সেমাই দিয়ে ঝাল সুস্বাদু বিকেলের নাস্তা সেমাই কাবাব রেসিপি।[ইউনিক]💝প্রিয়@shy-fox 10% beneficiary।💝
আসসালামু আলাইকুম
কেমন আছেন?আপনারা সবাই। আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেক দিন যাবত আপনাদের সাথে একদম ঠিক মতো সময় দিতে পারি না। আইরিন আপুর বাসায় ছিলাম কিছু দিন। এরপর ৮ ঘন্টা যার্নিং করে বাসায় আসি।বাসায় এসেই দেখি ছোট ভাই অসুস্থ, তাকে নিয়ে সারা রাতে জেগে থাকতে হয়েছে। এরপর সকালবেলায় ছোট ভাইকে নিয়ে হসপিটালে সারাদিন কাটিয়ে বাসায় আসি।দুই টা দিন না ঘুমিয়ে আর যার্নিং করে অবস্থা একদম খারাপ। এখন শুধু সারাদিন ঘুম আসে আর শরীল টা একদম চলছে না😭।আপনাদের সাথে অনেক দিন সময় না দিতে পেরে আমার কাছেও খুব খারাপ লাগছে।
তাই আজকে ভাবলাম আপনাদের সাথে একটি ইউনিক ব্লগ শেয়ার করি।সেমাই দিয়ে সুস্বাদু ঝাল বিকেলের নাস্তা সেমাই কাবাব রেসিপি।আমি চিনি দিয়ে রান্না করা সেমাই টা একদম পছন্দ করি না।জানি আমার মতো অনেকেই আছেন যে মিষ্টি খাবার একদম পছন্দ করেন না।তাই যারা যারা পছন্দ করেন না তারা এই ঝাল ঝাল সেমাই কাবাব তৈরি করে খেতে পারেন।আমি কিছু দিন আগে তৈরি করে খেয়েছিলাম।খেতে অসম্ভব মজাদার,আবার আজকে তৈরি করেছি আপনাদের জন্য। আপনাদের সাথে এই মজাদার রেসিপি শেয়ার করবো না তা কি হয় নাকি।
চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের মজাদার রেসিপি।
উপকরণ সমূহ | পরিমাণ |
---|---|
১.কাঁচা সেমাই | পরিমাণ মতো। |
২.ডিম | একটি। |
৩.টমেটো | দুইটি। |
৪.পেঁয়াজ | দুইটি। |
৫.রসুন | একটি। |
৬.আদা | পরিমাণ মতো। |
৭.ধনিয়াপাতা | পরিমাণ মতো। |
৮.ময়দা | হাফ কাপ পরিমাণ। |
৯.কাঁচা মরিচ | দশটি। |
১০.আলু | দুইটি। |
১১.শুকনো মরিচ গুঁড়ো | দুই চামচ। |
১২.হলুদ গুঁড়ো | এক চামচ। |
১৩.ম্যাজিক মসলা | এক চামচ। |
১৪.সয়াবিন তেল | এক কাপ। |
১৫.লবণ | স্বাদমতো। |
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে আমি দুইটি আলু ও একটি ডিম নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিবো। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডিম ও আলু সিদ্ধ করে নিবো। সিদ্ধ হলে খোসা ছাড়িয়ে একটি থালায় রেখে দিবো।
এখন আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়াপাতা,রসুন ও আদা নিয়ে নিবো। এরপর পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিবো।
এখন একটি বাটিতে ময়দা নিয়ে নিবো। এরপর একটি থালায় শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ম্যাজিক মসলা ও লবণ নিয়ে নিবো।
এখন প্রথমে সেমাই গুলো কে ভেঙে ছোট ছোট টুকরো করে নিবো। এরপর এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিবো। দিয়ে ভালো করে চামচ দিয়ে গরম পানির সাথে সেমাই মিশিয়ে নিবো।
এবার আবার সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু ও ডিম নিয়ে নিবো। এখন আলু গুলো ভালো ভাবে মেখে নিয়ে ডিম টা ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে নিবো।
এখন গরম পানি দিয়ে মাখিয়ে রাখা সেমাইয়ে আলু দিয়ে দিবো।
এখন আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন, টমেটো ও ধনিয়াপাতা কুচি গুলো দিয়ে দিবো।এরপর হাত দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিবো।
এবার আমি শুকনো সব মসলা গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিবো। এরপর ছোট ছোট টুকরো করে রাখা ডিম দিয়ে আবার মাখিয়ে নিবো।
এখন সবার শেষে ময়দা নিয়ে নিবো। এরপর ভালো করে মাখিয়ে নিয়ে নিবো।
এখন চুলায় একটি প্যান বসিয়ে দিবো।এরপর তেল দিয়ে গরম করে নিয়ে নিবো।
হাত দিয়ে গোল গোল করে সেমাই কাবাব গুলো সব তেলে দিয়ে দিবো। এরপর চুলার জ্বালটা মিডিয়াম করে কাবাব গুলো দিয়ে ভেজে নিবো।
সেমাই কাবাব গুলো এক পাশে ভাজা হলে অন্য পাশে আবার লাল লাল করে ভেজে নিয়ে নিবো।
এখন পরিবেশনের জন্য একটি থালায় অল্প শসা, টমেটো টুকরো ও টমেটো সস্ দিয়ে সেমাই কাবাব দিয়ে দিবো।ঝাল ঝাল মুচমুচে সেমাই কাবাব দিয়ে শসা, টমেটো ও টমেটো সস্ দিয়ে খেতে অসম্ভব মজাদার আর অনেক বেশি টেস্টি।
