🌴diy এসো নিজে করি🌴নারিকেল পাতা দিয়ে গোলাপ ফুল গাছ তৈরি।🥳প্রিয়@shy-fox 10% beneficiary।🥳

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

Picsart_22-03-04_18-36-22-845.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।তবে মাইগ্রেনের ব্যাথা মাঝে মাঝে খুব কষ্ট করতে হয়😥।

আমি @santa14 আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একদম নতুন diy পোস্ট নিয়ে। নারিকেল পাতা দিয়ে গোলাপ ফুল গাছ তৈরি নিয়ে হাজির হয়েছি।নারিকেল পাতা দিয়ে ছোট বেলায় অনেক ধরনের খেলনা তৈরি করেছি।তবে বেশির ভাগ সময় নারিকেল পাতা দিয়ে হাতের ঘড়ি, চশমা,কানের দোল এইসব গুলো তৈরি করে খেলা করতাম। আজকে এই নারিকেল পাতা দিয়ে গোলাপ ফুল গাছ তৈরি করার সময় সেই ছোটবেলার কথা মনে পড়ছিল অনেক। আসলে সেই ছোট বেলার পাতা দিয়ে ভাঙা চূড়া খেলনা গুলোই ভালো ছিল।আগের সেই অগোছালো জীবন টা খুব সুন্দর ছিল। আজ বড় হয়ে বুঝতে পারছি। আর বেশি না বলে শুরু করি আজকের এই নারিকেল পাতা দিয়ে গোলাপ ফুল গাছ তৈরি।

নারিকেল পাতা দিয়ে গোলাপ ফুল গাছ তৈরি

IMG_20220304_182229.jpg

নংউপকরণ সমূহ
১.নারিকেল পাতা।
২.কেচি।
৩.সবুজ সুতা।
৪.নারিকেল পাতার শলা।

IMG_20220304_181803.jpg

১নং ধাপ

IMG_20220304_181836.jpg

IMG_20220304_181849.jpg

IMG_20220304_181904.jpg

এবার আমি নারিকেল পাতা নিয়ে নিবো। এরপর নারিকেল পাতা থেকে শলা টা বের করে নিয়ে শলা কেটে নিয়ে নিবো।

২নং ধাপ

IMG_20220304_181936.jpg

IMG_20220304_181959.jpg

IMG_20220304_182110.jpg

এবার নারিকেল পাতা থেকে শলা বের করে নিয়ে নিবো। এরপর আমি গোলাপ ফুলের মাঝখানের অংশ টা প্রথমে তৈরি করে নিয়ে নিবো।

৩নং ধাপ

IMG_20220304_182127.jpg

IMG_20220304_182147.jpg

IMG_20220304_182208.jpg

নারিকেল পাতা দিয়ে একবার উপরে একবার নিচে নিয়ে দিয়ে গোলাপ ফুল টা তৈরি করে নিবো। চলুন দেখি ধাপে ধাপে।

৪নং ধাপ

IMG_20220304_182229.jpg

IMG_20220304_182245.jpg

IMG_20220304_182404.jpg

এখন তৈরি করে নিলাম নারকেল পাতার গোলাপ ফুল।

৫নং ধাপ

IMG_20220304_182312.jpg

IMG_20220304_182326.jpg

IMG_20220304_182347.jpg

এখন গোলাপ ফুল টা তৈরি হলে এবার আমি বাকি নারিকেল পাতা নিয়ে নিচে শলার সাথে ভালো ভাবে পেঁচিয়ে দিয়ে দিবো। এরপর সবুজ সুতা দিয়ে ভালো ভাবে বেঁধে নিয়ে নিবো।

৬নং ধাপ

IMG_20220304_182431.jpg

এমন করে একই পদ্ধতিতে নারিকেল পাতা দিয়ে সব গুলো গোলাপ ফুল তৈরি করে নিলাম।

৭নং ধাপ

IMG_20220304_182449.jpg

এবার গোলাপ ফুলের পাতা তৈরির জন্য বড় বড় দুইটি নারিকেল পাতা নিয়ে নিবো।

৮নং ধাপ

IMG_20220304_182502.jpg

IMG_20220304_182524.jpg

এখন একটি নারিকেল পাতা নিয়ে প্রথমের অংশ চিকন করে কেটে নিবো। এরপর মাঝখানের অংশ টা একটু গোল করে আবার উপরে অংশ চিকন করে কেটে পাতা তৈরি করে নিবো।

৯নং ধাপ

IMG_20220304_182542.jpg

IMG_20220304_182556.jpg

একই পদ্ধতিতে সব গুলো পাতা কেটে নিয়েছি।

১০ নং ধাপ

IMG_20220304_182609.jpg

IMG_20220304_182626.jpg

IMG_20220304_182648.jpg

IMG_20220304_182741.jpg

এবার একটি নারিকেল পাতার বড় একটি শলা নিয়ে নিবো। এরপর আমি এক এক করে সব গুলো গোলাপ ফুল শলাতে সবুজ সুতা দিয়ে বেঁধে নিয়ে নিবো।

