🎆Diy এসো নিজে করি 🎆 মাটির ব্যাংকে পোস্টার রং দিয়ে পেইন্টিং।প্রিয়@shy-fox 10% beneficiary।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

Picsart_22-02-22_22-22-09-375.jpg

আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে ভালো আছি।

আমি @santa14 আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। মাটির ব্যাংকে পোস্টার রং দিয়ে পেইন্টিং।প্রথমেই বলি আমি আপনাদের সবার মতো তেমন ভালো পেইন্টিং করতে পারি না। তবে সব সময় চেষ্টা করি ভালো ভাবে উপস্থাপন করতে আপনাদের সাথে। আমি মাটির ব্যাংকে পোস্টার রং দিয়ে একদম সিম্পল একটি পেইন্টিং করতে যাচ্ছি।

  • পেইন্টিং টি শুরু করার আগে আপনাদের সাথে
    আমার এই মাটির ব্যাংক টি নিয়ে কিছু কথা বলবো। আমি এই ব্যাংক টি চট্টগ্রাম থেকে কিনে ছিলাম।আমরা সবাই তো গরীব দুঃখীদের সাহায্য করি।তবে যখন বাসা থেকে কোথাও যাওয়া হয় তখন। তা না হয় তেমন ভাবে কাউকে সাহায্য করতে পারি না। আর আমার যদিও সাহায্য করি খুব অল্প পরিমাণে কিছু টাকা, যা দিয়ে হয়তো তাদের এক বেলা ভাত খেতে পারে।আমার ছোট ছোট অনেক সপ্ন আছে তার মধ্যে। এই ব্যাংকে টাকা রাখা টা একটা। আমি যদি মাটির ব্যাংকটি তে প্রতিদিন ৫০ টাকা করে রাখি তাহলে মাসে ১ হাজার ৫০ শত টাকা হয় আর বছরে ১৮ হাজার ২ শত ৫০ টাকা আসে। তাহলে এই টাকা দিয়ে আমরা একজন দুঃখী মানুষকে একটি গরু বা ছাগল কিনে দিয়ে তাদের সংসারের আয়ের ব্যবস্থা করে দিতে পারি।এটাই আমার ছোট সপ্ন তবে এক বছর তো লাগবে না খুব অল্প সময়েই করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে দয়া করে জানাবেন।

আমরা চাইলে করতে পারি। কারণ আমরা প্রতিদিন কম করে হলেও ৫ শত টাকা এভাবে ওই ভাবে খরচ করে থাকি।তার মধ্যে থেকে যদি খুব অল্প পরিমাণে গরীব দুঃখীদের জন্য রেখেই তাহলে তো আর কোনো সমস্যা হচ্ছে না।আচ্ছা যাই হোক আর বকবক করবো না।চলুন তাহলে শুরু করি আজকের পেইন্টিং।

মাটির ব্যাংকে পোস্টার রং দিয়ে পেইন্টিং

IMG_20220222_213623.jpg

নংউপকরণ সমূহ
১.মাটির ব্যাংক।
২.সাদা পোস্টার রং।
৩.নীল পোস্টার রং।
৪.লাল পোস্টার রং।
৫.কালো পোস্টার রং।
৬.হলুদ পোস্টার রং।
৭.সবুজ পোস্টার রং।
৮.রং তুলি।

IMG_20220222_213521.jpg

১নং ধাপ

IMG_20220222_214107.jpg

IMG_20220222_214054.jpg

IMG_20220222_214042.jpg

প্রথমে সাদা পোস্টার রং ও রং তুলি দিয়ে পুরোটা ব্যাংক সাদা রং করে নিয়ে নিবো।এরপর চলুন ধাপে ধাপে দেখে আসি।

২নং৷ ধাপ

IMG_20220222_214030.jpg

IMG_20220222_214020.jpg

মাটির ব্যাংকের উপরের অংশ আমি কালো রং করে নিবো।

৩নং ধাপ

IMG_20220222_214008.jpg

IMG_20220222_213943.jpg

IMG_20220222_213932.jpg

এখন লাল রং নিয়ে রং করে নিবো।

৪নং ধাপ

IMG_20220222_213916.jpg

IMG_20220222_213905.jpg

IMG_20220222_213851.jpg

৫নং ধাপ

IMG_20220222_213835.jpg

IMG_20220222_213823.jpg

IMG_20220222_213811.jpg

৬নং ধাপ

IMG_20220222_213757.jpg

এখন হলুদ রং করা হলে এবার আবার লাল রং করে নিবো।

৭নং ধাপ

IMG_20220222_213745.jpg

IMG_20220222_213726.jpg

IMG_20220222_213704.jpg

এবার নীল রং দিয়ে নিচের পুরো অংশ রং করে নিয়ে নিবো।

৮নং ধাপ

IMG_20220222_213641.jpg

IMG_20220222_213623.jpg

৯নং ধাপ

IMG_20220222_213607.jpg

IMG_20220222_213521.jpg

IMG_20220222_213507.jpg

এখন এখানেই শেষ হলো মাটির ব্যাংকের উপর পোস্টার রং দিয়ে পেইন্টিং করা।

IMG_20220222_213444.jpg

IMG_20220222_213416.jpg

আশা করি আমার আজকের পেইন্টিং করা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে।সবার শেষে আমি একটি সেলফি তুলে নিলাম🤭।