আশা করছি আমার আজকের সেমাই কাবাব রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে।।
আহ্ রে আপু জিভে জল আসার মতো একটি রেসিপি তৈরি করেছেন। দেখেই তো খেতে ইচ্ছে করছে আমার। আপনি খুব সুন্দর করে সেমাই কাবাব রেসিপি তৈরি করেছেন। তাও আবার টমেটো সস দিয়ে খেতে কি যে দারুণ লাগবে। অনেক উপকরণ দিয়ে খুব মজাদার বিকেলের নাস্তা তৈরি করেছেন দাওয়াত তো দিলেন না আপু।বেশ ভালো লেগেছে আপনার রান্না প্রক্রিয়া।সুন্দর একটি রেসিপি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল আপু।
আপু দাওয়াত রইল এসে খেয়ে যাবেন।আপনার জন্য আমি আবার তৈরি করবো।ধন্যবাদ আপু,গঠন মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
আপনি অনেক মজাদার একটি সেমাই কাবাব রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এই ধরনের সেমাই কাবাব রেসিপি আমি এর আগে কখনোই দেখিনি আপনার এই রেসিপিটি আমার কাছে একদম নতুন এবং ইউনিক লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে সেমাই কাবাব রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি উপস্থাপন করার জন্য।
গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
https://twitter.com/shantaislam3309/status/1507393309815492612?t=w7TxjpjmQMomVJ17mdSc0A&s=19
আহা দেখেইতো খেতে ইচ্ছে করছে আপু।লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।ইচ্ছে করছে সব খেয়ে ফেলি।আপনাকে ধন্যবাদ সেমাই দিয়ে ঝাল পিঠার রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসেন আপু এসে খেয়ে যান, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
ওয়াও আপু আপনি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এলো। এর আগে কখনো আপনার মতো করে ঝাল সেমাই কাবাব রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। তবে আজ আপনার রেসিপি দেখে নতুন একটি রেসিপি শিখে নিলাম। পরবর্তীতে আমিও বাসায় তৈরি করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মূল্যবান সময় দিয়ে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু মনি।
আপু আপনার সেমাই কাবাব রেসিপিটি খুবই ইউনিক একটি রেসিপি হয়েছে। এ ধরনের রেসিপি আমি এর আগে কখনো দেখিনি ।খাওয়া তো দূরের কথা। আজ আপনার থেকে প্রথম দেখলাম এবং শিখে নিলাম ।দারুণ চমৎকার লাগছে দেখতে। খেতে খুবই সুস্বাদু হয়েছে তাই না?এত সুন্দর করে বানিয়েছেন সুস্বাদু তো হতেই হবে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপু একবার বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
সেমাই কাবাব রেসিপি খুবই অসাধারণ হয়েছে। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে সেমাই কাবাব রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রন্ধন পদ্ধতি বেশ অসাধারণ। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
গঠন মূলক কমেন্ট করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনার রেসিপিটি আমার কাছে একদম ইউনিক মনে হচ্ছে। সেমাই কাবাবের কথা কখনো শুনিনি। তবে আপনার সেমাই কাবাব দেখতে অনেকটা বড়ার মতো লাগছে। খেতে মনে হচ্ছে ভালোই হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া একবার খেয়ে দেখবেন অনেক মজাদার হয়। জি ভাইয়া সেমাই কাবাব টা দেখতে কিছু টা বড়ার মতো।তবে খেতে আলাদা টেস্ট লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক দুআ রইল ভাইয়া।
আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সেমাই কাবাব রেসিপি তৈরি করার জন্য ।আপনার এই সেমাই কাবাব রেসিপি টা আমার অনেক ভালো লেগেছে ।দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ওঅনেক সুস্বাদু হবে । প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
জি ভাইয়া খেতেও অনেক মজাদার হয়েছে। গরম গরম টমেটো সস্ দিয়ে দারুণ খেতে। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। এই খাবারটি বাসায় মাঝে মাঝে আম্মু তৈরি করেন কিন্তু আমি কখনো তৈরি করে নি। আপনার এই পোস্টটি দেখে আমি নিজেই তৈরী করার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল।
গঠন মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।