||Diy এসো নিজে করি||🥰পুরনো বোরকা দিয়ে ইউনিক স্কার্ট তৈরি আইডিয়া 🥰।🌹 প্রিয়@shy-fox 10% beneficiary🌹।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

Picsart_22-02-04_20-05-24-101.jpg

আপনার সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে সকাল থেকে যেই বৃষ্টি এখনো পড়ছেই।কি যে ঠান্ডা গো আল্লাহ কম্বল থেকে বের হতেও ভয় লাগছে।

আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি একদম নতুন একটি diy পোস্ট নিয়ে। পুরনো বোরকা দিয়ে ইউনিক স্কার্ট তৈরি আইডিয়া। আগে একটা কথা বলি আমার আব্বু সব সময় বলতো, যে মেয়েদের সব কাজ শিখে রাখা দরকার।আমিও বলি কেননা কার কপালে কি আছে বলা যায় না।কারণ বিয়ে হলে যে সবার কপাল ভালো হয় তা কিন্তু না খারাপ ও হতে পারে অথবা প্রিয় মানুষের অসময়েও প্রিয় মানুষের পাশে দাড়ানো যেতে পারে । সব মেয়েদের নিজের পায়ে দাড়াতেও কিছু একটা শিখে রাখতে হয়। আমি তো আল্লাহ রহমতে রান্না থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছু করতে পারি। এরপর কম্পিউটার শিখেছি নার্সিং এবং টেইলারি মোটামুটি পারি আল্লাহ রহমতে।

আমি নার্সিং ও টেইলারি মোটামুটি শিখেছি আমার আপুর কাছ থেকে। আপু কোথাও রোগী দেখতে গেলে আমাকে নিয়ে যেতো।আর সেইখান থেকেই আমি প্রেসার মাপা থেকে শুরু করে মোটামুটি ছোট ছোট কাজ গুলো সব পারি। আমার আপুকে আব্বু অনেক কাজ শিখিয়ে ছিলো। আপু টেইলারিও পারতো আপুর কাছ থেকে দেখে শিখেছি টেইলারি।তবে আপু এখন আর টেইলারি করে না কারণ আপু এখন আপুর হসপিটালের কাজ নিয়ে ব্যস্ত থাকে সব সময়। চলুন আর বেশি কথা না বলে শুরু করি তাহলে আজকের স্কার্ট তৈরি।

পুরনো বোরকা দিয়ে ইউনিক স্কার্ট তৈরি আইডিয়া

IMG_20220204_171515.jpg

উপকরণ সমূহ
১.দুইটি কালো বোরকার কাপড়
২.কাপড় কাটার ফিতা
৩.কেচি
৪.গোল্ডেন কালার লেইস আড়াই গজ
৫.কালো সুতা একটি।
৬.সেলাই মেশিন
৭.কোমড়ের রাবার

IMG_20220204_170059.jpg

IMG_20220204_170035.jpg

১নং ধাপ

IMG_20220204_170806.jpg

IMG_20220204_170824.jpg

IMG_20220204_170837.jpg

আমি আগে থেকেই একটি কালো বোরকার নিচের অংশ কেটে নিয়ে ছিলাম। কাপড়টা চার বাজে নিয়ে নিবো। এরপর কাপড় মাপার ফিতা দিয়ে কোমড় ১২ মেপে নিয়ে কেচি দিয়ে কেটে নিবো।

এখানে আমি কোমড়ের মাপটা বেশি নিয়েছি।কারণ স্কার্ট তৈরি করলে কোমড়ে বেশি কোচি না পরলে ভালো লাগে না দেখতে।

২নং ধাপ

IMG_20220204_170906.jpg

IMG_20220204_170947.jpg

এখানে স্কার্টের লম্বা নিয়েছি আমি ৩৪ এবং গ্রাউন টা নিয়েছি ২৮।

স্কার্টে যতো বেশি গ্রাউন থাকে ততোই পরতে ভালো লাগে।

৩নং ধাপ

IMG_20220204_171015.jpg

IMG_20220204_171043.jpg

IMG_20220204_171059.jpg

IMG_20220204_171120.jpg

এবার আরেকটি কালো বোরকার নিচের অংশ নিয়ে নিলাম। এখন স্কার্টের নিচের কোচির জন্য ৮ ইঞ্চি লম্বা করে তিনটি টুকরো কেটে নিলাম।

আমার স্কার্টের সব মিলিয়ে লম্বা হবে ৩৮ ইঞ্চি।

৪নং ধাপ

IMG_20220204_171139.jpg

এবার আমি স্কার্ট সেলাই করার জন্য সেলাই মেশিন ও সুতা নিয়ে নিলাম।

আমার সেলাই মেশিন টা দেখতে অনেক পুরনো দেখাচ্ছে। জি এই সেলাই মেশিন টা অনেক পুরোনোই। এই মেশিন টা আব্বু যখন কিনে ছিলো তখন আমার বয়স ছিলো ৬ আর আমার বসয় এখন ২০ চলছে। তাহলে আপনারাই বলুন কতটা পুরনো সেলাই মেশিন।

৫নং ধাপ

IMG_20220204_171155.jpg

IMG_20220204_171218.jpg

এখন আমি প্রথমে ৮ ইঞ্চি করে কেটে রাখা কাপড় গুলো এক সাথে সেলাই করে জোড়া লাগিয়ে নিবো।

৬নং ধাপ

IMG_20220204_171240.jpg

IMG_20220204_171254.jpg

IMG_20220204_171314.jpg

৮ ইঞ্চি করে রাখা কাপড় জোড়া লাগানো হলে। এবার আবার ১ ইঞ্চি করে ভাঙা দিয়ে সেলাই করে নিবো।

