একটি সুন্দর গাছের চিত্র অংকন || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

13-11-2021

২৯ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ"একটি সুন্দর গাছের চিত্র অংকন"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রথমবারের মতো নিজ হাতে "একটি সুন্দর গাছের চিত্র অংকন তৈরি করে"আপনাদের দেখাবো। আশা করি খুব ভাল লাগবে, তো চলুন দেখে নেয়া যাক।

★একটি সুন্দর গাছের চিত্র অংকন★

IMG_20211112_235305.jpg

জীবনের এই প্রথমবার নিজ হাতে তৈরি করলাম একটি সুন্দর গাছের চিত্র অংকন। জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার তৈরি একটি সুন্দর গাছের চিত্র অংকনটা আপনাদের অনেক ভালো লাগবে।



★উপকরণ★

  • কাগজ
  • রাবার
  • স্কেল
  • পেন্সিল
  • জল রং
  • তুলি
  • IMG_20211031_140203.jpg



    ★ধাপ ১★

    IMG_20211019_123836.jpg

    আমি প্রথমে একটি সাদা কাগজ নিই।

    ★ধাপ ২★

    IMG_20211112_231927.jpg

    তারপর জল রং দিয়ে সাদা কাগজ টাকে কালার করে নেই।

    ★ধাপ ৩★

    IMG_20211112_233921.jpg

    তারপর ধীরে ধীরে গাছের আকৃতি করে নিই।

    ★ধাপ ৪★

    IMG_20211112_234754.jpg

    তারপর ডাল পালাতে পাতা লাগিয়ে দিই।

    ★ধাপ ৫★

    IMG_20211112_235224.jpg

    তারপর ধীরে ধীরে নিচের দিকে গাছের পাতা পড়ে থাকার মতো করে দিই‌।

    ★ধাপ ৬★

    IMG_20211112_235305.jpg

    তারপর তৈরি হয়ে যায় আমার তৈরি চিত্রটি।

    আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




    শুভেচ্ছান্তে :-
    @sangram5

    আমার পরিচয়

    IMG_20211010_184219.jpg

    আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।




    Sort:  
     3 years ago 

    ভাইয়া গাছের চিত্র অংকন টি খুবি সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে অবস্থান করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

     3 years ago 

    একটি সুন্দর গাছের চিত্র অংকন করেছেন অনেক সুন্দর হয়েছে ভাই অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

     3 years ago 

    ভাই আপনার অংকন খুবই ভালো ছিলো তবে ফটোগ্রাফির জন্য অংকনের সুনরয্য থাকে নাই।আপনি আলোতে বা ফ্লাস ব্যবহার করে চিত্র তুলবেন তাহলে চিত্র গুলো ক্লিয়ার আসবে এবং দেখতে সুন্দর লাগবে।শুভ কামনা রইলো আপনার জন্য।

     3 years ago 

    খুব সুন্দর গাছের চিত্র অঙ্কন করেছেন। যা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। যা দেখে খুব সহজে আপনার অঙ্কন পদ্ধতি বুঝতে পারছি ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

    Coin Marketplace

    STEEM 0.18
    TRX 0.12
    JST 0.027
    BTC 62853.43
    ETH 3013.11
    USDT 1.00
    SBD 2.50