220306_201846.jpg

IMG_20220306_201833.jpg

IMG_20220306_201815.jpg

এখন আমি একটি লাল শপিং ব্যাগ নিয়ে চার পাশে সমান করে কেটে নিবো। এরপর আবার লাল শপিং ব্যাগ টা চার বাজ করে নিয়ে নিবো।

৩নং ধাপ

IMG_20220306_201805.jpg

IMG_20220306_201745.jpg

IMG_20220306_201733.jpg

এবার আমি লাল শপিং ব্যাগের চার বাজকে কুচি দিয়ে দিবো। এরপর আমি আবার একটি লাল ব্যাগের টুকরো দিয়ে বেধে দিবো।

৪নং ধাপ

IMG_20220306_201723.jpg

IMG_20220306_201712.jpg

IMG_20220306_201654.jpg

IMG_20220306_201644.jpg

এবার আমি শপিং ব্যাগের কুচি গুলো কেচি দিয়ে কেটে ফুলের পাপড়ি তৈরি করে নিবো। এরপর আমি ফুলের পাপড়ি গুলো খুলে নিলাম। এখন তৈরি হয়ে গেলো আমার ফুল।

৫নং ধাপ

IMG_20220306_201631.jpg

IMG_20220306_201606.jpg

এবার আমি সব গুলো ফুল তৈরি করে নিয়ে নিলাম।এরপর আমি একটি সবুজ রঙের কাগজ নিয়ে নিলাম।

৬নং ধাপ

IMG_20220306_201553.jpg

IMG_20220306_201538.jpg

IMG_20220306_201527.jpg

এখন আমি সবুজ কাগজ নিয়ে কেটে টুকরো করে কেটে নিয়ে নিবো। পাতা তৈরি করার জন্য।

৭নং ধাপ

IMG_20220306_201514.jpg

IMG_20220306_201504.jpg

IMG_20220306_201447.jpg

এখন আমি সবুজ রঙের কাগজ দিয়ে কোণা করে নিয়ে নিবো। এরপর আমি কেচি দিয়ে পাতা গুলো কেটে নিয়ে নিবো।

৮নং ধাপ

IMG_20220306_201434.jpg

IMG_20220306_201421.jpg

IMG_20220306_201408.jpg

এখন আমি পাতা বাজ করে নিয়ে নিবো। এভাবেই সব গুলো পাতা আমি তৈরি করে নিয়ে নিবো।

৯নং ধাপ

IMG_20220306_201353.jpg

IMG_20220306_201335.jpg

IMG_20220306_201322.jpg

এখন এক এক করে সব গুলো পাতা আটা দিয়ে লাগিয়ে নিয়ে নিবো।

১০নং ধাপ

IMG_20220306_201309.jpg

IMG_20220306_201254.jpg

এবার আমি আবার আঠা দিয়ে ফুল গুলো ভালো ভাবে লাগিয়ে নিয়ে নিবো। চলুন ধাপে ধাপে দেখি।

১১নং ধাপ

IMG_20220306_201133.jpg

IMG_20220306_201112.jpg

IMG_20220306_200953.jpg

১২নং ধাপ

IMG_20220306_200938.jpg

IMG_20220306_200923.jpg

এখন সব শেষে তৈরি করে নিলাম। শপিং ব্যাগ দিয়ে অসাধারণ এই ফুলের ওয়ালমেট।

IMG_20220306_200905.jpg

IMG_20220306_200754.jpg

এখন অসাধারণ এই ওয়ালমেটের সাথে একটি সেলফি তোলে নিলাম। আশা করি আমার আজকের এই ওয়ালমেট তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন।

আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাই ক। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Sort:  
 2 years ago 

আপনি শপিং ব্যাগ দিয়ে ফুলের ওয়ালমেটটি চমৎকার ভাবে তৈরি করেছেন। আপনার আইডিয়াটা দারুণ। দেখে আমার খুবই ভালো লাগলো। ফুলগুলো সত্যি দারুন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য টার জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য। ✌️

এতদিন শুধু রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখেছি কিন্তু আজকে ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে এত সুন্দর ভাবে যে ফুল তৈরি করা যায় আজকে প্রথম দেখলাম। ফুল গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ইউনিক একটা ড্রাই আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মতামত টা শেয়ার করার জন্য।দুআ করবেন ভাইয়া যেন এই রকম আরো কিছু জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। শুভকামনা আপনার জন্য।

বাহ আপনি তো দারুণ ফুল তৈরি করেছেন আপু। আগে কখনো ভাবি নি যে শপিং ব্যাগ গুলো দিয়ে এভাবে সুন্দর সুন্দর ফুল বানানো যায়। আজকে হাতেনাতে দেখে নিলাম। সত্যিই অসাধারণ হয়েছে ফটোগুলো। আপনার জন্য শুভকামনা রইল আপু। এভাবেই এগিয়ে যায় সামনের দিকে এই দোয়াই করি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত টা শেয়ার করার জন্য।আপনাদের সার্পোট ফেলে চেষ্টা করবো আরো অসাধারণ কিছু বানিয়ে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

শপিং ব্যাগ দিয়ে খুবই চমৎকার ফুলের একটি ওয়ালমেট তৈরি করলেন। আমার কাছে তো ফুলের ওয়ালমেট টি অসাধারণ লাগলো। বিশেষ করে শপিং ব্যাগের তৈরি করা ফুলগুলো চমৎকার দেখাচ্ছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা ও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় আপু,আপনার মতামত টা শেয়ার করার জন্য।শুভকামনা রইলো আপনার জন্য।✌️

 2 years ago 

শপিং ব্যাগ দিয়ে একটি চমৎকার ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য টার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন আপু। বিশেষ করে ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। দারুণভাবে বানিয়েছেন আপনি। দেখতে অনেক সুন্দর লাগছে ওয়ালমেট টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মূল্যবান মন্তব্য টার জন্য।
যদি আপনাদের এমন সার্পোট পাই, ইনর্শাআল্লাহ্ সামনে আরো কিছু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো।শুভকামনা রইলো আপনার জন্য। ✌️

 2 years ago 

আপনার প্রতিটি পোষ্ট অনেক সুন্দর হয় সেটা রেসিপি হোক আর ডাই পোস্ট হোক। কাপড়ের ব্যাগ দিয়ে এত সুন্দর ফুল আর ফুলের পাতা তৈরি করা যায় সেটা আপনার পোস্ট না দেখলে বুঝতে পারতাম না। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার এতো সুন্দর একটা মন্তব্যর জন্য।আসলে আপনাদের সার্পোট এ এই রকম কিছু পোস্ট করার উৎসাহ পাই,আশা করি সামনে ও আপনাদের এমন সার্পোট পাবো।শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপনাকে স্বাগতম আপু মনি 🥰

 2 years ago 

বাহ শপিং ব্যাগ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন ফুলের।
সত্যি দেখে অবাক হওয়ার মত।
ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেবে।
শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার মতামত টার জন্য।শুভকামনা রইলো আপনার জন্য।✌️

 2 years ago 
শপিং ব্যাগগুলো আমরা ফেলে দেই কাজ শেষ হলে, তবে এই ফেলে দেওয়া ব্যাগ দিয়েও যে দারুণ কিছু তৈরি করা যায়, আপনার পোস্ট না দেখলে বুঝতামই না। আপনি এতো সুন্দর ভাবে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আমি সত্যি মুগ্ধ হলাম। আপনার ক্রিয়েটিভ কাজের জন্য আপনাকে অভিনন্দন। ❣️❣️
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত টা শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ্ চেষ্টা করবো আরো কিছু আনকমন জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি।শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33