🎇Diy এসো নিজে করি 🎇 সিম্পল মেহেদীর ডিজাইন তৈরি।❤️ প্রিয়@shy-fox 10% beneficiary❤️।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার বাংলা ব্লগ পরিবারের আমাদের ❤️প্রিয় দাদা ❤️ আমাদের সন্মানীত এডমিন, মডারেটর আপু ভাইয়া এবং আমাদের সন্মানীত সদস্যদের আসসালামু আলাইকুম

Picsart_22-02-02_18-53-09-208.jpg

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। দুআ করি আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে ভালো রাখুক সব সময়। আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে চলে এলাম আমার একটি নতুন পোস্ট নিয়ে।আজকে আমি কোনো রেসিপি পোস্ট করবো না,আমি তো একটি diy পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার diy পোস্টটি হলো সিম্পল একটি মেহেদী ডিজাইন নিয়ে। আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে নিজে নিজে মেহেদী দিতে।আমি আবার তেমন ভালো মেহেদী দিতে পারি না। আইরিন আপুর কাছ থেকে দেখে দেখে একটু শিখেছি। আইরিন আপু খুব দারুণ ভাবে মেহেদী ডিজাইন করতে পারে।আসলে মেহেদী দিতে হলে কোনো ডিজাইন দেখে তেমন ভালো করে মেহেদী আমি দিতে পারি না।। তবে মন থেকে মেহেদী ডিজাইন খুব ভালোই পারি🤭🤣।আজকে হঠাৎ করে মেহেদী টা দেখেই ইচ্ছে করছিলো। একটু করে নিজের হাত টা সাজিয়ে দেই মেহেদী দিয়ে।তবে মেহেদী টা অনেক সুন্দর রং হয় কিন্তু মেহেদী টা হাতে দিলে কেমন যেনও হয়ে যায়। নেহা মেহেদীর চাইতে কাবেরী মেহেদী টা অনেক ভালো। আমার তো মাঝে মাঝে মেহেদী দিতে খুব ভালো লাগে। এখানের আমার মতো কোনো আপুদের ভালো লাগে কি না কমেন্ট করে জানাবেন।চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকের মেহেদী ডিজাইন টা।

সিম্পল মেহেদী ডিজাইন তৈরি

IMG_20220201_143640.jpg

উপকরণ

আমার হাত ও একটি মেহেদী।

IMG_20220201_143107.jpg

IMG_20220201_143044.jpg

১নং ধাপ

IMG_20220201_143125.jpg

IMG_20220201_143141.jpg

IMG_20220201_143157.jpg

আমি আগে থেকেই হাতের আঙুলে দিয়ে রেখে ছিলাম। চলুন তাহলে দেখে আসি ধাপে ধাপে কি ভাবে হাতে মেহেদী ডিজাইন করেছি।

২নং ধাপ

IMG_20220201_143210.jpg

IMG_20220201_143222.jpg

৩নং ধাপ

IMG_20220201_143237.jpg

IMG_20220201_143250.jpg

৪নং ধাপ

IMG_20220201_143312.jpg

IMG_20220201_143327.jpg

৫নং ধাপ

IMG_20220201_143357.jpg

IMG_20220201_143412.jpg

৬নং ধাপ

IMG_20220201_143429.jpg

IMG_20220201_143445.jpg

৭নং ধাপ

IMG_20220201_143512.jpg

৮নং ধাপ

IMG_20220201_143526.jpg

৯নং ধাপ

IMG_20220201_143605.jpg

১০নং ধাপ

IMG_20220201_143624.jpg

১১নং ধাপ

IMG_20220201_143640.jpg

IMG_20220201_143659.jpg

এখানেই শেষ হলো আমার আজকের মেহেদী ডিজাইন হাতে দেওয়া। আমি ১৫ মিনিট অপেক্ষা করবো হাতে রঙ আসার জন্য। ১৫ হলে এরপর আমি হাত পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নিবো।

IMG_20220202_185031.jpg

আশা করি আমার আজকের মেহেদী ডিজাইন টা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন।আমি সবার মতো তেমন ভালো মেহেদী দিতে পারি না। তবে চেষ্টা করেছি ভালো ভাবে দেওয়ার জন্য। এরপর সাথে আমি একটি সেলফি তুলে নিলাম।

IMG_20220201_145847.jpg

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।

ধন্যবাদ সবাইকে।

santa14

Sort:  
 2 years ago 

ওয়াও দারুন একটি মেহেদির ডিজাইন করেছেন আপনি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 

ঈদ আসলেই হাতে মেহেদি দেওয়ার হিড়িক পড়ে যেত । আপনি খুব সুন্দর করে হাতে মেহেদি ডিজাইন করেছেন । তবে এখন আর সেরকম ভাবে হাতে মেহেদি দেওয়া হয় না, মেয়েরা এখন বেশি মেহেদি দেয় । ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জি ভাইয়া মেয়েরা মেহেদী দিতে পছন্দ করে খুব।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ বেশ ভালই সৌখিন তো আপনি।আমার আপু ও থি আপনার মত হাতে মেহেদী দিতে দারুন পছন্দ করে।আর আমাকে তো মাঝে মধ্যে জোর করে দিয়েও দেয় যদিওবা আমি দেই না তবে আপনার মেহেদী দেওয়া দেখে আপুর কথা মনে পড়ে গেলো😊।আর দারুন হয়েছে কিন্তু মেহেদীর ডিজাইন টা 🖤

 2 years ago 

জি ভাইয়া সব মেয়েরাই একটু সৌখিন হয়। সাজু গুজু করতে ভালোবাসে। ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60104.15
ETH 3299.21
USDT 1.00
SBD 2.37