৭নং ধাপ

IMG_20220204_171328.jpg

IMG_20220204_171341.jpg

IMG_20220204_171355.jpg

এখন স্কার্টের এক সাইড নিয়ে নিবো। এরপর ১ ইঞ্চি সেলাইয়ের বাহিরে রেখে হাফ ইঞ্চি করে কোচি গুলো করে সেলাই করে নিবো। এভাবেই দ্বিতীয় সাইড সেলাই করে নিয়ে নিবো।

৮নং ধাপ

IMG_20220204_171409.jpg

IMG_20220204_171423.jpg

IMG_20220204_171436.jpg

IMG_20220204_171459.jpg

এবার আমি গোল্ডেন কালার লেইস নিয়ে স্কার্টে এক পাশে সেলাই করে অপর পাশে আবার একই ভাবে সেলাই করে নিবো। একইভাবে স্কার্টের অপর পাশেও লাগিয়ে দিবো।

৯নং ধাপ

IMG_20220204_171542.jpg

IMG_20220204_171607.jpg

IMG_20220204_171515.jpg

এবার স্কার্টের দুইটি পাশে ভালো ভাবে সেলাই করে নিয়ে নিবো।

১০নং এবং শেষ ধাপ

IMG_20220204_171619.jpg

IMG_20220204_171633.jpg

IMG_20220204_171653.jpg

IMG_20220204_170016.jpg

এখন কোমড়ে রবার লাগানোর জন্য ২ ইঞ্চি ভাঙা দিয়ে সেলাই করে নিবো। এরপর সেলাই হলে আমি রাবার টা একটি পিন দিয়ে ভিতরে ঢুকিয়ে আবার সেলাই করে দিবো।এভাবেই তৈরি হয়ে গেলো আমার ইউনিক স্কার্ট তৈরি।

IMG_20220204_151938.jpg

এরপর আমি স্কার্ট টা পড়ে ছোট ভাই কে দিয়ে একটি ছবি তুলে নিলাম। অবশ্য ছবি টা তুলার সময় বৃষ্টিতে একটু ভিজতে হয়েছে। তখন বাহিরে বৃষ্টি ছিলো। আশা করি আমার আজকের এই diy পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে।

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপু আপনার ইউনিক প্রজেক্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি সেলাইমেশিন দিয়ে অসাধারণ ভাবে রনো বোরকা দিয়ে ইউনিক স্কার্ট তৈরি করেছেন। স্কার্ট তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর প্রজেক্ট দেখতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

একদমই অসাধারণ একটি জিনিস নিয়ে হাজির হয়েছেন 😍
ভীষণ সুন্দর হয়েছে আপনার স্কার্টটি।
এতে দুটি উপকার হবে মেয়েদের এক পুরনো বোরকা আর ফেলে দেবে না আর নতুন একটা স্কারট পেয়ে যাবে। মনে করুন আপনার এই কাজের হাজার হাজার কপি হতে চলেছে 😊😊😊
খুব ভালো থাকুন দোয়া সবসময়ই রয়েছে ❣️

 2 years ago 

ধন্যবাদ প্রিয় ভাইয়া।
আপনি সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেন। আপনার জন্য ও অনেক শুভকামনা ও দুআ রইলো ভাইয়া।

 2 years ago 

প্রতিভা না থাকলে নতুন কিছু আবিষ্কার করা সম্ভব হয় না। পুরনো বোরকা দিয়ে নতুন স্কার্ট তৈরি করেছেন যা দেখে অন্যরাও উৎসাহিত হবে এবং এই প্রজেক্টটি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে। সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

স্কার্ট টা তো অসাধারণ হয়েছে। আইডিয়াটা খুবই ভালো ছিল। আমি নিজেও একদিন আম্মুর শাড়ি কেটে সুন্দর জামা তৈরি করে পড়লাম। তেমনি আপনার তৈরি করা কাটা আমার কাছে অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

আপু আমি অনেকবার আম্মুর শাড়ি দিয়ে জামা তৈরি করে পড়েছি। নিজ তৈরি করে পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু মনি সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো।

আপু আপনার ইউনিক প্রজেক্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি একদম অসাধারণ একটি জিনিস তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপু আপনার পুরনো বোরকা দিয়ে নতুন স্কার্ট তৈরি। ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার কাজ দেখে রীতিমত অবাক হয়ে গেলাম আপু । পুরাতন বোরকা দিয়ে আপনি কি সুন্দর করে স্কার্ট বানিয়ে ফেলেছেন সত্যিই আপনার কাজের প্রশংসা করতেই হয় । ভালো হয়েছে আপু আপনার প্রজেক্টটি শুভকামনা রইল আপনার জন্য ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 
বাহ অসাধারণ ছিল সত্যি। এই টেইলারিং এর কাজ জানা থাকলে অনেক উপকার হয়। যেমন কিছু কিছু সময় অনেক দোকানে কাপড় বানাতে নিতে চায় না। যেমন ঈদের আগের সময়। কিন্তু নিজে কাজ জানা থাকলে আর এতো প্যারা নিতে হয় না। সত্যি অসাধারণ ছিলো আপুমনি।
 2 years ago 

জি ভাইয়া নিজের কাপড় টা নিজেই সেলাই করতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনার এই ইউনিক আইডিয়া দেখে আমি খুব অনুপ্রাণিত হলাম, খুব সহজেই আপনি বোরকা কেটে একটি স্কার্ট তৈরি করলেন যা দেখে এটি শিখতে পেরে খুবই আনন্দিত বোধ করছি।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মনি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো আপু।

 2 years ago 

অসাধারণ এবং ইউনিক একটি আইডিয়া আপনার। আপনার কাটিং এবং টেইলারিংয়ের বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু মনি

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59737.47
ETH 3186.24
USDT 1.00
SBD 2.43