প্রত্যহিক জীবনের গল্প||আমার বাংলা ব্লগ||১০-০৮-২০২১
আসসালামু আলাইকুম বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @sangram5
আজ, মঙ্গলবার।
১০, আগস্ট, ২০২১
হ্যালো বন্ধুরা,
সবাইকে প্রথমে জানাই শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি জিনিস তুলে ধরবো। তা এর আগে কখনো শেয়ার করা হয়নি আর সেটা হচ্ছে প্রত্যাহিক জীবনের কিছু সুন্দর মুহূর্ত। আর শুনুন সুন্দর মুহূর্তটা কেমন ছিল তার ব্যাখ্যা এবং বর্ণনা জেনে নেওয়া যাক।
প্রত্যেক জীবনের গল্প
সকাল
https://what3words.com/shipyards.magically.corrupted
| Device | Itel version 1 pro |
|---|
করোনা মহামারীর কারণে প্রত্যেকটি লোকেই সমস্যার মধ্যেই লেগে আছে, তাই এই সমস্যার সমাধান করার জন্য আপনারা প্রত্যেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন জন্যে নিবন্ধন করুন। আজকে আমি খুব সকাল সকাল উঠে প্রথমে আমার লালন পালন করা প্রিয় ছাগলটিকে মাঠে বেঁধে আসি। তারপর গোসল টোসল করে খাওয়া-দাওয়া শেষে দোকানে দিকে রওনা দিই। আর এটাই ছিল আজকে আমার সকালের তথ্য।
https://what3words.com/shipyards.magically.corrupted
| Device | Itel version 1 pro |
|---|
এই ছেলেটি হচ্ছে আমাদের গ্রামের প্রতিবন্ধী এক ছেলে। সে আমার কাছ থেকে প্রতিদিন 5 থেকে 10 টাকা করে নিয়ে থাকে, তাও আবার সকাল বেলায় করে নাস্তা খাওয়ার জন্য তো আজকেও দিতে হলো 10 টাকা।
দুপুর
https://what3words.com/shipyards.magically.corrupted
| Device | Itel version 1 pro |
|---|
দুপুরে দোকান বন্ধ করে খাওয়ার জন্য বাসায় চলে যাই। বাসায় গিয়ে প্রথমত প্রচণ্ড গরমে তারণায় দুপুরবেলায় আমি আবার গোসল করি। এবং গোসল শেষে খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দোকান আসার জন্য প্রস্তুতি গ্রহণ করি। তারপর আমি দোকানের দিকে রওনা দেই, আর এটাই ছিল আমার দুপুরের তথ্য বলি।
বিকাল
https://what3words.com/shipyards.magically.corrupted
https://what3words.com/shipyards.magically.corrupted
| Device | Itel version 1 pro |
|---|
দোকান বন্ধ করে বিকেলবেলায় একটু ঘুরতে বের হই। আমি আর আমার ছোট ভাই ঘুরতে ঘুরতে আমরা দুজনেই অনেক জায়গা ঘুরে ফেলি আর কখন যে সন্ধ্যা হয়ে আসলো আমরা টেরই পাইনি। তো তখন আমার ছোট ভাই আমাকে বলতেছে ভাইয়া চা খেতে হবে তখন আমরা ভালো একটা ক্যাফেতে চা খেতে বসি। এবং চায়ের সাথে মিনি চিকেন রোল খাই, এতে করে আমাদের দুই ভাইয়ের বিকেল এবং সন্ধ্যাটা অনেক ভালো কাটে আর এটাই ছিল আমার বিকাল এবং সন্ধ্যা তথ্য।
আশা করি বন্ধুরা আমার এই পোষ্টটি আপনাদের অনেক ভাল লাগবে আর যদি কথায় এবং লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে






আপনার প্রাত্যহিক জীবনের গল্পটা সুন্দর ছিল। ধন্যবাদ পোষ্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।