পাওয়ার আপ প্রতিযোগিতায় আমার অংশগ্রহণঃ- 100 Steem Power Up || #club5050 || 10% to @shy-fox
আসসালামুয়ালাইকুম বন্ধুরা,
আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত পাওয়ার আপ কন্টেষ্টে অংশগ্রহণ করবো। এর আগে আমি বলতে চাই, কেন আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমি @sangram5, আমার ইচ্ছা আমি দীর্ঘমেয়াদী আমার বাংলা ব্লগের সাথে পথ চলতে চাই আর দীর্ঘ মেয়াদে পথ চলতে হলে নিজের একাউন্টের সক্ষমতা থাকা অত্যাবশক। আমি আমার একাউন্টের ক্ষমতা বৃদ্ধির জন্যেই আজকে মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।
আমি ব্যক্তিগতভাবেই পাওয়ার আপ করতে পছন্দ করি। যখন দেখি অন্য কেউ পাওয়ার আপ করতেছে তখন নিজের কাছে তা অসম্ভব ভালো লাগে। আমার বাংলা ব্লগের সবাইকে পাওয়ার আপ করতে উৎসাহিত করতেই মূলত এই প্রতিযোগিতা আয়োজন করা।
আমার পাওয়ার ছিলো ১০০৩ এস পি! |
---|
আমি পাওয়ার বৃদ্ধি করি ১০০ স্টিম |
---|
এখন আমার এস পি হচ্ছে ১১০৩ এস পি |
---|
আশা করি আমি আমার লক্ষ্যে পৌছাতে পারবো। সবার ভালোবাসা একান্তই কাম্য।
#welovepowerups
#club5050
#club100
ভালোবাসায়:-
@sangram5
আপনার পাওয়ার বৃদ্ধির পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো ভাইয়া। নিয়মিত পাওয়ার বৃদ্ধি করে আপনি শক্তিতে বলিয়ান হউন। অনেকগুলো স্টিম পাওয়ার বৃদ্ধি করে আপনি আপনার সক্ষমতাকে আমাদের নিকট তুলে ধরেছেন। আগামীতেও পাওয়ার বৃদ্ধির ধারা অব্যাহত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
আপনি অনেকগুলো স্টিম পাওয়ার আপ করেছেন ভাই। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো যেন খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন।
আপন শক্তিতে বলিয়ান হোন,এই কামনা করছি।
বাহ ভাই আপনি পাওয়ার বৃদ্ধি করে দারুন একটা কাজ করেছেন । পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের শক্তিকে বৃদ্ধি করে সমৃদ্ধ করা । আপনার পাওয়ার বৃদ্ধি করার পোস্টটি থেকে অনেকে পাওয়ার বৃদ্ধি করার জন্য উৎসাহী হবে ধন্যবাদ আপনাকে।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই আপনার পাওয়ার আপ করার জন্য। খুব ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন আপনি পাওয়ার আপ করে নিজের একাউন্টে সক্ষমতা বৃদ্ধি করছেন। এভাবে ধীরে ধীরে পাওয়ার আপ করতে থাকলে একসময় আপনার পাওয়ার অনেক বেশি হয়ে যাবে। শুভকামনা রইল আপনার জন্য।
ভাই আপনি অনেক সুন্দর কাজ করেছেন।প্রতিনিয়ত পাওয়ার আপ করার মাধ্যমে আপনি নিজের অবস্থান শক্ত করছেন।আপনার পাওয়ার আপের কাজকে আমরা সাধুবাদ জানাই। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন সবসময়।
ভাই আপনার পাওয়ার আপ পোস্ট দেখে অনেক ভালো লাগলো।এভাবে পাওয়ার আপ করেন আর নিজের লক্ষ্যে পূরণ করেন।অনেক শুভ কামনা রইল।