১১নং ধাপ

IMG_20220304_182810.jpg

এখন আগে থেকেই কেটে রাখা পাতা নিয়ে নিবো।

১২নং ধাপ

IMG_20220304_182828.jpg

IMG_20220304_182857.jpg

IMG_20220304_182959.jpg

IMG_20220304_182937.jpg

এখন এক এক করে সব গুলো পাতা গাছে সুতা দিয়ে বেঁধে নিলাম। এইভাবে সব গুলো পাতা লাগিয়ে তৈরি করে নিলাম আজকের নারিকেল পাতা দিয়ে গোলাপ ফুল গাছ।

IMG_20220304_181708.jpg

এখন একটি ছোট টপে সুন্দর করে সাজিয়ে দিলাম। নারিকেল পাতা দিয়ে গোলাপ ফুল গাছ। আশা করি আমার আজকের এই diy পোস্ট টি ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন।সবার শেষে আমি একটি সেলফি তুলে নিলাম।

IMG_20220304_181730.jpg

আজকে এই পর্যন্ত শেষ করছি আবার আসব নতুন কিছু নিয়। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই ক। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Sort:  
 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে নারিকেলের পাতা দিয়ে গোলাপ ফুল গাছ তৈরি করেছেন। অনেক ছোটবেলায় আমরা নারিকেলের পাতা দিয়ে অনেক রকমের ফুল তৈরি করতাম। আপনার ফুল তৈরি দেখে আমার কাছে আপনার ফুল তৈরি পঞ্চম ধাপের ছবিগুলো অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে গোলাপ ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপু আপনি তো ছোট বেলার কথা মনে করায় দিলেন। আগে যখন ছোট ছিলাম তখন নারিকেলের পাতা দিয়ে হাত ঘড়ি চশমা বানাতাম কি যে ভালো লাগতো। আপনি নারিকেলের পাতা দিয়ে খুব সুন্দর গোলাপ ফুল গাছের পাতা তৈরি করেছেন দেখতে কিন্তু দারুণ লাগছে।

 2 years ago 

জি ভাইয়া ছোট বেলার খেলার সাথি এক কথায়। ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ওয়াও আপু অসাধারণ, সম্পূর্ণ ইউনিক একটি পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন, নারিকেলের পাতা দিয়ে গোলাপ ফুলের তৈরি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সম্পূর্ণ ভিন্নধর্মী ক্রিয়েটিভিটি প্রকাশ পেয়েছে। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

গঠন মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

নারিকেলের পাতা দিয়ে গোলাপ ফুলের গাছ তৈরি করার আইডিয়া টি অসাধারণ ছিল।
আমি এরকম ভাবে কখনো ভেবে দেখি নি। সত্যিই আপনার ইউনিক বুদ্ধি এবং নতুন চিন্তাধারার তারিফ করতে হয়।
দাঁতগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে অনেক সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনার সৃজনশীলতা প্রশংসা করতেই হয় ।কারণ আপনি নারিকেলের পাতা দিয়ে অসাধারণ ভাবে গোলাপ ফুল তৈরি করে দেখিয়েছেন যা দেখতে অসাধারণ লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া,আমাকে এতো দারুণ একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ওয়াও নারিকেলের পাতা দিয়ে একটি অসাধারন গোলাপ ফুল তৈরি করলেন। ছোটবেলায় এরকম নারিকেল পাতা দিয়ে কত কিছুইনা তৈরি করতাম। আজকে আপনার গোলাপ ফুল তৈরি টা দেখে ছোটবেলার কথা খুব মনে পড়তেছে। ছোটবেলাটা কতই না হাসিখুশি ভাবে কাটতো। আবার যদি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম। আপনার নারিকেল পাতা দিয়ে গোলাপ ফুল তৈরি টা আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মনি কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু মনি।

 2 years ago 

নারকেল পাতা ছোট বেলার খেলার সাথি কতো কি বানিয়েছি এই পাতা দিয়ে।নারকেল পাতা দিয়ে বানানো গোলাপ ফুল গাছটি অনেক সুন্দর লাগছে দেখতে।খুব গুছিয়ে আপনি প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 
নারিকেলের পাতা দিয়ে ঘড়ি বানাতে পারি, ঘিন্নি বানাতে পারি তবে গোলাপ বানানোর প্রসেস দেখি নাই। তবে আপনার পোস্টর মাধ্যমে আজকে নতুন একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম৷। ভালো লাগলো।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও, নারিকেলের পাতা দিয়ে অনেক সুন্দর করে গোলপ ফুল তৈরি করেছেন আপু, দেখে সত্যি অনেক ভালো লাগলো, আর উপস্থাপন ও অনেক সুন্দর ছিলো, আপনার পোস্টি দেখে যে কেউ এটি তৈরি করতে পারবে, ধন্যবাদ মিষ্টি আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কমেন্ট উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

নারিকেলের পাতা দিয়ে ইউনিক একটি জিনিস তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন। বিশেষ করে গোলাপ ফুলের গাছ তৈরি অসাধারণ লেগেছে। এত সুন্দর ভাবে দক্ষতার সাথে আপনি নারকেলের পাতা দিয়ে তৈরি করলেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর একটি কমেন্ট করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56