IMG_20220222_213259.jpg

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ সবাইকে। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন🙏।

ধন্যবাদ সবাইকে। ❤️

@santa14

Sort:  
 3 years ago 

আপু পোস্টার রং দিয়ে মাটির ব্যাংক খুবই সুন্দর ভাবে পেইন্টিং করেছেন।ভিন্ন ভিন্ন রং দিয়ে পেইন্টিং সম্পন্ন করায় দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।পেইন্টিং সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মতামত শেয়ার করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

মাটির ব্যাংকের উপর অনেক সুন্দর করে পেইন্টিং করেছেন আপু, অনেক দিন পরে মাটির ব্যাংক চোখে পরলো, ছোট বেলায় অনেক টাকা জমাইতাম, এই ঐতিহাসিক ব্যাংক গুলো দিন দিন হারিয়ে যাইতেছে, আপনার কাছে মাটির ব্যাংকটি দেখে খুব ভালো লাগলো, আর খুবেই সুন্দর করে ব্যাংকটির গায়ে পেইন্টিং তৈরি করেছেন, উপস্থাপনাও অনেক সুন্দর ছিলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো মিষ্টি আপু।

 3 years ago 

জি ভাইয়া এখন তেমন দেখা যায় না ব্যাংক গুলো। আমাদের এখানে তো পাওয়া যায় না। আমি চট্টগ্রাম থেকে নিয়ে আসছি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

মাটির ব্যাংকে আপনি অনেক সুন্দর পেইন্টিং করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনার হাতের কাজ অনেক ভালো। এ সকল কাজ অনেক সময় নিয়ে করতে হয় এবং অনেক নিখুঁত ভাবে করতে হয়। আপনি সেটা করিয়ে দিয়েছেন। এবং আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাইয়া এই কাজ টা করতে অনেক সময় লেগেছে। তবে আপনাদের কাছে ভালো লেগেছে শুনে আমি অনেক খুশি। আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 
ওয়াও মাটির ব্যাংকে পোস্টার রং দিয়ে অনেক সুন্দর পেইন্টিং তৈরি করেছেন আপু। দেখতে অপূর্ব সুন্দর লাগতাছে। এবং কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ছিল পুরাই জোস। এবং প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পেইন্টিং আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,,,,,
 3 years ago 

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে মাটির ব্যাংকে পোস্টার রং দিয়ে পেইন্টিং করেছেন। মাটির ব্যাংক এর উপরে রং করার দৃশ্য গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর ভাবে রং করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপু আপনার স্বপ্নটি খুব সুন্দর ।আমাদের সবারই গরিব মানুষ গুলোর পাশে দাঁড়ানো উচিত।
যাইহোক পোস্টার রং দিয়ে আপনি খুব সুন্দর একটি মাটির ব্যাংকে খুব সুন্দর করে অংকন করেছেন ।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।প্রতিটি ধাপের উপস্থাপনা ছিল চমৎকার ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

দুআ করবেন আপু আমার সপ্ন গুলো যেনও পূরণ করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু মনি।

 3 years ago 

মাটির ব্যাংকে আপনি অনেক চমৎকার ভাবে পোস্টার রং ব্যবহার করে সুন্দর একটি পেইন্টিং অঙ্কন করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অঙ্কিত পোস্টার রঙের পেইন্টিংটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে পেইন্টিং পর্ব আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ওয়াও আপু আপনিতো মাটির ব্যাংক টাকে খুবই চমৎকার ভাবে পেইন্টিং করে ফেললেন। দেখতে তো খুবই অসাধারণ দেখাচ্ছে। আপু আপনি তো গরিব দুঃখীদের কে সাহায্য করার জন্য খুবই চমৎকার একটি পদ্ধতি নিয়েছেন। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার এই কাজটি দেখে। আমাদের সকলেরই উচিত এইভাবে কারো না কারোর পাশে এসে দাঁড়ানো। আপনার পেইন্টিংটা যেমন সুন্দর হয়েছে আপনার গরিবদের পাশে থাকার চিন্তা ভাবনা টাও দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 3 years ago 

আপু আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য।
আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল আপু।

 3 years ago 
পোস্টার রং করাতে মাটির ব্যাংকটি অনেক সুন্দর লাগছে। এই রকম ব্যাংক আমাদের এখনে বৈশাখী মেলাতে দেখা যায়। আপনি খুব সুন্দর ভাবে একটা সাধারণ মাটির তৈরিতে ব্যাংককে খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো।
 3 years ago 

ভাইয়া চেষ্টা করেছি তেমন ভালো পারি না।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.039
BTC 94309.43
ETH 3309.61
USDT 1.00
SBD 3.28